ব্যাংক একাউন্ট খুলতে যা যা প্রয়োজন

ব্যাংক একাউন্ট সাধারনত দুই ধরনের হয়ে থাকে। ডিমান্ড ডিপোজিট অ্যাকাউন্ট এবং টাইম ডিপোজিট একাউন্ট। ডিমান্ড ডিপোজিট একাউন্টে জমাকৃত টাকা গ্রাহক যে কোন সময়ে তার চাহিদা মতো জমা এবং উত্তোলন করতে পারে। ডিমান্ড ডিপোজিট অ্যাকাউন্ট গুলো হল সেভিংস ডিপোজিট  একাউন্ট, কারেন্ট ডিপোজিট  একাউন্ট, শর্ট টার্ম ডিপোজিট অ্যাকাউন্ট এবং অন্যান্য একাউন্ট।

ব্যাংক একাউন্ট খুলতে যা যা প্রয়োজন 1

অন্যদিকে টাইম ডিপোজিট একাউন্টে গ্রাহক ইচ্ছামত টাকা জমা এবং উত্তোলন করতে পারে না। এই একাউন্টে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা নির্দিষ্ট সময়ের জন্য ব্যাংকে জমা রাখতে হয়। সেভিংস ডিপোজিট একাউন্ট, কারেন্ট ডিপোজিট একাউন্ট এবং শর্ট টার্ম ডিপোজিট একাউন্ট খুলতে যে ডকুমেন্টস লাগে তা হল-

সাধারণ ডকুমেন্ট:

  • একাউন্ট অপেনিং ফর্ম সঠিকভাবে পূরণ করা এবং স্বাক্ষর করা।
  • বৈধ ইন্ট্রোডিউসার।
  • ইন্ট্রোডিউসার কর্তৃক সত্যায়িত গ্রাহকের দুই কপি পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ।
  • গ্রাহক কর্তৃক সত্যায়িত নমিনির ১ কপি পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ এবং জাতীয় পরিচয় পত্র/বৈধ পাসপোর্ট/জন্ম নিবন্ধন সনদপত্র।
  • ব্যাংক কর্তৃক নির্ধারিত প্রাথমিক জমা।
ব্যাংক একাউন্ট খুলতে যা যা প্রয়োজন 2

অতিরিক্ত ডকুমেন্ট:

