বেকার সময়টাকে যেভাবে কাজে লাগাবেন

বেকার সময়টাকে যেভাবে কাজে লাগাবেন
বেকার সময়টাকে যেভাবে কাজে লাগাবেন
বেকার সময়টাকে যেভাবে কাজে লাগাবেন আমাদের সমাজে জনসংখ্যার সাথে সাথে বেকারত্বও দিনকে দিন বেড়েই চলেছে। আর এর জন্য আমরা নিজেরাও কম দায়ী নয়। তাই চাকরি হচ্ছে না বলে হাত গুটিয়ে বসে না থেকে এই সময়টাকে কাজে লাগিয়ে আপনি চাইলেই কিছু বাড়তি ইনকাম করতে পারেন।আপনার কি মনে হয় যে মৃত্যুর আগে আপনি যা যা করতে চান – তার সব করে যেতে পারবেন? আপনার কি মাঝে মাঝে দু:শ্চিন্তা হয়, যে আপনি জীবনের লক্ষ্য আপনি পূরণ করে যেতে পারবেন না? আপনার লক্ষ্য পূরণের জন্য কি আপনার নির্দিষ্ট পরিকল্পনা আছে?

বেশিরভাগ মানুষই তাদের সময়কে কিভাবে কাজে লাগানো যায়, তা বোঝার ক্ষেত্রে সমস্যার মুখে পড়ে। বর্তমান সময়ে সারাদিনই ফেসবুক, ইনস্টাগ্রাম, স্ন্যাপচ্যাট এর নোটিফিকেশন আসতে থাকে। সেইসাথে নানান ধরনের মানুষের সাথে দেখা করা, বন্ধুদের সময় দেয়া লাগে। আর প্রায়ই কোনও না কোনও উ‌ৎসব-উপলক্ষ তো লেগেই আছে। একটু পরপরই নানান কারনে আপনার ফোনে কল আসছে।

টাইপিং:
আমরা প্রায়ই আমাদের অবসর সময় পার করি বন্ধুদের সাথে ফেসবুক চ্যাট এর মাধ্যমে। আর এই টাইপিং কাজেরও রয়েছে ব্যাপক চাহিদা। আর এর জন্য শুধুমাত্র মাইক্রোসফট ওয়ার্ড এবং বাংলা ও ইংলিশ টাইপিং শিখে বিভিন্ন কম্পিউটারের দোকানের পাশাপাশি অনলাইনেও আপনি টাইপিং কাজ করতে পারেন। আর এই টাইপিং এর মাধ্যমে আপনি সন্তুষ্টিজনক টাকা আয় করতে পারেন।

প্রাইভেট টিউশনি:
আপনার অবসর সময়ে আপনি স্কুল-কলেজে পড়ুয়া বাচ্চাদের পাড়াতে পারেন। আর এর বিনিময়ে আপনি আয় করে নিতে পারেন কিছু বাড়তি টাকা।  

লেখালিখি:
আপনার মেধাকে বাস্তব জীবনে কাজে লাগিয়েও আপনি ঘরে বসেই আয় করতে পারেন। বর্তমানে অনলাইনে লেখালেখি করে আয়ের বিশাল সুযোগ রয়েছে। তাছাড়া আপনি চাইলেই বিভিন্ন পত্রিকা, ম্যাগাজিনে আপনার লেখা কবিতা, গল্প, উপন্যাস এর মধ্যমে আয় করতে পারেন। 

নকশি কাথা:
আজকাল নকশি কাথার অনেক কদর রয়েছে। তাই আপনি চাইলে আপনার হাতের তৈরী নকশি কাঁথা বিভিন্ন দোকানে অথবা অনলাইনে বিক্রি করে ঘরে বসেই আয় করতে পারেন।

কুটির শিল্প:
অবসর সময় গুলো অবহেলায় নষ্ট না করে এটা আমরা অন্যভাবে কাজে লাগাতে পারি। আপনার মধ্যে থাকা প্রতিভা গুলোকে কাজে লাগিয়ে ছোট বড় বিভিন্ন রকমের শোপিস অথবা বিভিন্ন রকমের পণ্য বানিয়ে বাজারে অথবা অনলাইনের মাধ্যমে বিক্রি করতে পারেন। আর এর মাধ্যমে আপনি কিছু বাড়তি আয় করতে পারেন।

ফুল চাষ:
আমাদের বাসার ছাঁদে বা বাড়ির আঙ্গিনায় যে ফাঁকা জায়গা থাকে সেখানে আমরা চাইলে বিভিন্ন রকমের ফুলের চাষ করতে পারি এবং এই ফুল বাজারে বিক্রি করে অনেক টাকা আয় করতে পারি। Online Income News

মাছ চাষ:
আমাদের বেকার সময়ে বসে না থেকে এই সময়টাকে কাজে লাগিয়ে আমরা মাছ চাষ করতে পারি। আর এই মাছ চাষের মাধ্যমে নিজেদের চাহিদা মিটিয়ে বাড়তি আয় করতে পারি। 

পাখি পালন:
পাখি পালন করা আমাদের অনেকের শখ। তাই আমাদের বেকার সময়ে এই শখকে কাজে লাগাতে পারি। পাখি পালনের মাধ্যমে নিজের চাহিদা মিটিয়ে এগুলোকে বাজারে অথবা অনলাইনে বিক্রি করে উপার্জন করতে পারি।

ফ্রিল্যান্সিং:
আপনার বেকার সময়কে কাজে লাগিয়ে ফ্রিল্যান্সিং এর মধ্যমে আপনি ঘরে বসেই উপার্জন করতে পারেন। এতে করে আপনার বেকারত্ব কিছুটা হলেও ঘুচবে।

গ্রাফিক্স ডিজাইন:
আপনার স্থানীয় কম্পিউটারের দোকান, প্রিন্টিং প্রেসসহ বিভিন্ন জায়গায় গ্রাফিক্স ডিজাইনার লোক নিয়োগ হয়ে থাকে। ইউটিউবে ফ্রি ভিডিও দেখে আপনিও হতে পারেন একজন সফল গ্রাফিক্স ডিজাইনার।

Comments (No)

Leave a Reply

এই সাইটের কোন লেখা কপি করা সম্পুর্ন নিষেধ