ব্লগস্পটে একটি নতুন ব্লগ তৈরী করতে প্রথমে আপনার লাগবে একটি জিমেইল একাউন্ট, একটি কম্পিউটার, একটি ইন্টারনেট ডিভাইস।
ব্লগস্পটে একটি ব্লগ বা ওয়েবসাইট করতে চাইলে কয়েকটি ধাপে কাজ করতে হবে। তাহলে চলুন ধাপগুলি অনুযায়ী একটি ব্লগ তৈরী করি।
ধাপ-০১
আপনাকে প্রথমে যেতে হবে ব্লগারের অফিসিয়াল ওয়েবসাইট www.blogger.comএই ঠিকানায়। এড্রেস বারে এই ঠিকানাটি লিখে
এন্টার চাপুন।
|
www.blogger.com |
এরপর আপনার জিমেইল ও তার পাসওয়ার্ড দিয়ে লগইন করুন। এখানে জিমেইল দিতে হবে তার কারণ ব্লগস্পট শ্রেষ্ঠ সার্চ ইঞ্জিন গুগলেরই সার্ভার। নিচের ছবিটি দেখুন তাহলে আরও বুঝতে পারবেন।
|
www.blogger.com |
ধাপ-০২
http://www.bestearnidea.com/blog-post-new-post/
নিচের ছবির মতো দেখালে এখান থেকে ব্লগার প্রোফাইল এর নীচে বাটনটিতে ক্লিক করুন। নিচের ছবিটি লক্ষ করুন।
|
blogger |
ধাপ-০৩
নিচের চিত্রের মতো আসবে। এখানে প্রথমে একটি ডিসপ্লে নাম টাইপ করতে হবে। এবং Continue Blogger এ ক্লিক করুন।
|
blogger.com |
ধাপ-০৪
ব্লগারের ড্যাশবোর্ড থেকে নিউ ব্লগ বাটনে ক্লিক করুন এবং নিচের ছবিটি লক্ষ্য করুন।
|
new blog |
ধাপ-০৫
এবার আপনাকে একটি নতুন ব্লগ তৈরী করতে হবে। এখানে আপনি প্রথমে ব্লগ বা ওয়েব সাইটের জন্য একটি শিরোনাম বা টাইটেল বাছাই করে তা লিখুন। নিচে আপনার ব্লগারের জন্য একটি ওয়েব ঠিকানা লিখুন। তবে আপনাকে নামটি অবশ্যই চেক করে নিতে হবে। সেজন্য এখানে আপনার অ্যাড্রেস লেখার পর একটু অপেক্ষা করলে পাশে লিখে দিবে আপনার এই অ্যড্রেসটি আগে ব্যবহার হয়েছে বা চলবে না। আপনার অ্যাড্রেসের সাথে অবশ্যই (.blogspot.com) নামটি যুক্ত হবে।
এরপর আপনাকে একটি টেমপ্লেট ঠিক করতে হবে এবং সেটি সিলেক্ট করে নিচের ব্লগ তৈরী করুন বা Create Blog বাটনে ক্লিক করতে হবে। নিচের ছবিটি লক্ষ্য করুন।
|
blog address |
এবার ব্লগ তৈরীর কাজ শেষ। আপনার ব্লগটি দেখার জন্য নতুন একটি ট্যাব নিয়ে ব্রাউজার এর অ্যাড্রেস বারে আপনার অ্যাড্রেসটি টাইপ করুন এবং এন্টার চাপুন। এখন দেখতে পাবেন আপনার ব্লগ বা ওয়েবসাইট। ছবিটি লক্ষ্য করুন।
Comments (No)