ব্লগারের জন্য ওয়েব স্টোরি বানানোর পদ্ধতি।

আপনার যদি একটি ওয়েব সাইট থাকে তাহলে অবশ্যই গুগল ওয়েব স্টোরির কথা জেনে থাকবেন ৷ নিয়মিত ওয়েব স্টোরি তৈরির মাধ্যমে ওয়েব সাইটের যেমন ইমপ্রেশন আর ক্লিক বৃদ্ধি পাবে তেমনি ওয়েব স্টোরি টি আপনার যদি এডসেন্স একাউন্ট থাকে তাহলে এডসেন্স একান্টের সাথের ওয়েব স্টোরি এড করে ভালো আর্নিং করার সুবিধাও আছে ৷ 

গুগল ওয়েব স্টোরি একাউন্ট তৈরির পর স্টোরি তৈরির জন্য এই আর্টিকেল টি মনোযোগ দিয়ে পড়লে আশা করি খুব সহজেই গুগল ওয়েব স্টোরি তৈরি করতে পারবেন ৷

ব্লগারে গুগল ওয়েব স্টোরিজ কি ভাবে ব্যবহার করবো

(How To Create Google Web Story For Blogger?)

এই লিঙ্কটিতে ক্লিক করে একাউন্ট তৈরি করতে পারেন-

ব্লগারের জন্য ওয়েব স্টোরি বানানোর পদ্ধতি। 1

প্রথম ধাপ: প্রথমে আপনার ওয়েব স্টোরি একাউন্ট লগইন করে নিয়ে Create New Story বাটন টি তে ক্লিক করলে একটি নতুন পেজ দেখতে পারবেন 

ব্লগারের জন্য ওয়েব স্টোরি বানানোর পদ্ধতি। 2

তার পর নতুন পেজ ওপেন হবে উপরে ছবির মত, এখন আপনার স্টোরি তৈরির জন্য Story Name তে এখানে আপনি যে বিষয় নিয়ে স্টোরি লিখতে চান তার টাইটেল নাম দিতে হবে 

তার পর স্টোরি পোস্ট রিলেটেড ৩-৪ টি ট্যাগ এড করে দিয়ে CONTINUE তে ক্লিক করতে হবে । অথবা SKIP করে যেতে পারেন তবে পোস্ট লেখার পরে এটা লিখতে পারেন। 

CONTINUE তে ক্লিক করার পর 

ব্লগারের জন্য ওয়েব স্টোরি বানানোর পদ্ধতি। 3

স্টোরি পেজটি বিভিন্ন কালার করতে পারবেন (Background) থেকে এবং পেজের উপরে বাম পাশে ইমেজ আইকেন ক্লিক করে আপনি যে পোস্ট টি ওয়েব স্টোরি বানাতে চান সেই সংক্রান্ত ছবি সার্চ বার এ লিখে সার্চ করে ব্যাকগ্রাউন্ড ইমেজ সেট করতে পারবেন 

এবং স্টোরি পেজের ডান দিকে ইমেজ আইকন– Add Media তে ক্লিক করে নিচের ছবির মত Upload file তে ক্লিক করে একটি পোস্টার ইমেজ তৈরি করুন এটি ক্যানভা বা ফটোশপ এ বানালে সুবিধা হবে। লম্বালম্বি ছবি নির্বাচন করুন করবেন, পোস্টার ইমেজটির সাইজ ৬৪০x৮৫৩ এর বেশি না হয় ।

ব্লগারের জন্য ওয়েব স্টোরি বানানোর পদ্ধতি। 4

তার পর ADD MEDIA TO SLIDE তে ক্লিক করলে ছবিটি স্টোরি পেজে চলে আসবে, তার পর ছবিটিকে টেনে পেজ বক্সের সাইজ করে তুলুন।

ব্লগারের জন্য ওয়েব স্টোরি বানানোর পদ্ধতি। 5

এর পর স্টোরি পেজের ডান দিকে T (Text) আইকন টি আছে সেটাতে ক্লিক করলে Heading 1 নামে একটি টেক্সট বাক্স আসবে টেক্সট বক্সে ডাবল ক্লিক করে তাতে কিছু টেক্সট লিখুন। 

