দীপিকার মোট সম্পদের পরিমাণ ৪ কোটি ডলার বা ৩৪৩ কোটি ২৯ লাখ টাকা।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, এই মুহূর্তে রণবীর ও দীপিকা দুজনে মোট ৪০টি ব্র্যান্ডকে এনডর্স (সমর্থন) করছেন।
তার মধ্যে দীপিকা একাই ১৮টি ব্র্যান্ডের অ্যাম্বাস্যাডর। এর মধ্যে রয়েছে জিও, লোরিয়াল প্যারিস, মিনট্রা ইত্যাদি। ৩ দিনের এনডোর্সমেন্ট শ্যুটের জন্য দীপিকা ৮কোটি রুপি করে নেন।
অন্যদিকে, রণবীর সিংহ মোট ২২টি ব্র্যান্ড এনডোর্স করছেন, যার মধ্যে রয়েছে থাম্বস আপ, ডিউরেক্স ও প্রিমিয়ার লিগ। রণবীর প্রতিটি ব্র্যান্ডের জন্য ৩-৪ কোটি টাকা করে নেন।
অর্থাৎ দীপ-বীরের রোজগারের বড় অংশই আসে ব্র্যান্ড এনডোর্সমেন্ট থেকে। ‘পদ্মাবৎ’ (২০১৮) ছবিতে অভিনয়ের পর থেকে ছবিপ্রতি রণবীর সিংহের উপার্জন ১৩ কোটি টাকা। দীপিকা একটি ছবির জন্য নেন ১০-১২ কোটি টাকা।
ভারতীয় ওই সংবাদমাধ্যমটি বলছে, রোজগার ও স্থাবর সম্পত্তি মিলিয়ে দীপিকা ও রণবীর একসঙ্গে এই মুহূর্তে ২৩৮ কোটি টাকার মালিক।
আতিকেলটি : Jagonews24bd থেকে নেওয়া হয়েছে
Comments (No)