মহানবীর রওজা সরানোর গুজবের ব্যাখ্যা দেয়ায় সৌদি সরকারকে ধন্যবাদ
মহানবী হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রওজা মোবারক স্থানান্তরের গুজবের বিষয় নিজেদের অবস্থান স্পষ্ট করায় মসজিদে নববীর পরিচালনা কমিটি ও মদিনাতুল মুনাওয়ারার খাদেম সৌদি আরব সরকারকে ধন্যবাদ জানিয়েছেন, হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আলেম আল্লামা হাফেজ জুনাইদ বাবুনগরী ও হেফাজতের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী।
আজ এক বিবৃতিতে নেত্রীবৃন্দ বলেন, বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচার হওয়া মহানবী হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রওজা মোবারক স্থানান্তরের গুজবে সারা বিশ্বের মুসলমানদের মধ্যে যে অসস্থির সৃষ্টি হয়েছিল আজ মসজিদে নববীর পরিচালনা কমিটির বিবৃতির মাধ্যমে তার অবসান হয়েছে।
নেত্রীবৃন্দ বলেন, হেফাজতে ইসলাম ও দেশের আলেম উলামারা প্রথম থেকেই সন্ধেহ করছিল যে, উদ্দেশ্য মুলক ভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা সরিয়ে ফেলা সংক্রান্ত এ গুজব ছড়ানো হয়েছে। যা আজ মসজিদে নববীর পরিচালনা কমিটির বিবৃতির মাধ্যমে প্রমাণিত হয়েছে।
নেত্রীবৃন্দ মুসলিম উম্মাকে গুজবে কান না দিতে আহ্বান জানিয়ে বলেন, বিশ্ব মুসলিম উম্মার মধ্যে বিবেদ সৃষ্টির লক্ষে ইয়াহুদিবাদী গুষ্টি এসব গুজব ছড়াচ্ছে। তাই সকল মুসলমানকে ঐক্যবদ্ধ ভাবে ষড়যন্ত্রকারীদের প্রতিহত করতে হবে।
উল্লেখ্য, সম্প্রতি যুক্তরাজ্যের দৈনিক দ্য ইন্ডিপেনডেন্ট ও ডেইলি মেইলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা সরিয়ে ফেলা সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনে বলা হয়, সৌদি আরবের একজন আলেম এ সংক্রান্ত একটি প্রস্তাব মসজিদে নববীর অভিভাবক কমিটির কাছে পাঠানো হয়েছে। Online Earning tips
তবে আজ এক বিবৃতিতে রওজা মোবারক স্থানান্তরের সংবাদকে গুজব ও ভিত্তিহীন বলে দাবী করেছে মসজিদে নববীর অভিভাবক কমিটি। অর্থাৎ রওজা মোবারকের দেখবাল করা কমিটি।মহানবীর রওজা সরানোর গুজবের ব্যাখ্যা দেয়ায় সৌদি সরকারকে ধন্যবাদ
এবং রওজা মোবারক স্থানান্তরের মিথ্যা প্রতিবেদন প্রকাশকারী ব্রিটিশ দৈনিকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার পদক্ষেপ নিচ্ছে তারা।
মসজিদে নববীর অভিভাবক কমিটির মুখপাত্র আহমেদ আল মানসুরি বলেন, ‘এটি একজন গবেষকের ব্যক্তিগত অভিমত, যিনি একটা গবেষণায় তার মতের প্রতিফলন ঘটিয়েছেন। এটি মসজিদের অভিভাবক কমিটি অথবা রাষ্ট্রের মতামতকে বোঝায় না।’
এ ধরনের কর্মকাণ্ডের জন্য কমিটির ব্যবস্থা নেয়ার বিধান রয়েছে জানিয়ে মুখপাত্র পবিত্র স্থান সম্পর্কে এ ধরনের ‘ফাটকা গুজব’ না ছড়ানোর আহ্বান জানান।
এ ব্যাপারে আইনি পরামর্শকদের সঙ্গে ব্রিটিশ দৈনিক দু’টির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার বিষয়ে আলোচনা করা হচ্ছে বলেও জানান তিনি।
Comments (No)