ব্লগারের জন্য ওয়েব স্টোরি বানানোর পদ্ধতি। 6

Design and Animation– তার পর টেক্সটটি কাস্টমাইজ করতে পারেন, ডান দিকের ডিসাইন (Design) অপশন গিয়ে একটি ভালো কালার দিন যাতে ছবির ওপর লেখাটি পড়া যায়, টেক্সট ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারেন, তার পর ইচ্ছে করলে ডানদিকের উপরে Animation Option থেকে text টিতে কিছু অ্যানিমেশন যোগ করে নিবেন। এভাবে কমপক্ষে ৫-৬ টি স্লাইড পেজ তৈরী করুন। 

ব্লগারের জন্য ওয়েব স্টোরি বানানোর পদ্ধতি। 7

এবং শেষের স্লাইড পেজটিতে আপনার ওয়েবসাইট লিংক এড করার জন্য স্লাইড পেজের ডান পাশে সবার নিচে লিংক আইকন তে ক্লিক করলে Click Here নামে একটি অপশন স্লাইড পেজে চলে যাবে তার পর আপনার ওয়েবসাইট আর্টিকেল রিলেটেড যে স্টোরি তৈরি করবেন সেই আর্টিকেলের লিংক এড করার জন্য ডান পাশে একটি অপশন চলে আসবে CTA Settings- Link to web page সেই বক্সে আর্টিকেলের লিংক কপি করে পেস্ট করুন এবং তার নিচে দেখতে পারবেন Icon নামে একটি অপসন সেখানে স্টোরি আর্টিকেল রিলেটেড একটি আইকন করে দিতে হবে ।

ব্লগারের জন্য ওয়েব স্টোরি বানানোর পদ্ধতি। 8

PUBLISH- এর পর উপরে Publish তে ক্লিক করলে নিচের ছবির মতো একটি নতুন পেজ চলে আসবে 

ব্লগারের জন্য ওয়েব স্টোরি বানানোর পদ্ধতি। 9

সেখানে স্টোরি টাইটেল এড করুন অপর দিকে ডান পাশে Story Language তে আপনি কোন ভাষায় স্টোরি তৈরি করছেন সেটা সিলেক্ট করে দিন Publisher Details সেখানে আপনার Publisher Name টি লেখা থাকবে নিচে পাবলিশার লোগো এড করে দিবেন । তার পর সেভ করে দিবেন 

ব্লগারের জন্য ওয়েব স্টোরি বানানোর পদ্ধতি। 10

এর পর SEO তে ক্লিক করবেন টাইপ এর ঘরে Article সিলেক্ট করে দিবেন, তার পর টাইটেল দিবেন যেটা আপনার স্টোরির নাম, তার পর ডান পাশে Keywords- স্টোরি টাইটেল রিলেটেড  Keywords লিখে দিবেন এবং নিচে Short Description বক্সে স্টোরি সম্পর্কিত ছোট বিবরণ লিখে দিবেন এর পর নিচে সেভ করে দিয়ে 

ব্লগারের জন্য ওয়েব স্টোরি বানানোর পদ্ধতি। 11

Story Validation তে ক্লিক করলে দেখা যাবে সব কিছু ঠিক আছে কিনা যদি ঠিক না থাকে তাহলে সেটা ঠিক নেই সেটা লাল ক্রস চিহ্ন যেখানে এবং পাশে Edit Option থাকবে সেখানে ঠিক করে নিবেন উপরে ছবিতে দেখতে পারছেন স্লাইড ইমেজ গুলির Alt text লেখা হয়নি 

ব্লগারের জন্য ওয়েব স্টোরি বানানোর পদ্ধতি। 12

Story Validation তে ক্লিক করলে দেখা যাবে সব কিছু ঠিক আছে কিনা যদি ঠিক না থাকে তাহলে সেটা ঠিক নেই সেটা লাল ক্রস চিহ্ন যেখানে এবং পাশে Edit Option থাকবে সেখানে ঠিক করে নিবেন উপরে ছবিতে দেখতে পারছেন স্লাইড ইমেজ গুলির Alt text লেখা হয়নি 

Edit Option তে ক্লিক করে উপরে ছবির মতো আপনার স্টোরির Alt text লিখে Next তে ক্লিক করবেন, এভাবে প্রতিটা স্লাইডের Alt

ব্লগারের জন্য ওয়েব স্টোরি বানানোর পদ্ধতি। 13

এর পর Analytics and Ads তে আপনার গুগল এনালিটিক্স ট্র্যাকিং আইডি এড করে দিবেন

তার পর নিচে Setup Advertising (DFP slot Code)– এখানে আপনার যদি গুগল এডসেন্স একউন্ট থাকে তাহলে Monetization Option তে Google adsense সিলেক্ট করে পাবলিশার আইডি এবং Slot ID বসিয়ে দিবেন, এর পর পাবলিশ তে ক্লিক করে 