একাউন্টের প্রকৃতিকারেন্ট ডিপোজিট / শর্ট টার্ম ডিপোজিট একাউন্টসেভিংস ডিপোজিট একাউন্ট
ব্যক্তিগত একাউন্ট১। জাতীয় পরিচয় পত্র/বৈধ পাসপোর্ট/জন্ম নিবন্ধন সনদপত্র
২। ঠিকানা প্রমানের জন্য ডকুমেন্ট যেমন -বিদ্যুৎ বিল /পানির বিল /গ্যাস বিলের ফটোকপি।
৩। আয়ের উৎস প্রমানের জন্য ভিজিটিং কার্ড/জব আইডি (গ্রাহক চাকরি করলে)
৪। স্টুডেন্ট আইডি (গ্রাহক স্টুডেন্ট হলে)
৫। ই-টিন সার্টিফিকেট (যদি থাকে)
১। জাতীয় পরিচয় পত্র/বৈধ পাসপোর্ট/জন্ম নিবন্ধন সনদপত্র
২। ঠিকানা প্রমানের জন্য ডকুমেন্ট যেমন -বিদ্যুৎ বিল /পানির বিল /গ্যাস বিলের ফটোকপি।
৩। আয়ের উৎস প্রমানের জন্য ভিজিটিং কার্ড/জব আইডি (গ্রাহক চাকরি করলে)
৪। স্টুডেন্ট আইডি (গ্রাহক স্টুডেন্ট হলে)
৫। ই-টিন সার্টিফিকেট (যদি থাকে)
জয়েন্ট একাউন্ট১। জাতীয় পরিচয় পত্র/বৈধ পাসপোর্ট/জন্ম নিবন্ধন সনদপত্র
২। ঠিকানা প্রমানের জন্য ডকুমেন্ট যেমন -বিদ্যুৎ বিল /পানির বিল /গ্যাস বিলের ফটোকপি।
৩। আয়ের উৎস প্রমানের জন্য ভিজিটিং কার্ড/জব আইডি (গ্রাহক চাকরি করলে)
৪। স্টুডেন্ট আইডি (গ্রাহক স্টুডেন্ট হলে)
৫। ই-টিন সার্টিফিকেট (যদি থাকে)
৬। জয়েন্ট ডিক্লারেশন
১। জাতীয় পরিচয় পত্র/বৈধ পাসপোর্ট/জন্ম নিবন্ধন সনদপত্র
২। ঠিকানা প্রমানের জন্য ডকুমেন্ট যেমন -বিদ্যুৎ বিল /পানির বিল /গ্যাস বিলের ফটোকপি।
৩। আয়ের উৎস প্রমানের জন্য ভিজিটিং কার্ড/জব আইডি (গ্রাহক চাকরি করলে)
৪। স্টুডেন্ট আইডি (গ্রাহক স্টুডেন্ট হলে)
৫। ই-টিন সার্টিফিকেট (যদি থাকে)
৬। জয়েন্ট ডিক্লারেশন
প্রোপাইটরশিপ একাউন্ট১। জাতীয় পরিচয় পত্র/বৈধ পাসপোর্ট/জন্ম নিবন্ধন সনদপত্র
২। বৈধ ট্রেড লাইসেন্স
৩। প্রোপাইটরশিপ ডিক্লারেশন
৪। টিন সার্টিফিকেট
প্রযোজ্য নহে।
পার্টনারশিপ একাউন্ট১। জাতীয় পরিচয় পত্র/বৈধ পাসপোর্ট/জন্ম নিবন্ধন সনদপত্র
২। বৈধ ট্রেড লাইসেন্স
৩। পার্টনারশিপ ডিক্লারেশন
৪। রেজিস্টার্ড পার্টনারশীপ ডিড
৫। টিন সার্টিফিকেট
৬।পার্টনারদের তালিকা
৭। একাউন্ট খোলার জন্য রেজুলেশন
প্রযোজ্য নহে।
প্রাইভেট লিমিটেড
কোম্পানি একাউন্ট
১। জাতীয় পরিচয় পত্র/বৈধ পাসপোর্ট/জন্ম নিবন্ধন সনদপত্র
২। বৈধ ট্রেড লাইসেন্স
৩। মেমোরান্ডাম অব অ্যাসোসিয়েশন অন্ড আর্টিকেলস
অব অ্যাসোসিয়েশন (এমএ এন্ড এএ) অব দ্য কোম্পানি
ডিউলি অ্যাটেস্টেড বাই চেয়ারম্যান/এমডি/সেক্রেটারি
৪। সার্টিফিকেট অব ইনকর্পোরেশন
৫। টিন সার্টিফিকেট
৬। ডিরেক্টরদের তালিকা
৭। একাউন্ট খোলার জন্য রেজুলেশন
প্রযোজ্য নহে।
পাবলিক লিমিটেড
কোম্পানি একাউন্ট
১। জাতীয় পরিচয় পত্র/বৈধ পাসপোর্ট/জন্ম নিবন্ধন সনদপত্র
২। বৈধ ট্রেড লাইসেন্স
৩। মেমোরান্ডাম অন্ড আর্টিকেলস অব অ্যাসোসিয়েশন
অব দ্য কোম্পানি ডিউলি অ্যাটেস্টেড চেয়ারম্যান/এমডি
৪। সার্টিফিকেট অব ইনকর্পোরেশন
৫। সার্টিফিকেট
অব কমেন্সমেন্ট
৬। টিন সার্টিফিকেট
৭। ডিরেক্টরদের তালিকা
৮। একাউন্ট খোলার জন্য রেজুলেশন
প্রযোজ্য নহে।
ক্লাব/এসোসিয়েশন/ট্রাস্ট/
সোসাইটি/শিক্ষা প্রতিষ্ঠান/
মসজিদ/মাদ্রাসা/এনজিও একাউন্ট
১। জাতীয় পরিচয় পত্র/বৈধ পাসপোর্ট/জন্ম নিবন্ধন সনদপত্র
২। বাই লজ, ট্রাস্ট ডিড
৩। রেজিস্ট্রেশন সার্টিফিকেট
৪। সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট থেকে অনুমতি
৫। নির্বাহী কমিটি/গভর্নিং বডির মেম্বারদের তালিকা
৬। এনজিওর একাউন্ট খোলার ক্ষেত্রে ব্যুরো
অব এনজিওর অনুমতি
১। জাতীয় পরিচয় পত্র/বৈধ পাসপোর্ট/জন্ম নিবন্ধন সনদপত্র
২। বাই লজ, ট্রাস্ট ডিড
৩। রেজিস্ট্রেশন সার্টিফিকেট
৪। সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট থেকে অনুমতি
৫। নির্বাহী কমিটি/গভর্নিং বডির মেম্বারদের তালিকা
৬। এনজিওর একাউন্ট খোলার ক্ষেত্রে ব্যুরো
অব এনজিওর অনুমতি

Comments (No)

Leave a Reply

এই সাইটের কোন লেখা কপি করা সম্পুর্ন নিষেধ