আপনার ডোমেইন সিলেক্ট করে পারমালিঙ্ক টি অ্যাড করুন সেটা হবে ওয়েবসাইট নাম / ওয়েব স্টোরিজ / পোস্টির লিঙ্ক। মূলত এখানে পোস্টির লিঙ্কের মাঝে ওয়েব স্টোরি লেখা টি আসবে। স্টোরি টি পাবলিশ হয়ে গেলে Short Link ক্লিক করে স্টোরির জন্য একটি লিঙ্ক বানান। 

(বিঃদ্রঃ- একটি ওয়েব স্টোরি তৈরির আগে General Settings থেকে যা যা প্রয়োজন সেগুলো পূরণ করে নিবেন) ।

প্রথম বার ওয়েব স্টোরি তৈরি করতে একটু অসুবিধে হলে পরে আস্তে আস্তে আপনি যত বেশি ওয়েব স্টোরি তৈরি করবেন তখন সহজ হয়ে যাবে, পারলে প্রতিদিন একটি করে ওয়েব স্টোরি তৈরি করুন । আপনার ওয়েবসাইট এ যে পোস্ট গুলো আছে সেগুলোর ওপর ওয়েব স্টোরি তৈরি করতে পারেন । 

এবং গুগল সার্চ কনসোল এ গিয়ে ওয়েব স্টোরিজ xml টি সাবমিট করতে পারেন তাহলে কয়েক দিনের মধ্যে আপনার ওয়েবসাইট টিতে ভিজিটরর সংখ্যা বাড়বে। 

কি ভাবে যাচাই করবেন ওয়েব স্টোরি টি ঠিক আছে কিনা  (How to check Google Web Stories)?

আপনার ওয়েব স্টোরি যাচাই করার জন্য ওয়েব স্টোরিজ লিংক টি কপি করুন, তার পর গুগল এ সার্চ করুন গুগল স্কিমা মার্কআপ চেকার অথবা নিচের লিংকটিতে ক্লিক করুন তার পর সার্চ বাক্স এ আপনার ওয়েব স্টোরিজ লিঙ্কটি পেস্ট করুন এর পর টেস্ট ইউ আরএল (Test URL) তে দেখে নিন যে আপনার ওয়েব স্টোরিজ টি ঠিক আছে কিনা। 

গুগল ওয়েব স্টোরিজ তৈরি করলে কি কি সুবিধা পাওয়া যায়? 

খুব সহজেই এবং কম সময়ের মধ্যেই ওয়েব স্টোরিজ তৈরি করা যায় । গুগল ওয়েব স্টোরিজ ওপেন ওয়েবের একটি অংশ । গুগল ওয়েব স্টোরি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা যায় এবং আপনার কোনো ওয়েব সাইট অথবা এপ্লিকেশন তে Embed করে শেয়ার করতে পারবেন । 

গুগল ওয়েব স্টোরিজ তে External Link ব্যবহারের সুবিধা যা অন্য কোনো মিডিয়াতে নেই ।  এছাড়া অন্যান্য মিডিয়া যেমন ইন্সট্রাগ্রাম, ফেইসবুক তাদের স্টোরি সমূহ মেয়াদ মাত্র ২৪ ঘন্টা রাখতে পারে কিন্তু গুগল ওয়েব স্টোরি কোনো লিমিট মেয়াদ নেই । আপনার ওয়েব সাইট পেজ যত দিন থাকবে স্টোরিও তত দিন থাকবে । আর এর মাধ্যমে আপনার ওয়েব পেজ নিত্য দিন ইম্প্রেশন ও ক্লিক পেতে থাকবে ।  

(বিঃদ্রঃ এই পোস্ট টিতে ওয়েব স্টোরি তৈরি করার নিয়ম দেখানোর জন্য ছোট ইমেজ ব্যবহার করা হয়েছে, যেটি আকর্ষণীয় নয়, এমন ছবি ব্যবহার করুন যেটি ভিজিটর আকর্ষণীয় করে এবং আরও পড়তে আগ্রহী করে তুলে তাই ৬৪০x৮৫৩ সাইজ এর ছবি ব্যবহার করবেন । 

Comments (No)

Leave a Reply

এই সাইটের কোন লেখা কপি করা সম্পুর্ন নিষেধ