বিভিন্ন ধরণের Trading এর পদ্ধতি সম্পর্কে জানুন

বিভিন্ন ধরণের Trading এর পদ্ধতি সম্পর্কে জানুন
বিভিন্ন ধরণের Trading এর পদ্ধতি সম্পর্কে জানুন

বিভিন্ন ধরণের ট্রেডিং এর পদ্ধতি সম্পর্কে জানুন

বিভিন্ন ধরণের Trading এর পদ্ধতি সম্পর্কে জানুন বিভিন্ন ধরণের ট্রেডিং এর পদ্ধতি সম্পর্কে জানুন:- এই বিশ্বে ৮ শত কোটি মানুষের বসবাস। এক জনের সাথে অন্য জনের মুখমন্ডলের কোনো মিল নেই। পার্থক্য আছে আমাদের সবার আঙুলের ছাপেরও। তাই প্রত্যেকটি মানুষ একেওপরের থেকে প্রতিটি সম্ভব দিক থেকে আলাদা আলাদা। ফরেক্স বাজারে ট্রেড করার সময় এই বিষয়টি স্পষ্ট হয়ে ধরা পরে আরও বেশি। প্রতিটি মানুষের রয়েছে নিজস্ব ব্যক্তিত্ব। পছন্দ অপছন্দের মধ্যেও আছে নিজস্বতা। একজনের কাছে যেটি সবচেয়ে জনপ্রিয়, অন্যজনের নিকট তা সম্পূর্ণ মূল্যহীনও হতে পারে। এই ব্যক্তিত্বের নিজস্বতার ধরণ ফরেক্স বাজারে প্রকাশ পায় একজন ট্রেডারের ট্রেড করার ধরণের উপরে।

ট্রেডিং এর পদ্ধতি

ফরেক্স বাজারে ট্রেড করার সময় এই বিষয়টি স্পষ্ট হয়ে ধরা পরে আরও বেশি। প্রতিটি মানুষের রয়েছে নিজস্ব ব্যক্তিত্ব। পছন্দ অপছন্দের মধ্যেও আছে নিজস্বতা। একজনের কাছে যেটি সবচেয়ে জনপ্রিয়, অন্যজনের নিকট তা সম্পূর্ণ মূল্যহীনও হতে পারে। এই ব্যক্তিত্বের নিজস্বতার ধরণ ফরেক্স বাজারে প্রকাশ পায় একজন ট্রেডারের ট্রেড করার ধরণের উপরে। কোনো ট্রেডার আগ্রাসীভাবে ট্রেড করতে পছন্দ করেন। আবার কোনো কোনো ট্রেডার বিনিয়োগের ব্যপারে অনেক রক্ষণশীল। কোনো ট্রেডার পরিমানে কম হলেও ধারাবাহিকভাবে মুনাফা চান, আবার কোনো কোনো ট্রেডার দীর্ঘমেয়াদে মুনাফার স্বার্থে বর্তমানে অল্প পরিমানে হওয়া ক্ষতিকেও মেনে নেন। তাই ট্রেড এর ধরণ নির্ভর করবে আপনার উপরে।এই বিষয়ে আপনার প্রতিযোগিতা আপনি নিজেই।

ফরেক্স ফ্রি সিগন্যাল পেতে জয়েন করুন

Forex বাজারে যারা ট্রেড করতে আসেন তাদের মধ্যে বেশিরভাগ মানুষ একটি জায়গায় সবচেয়ে বেশি ভুল করেন এবং তা হলো যে, তারা মনে করেন ফরেক্স সম্পর্কে কোনোরকম জ্ঞানের অভাবেও তারা সফলভাবে ট্রেড করতে পারবেন। যদিও এটি সত্যি যে ভাগ্যক্রমে অনেক সময়ে আপনি হয়তো অল্প কিছু লাভ করে বসলেন কিন্তু দীর্ঘমেয়াদে যে আপনি ধারাবাহিকভাবে মুনাফা অর্জন করতে পারবেন তার কোনো নিশ্চয়তা নেই।

Forex সম্পর্কে সবচেয়ে বহুল প্রচলিত দৃশ্যপট হলো যে, একজন নবাগত ট্রেডার ফরেক্স বাজার সম্পর্কে সামান্য একটু পড়াশুনা করলেন। তা করতে গিয়ে তিনি এমন একটি ব্রোকারের সন্ধান পেলেন যে নাকি দাবি করে যে তার মাধ্যমে ট্রেড করলে অতি অল্প সময়ে অধিক মুনাফা অর্জন করা যাবে। এটি জানার পরে ঐ নবাগত ট্রেডার আর কোনোকিছু না জেনেই ট্রেড করা শুরু করে দিলেন। কিন্তু নতুনত্বের দরুন ফরেক্স বাজারের সাথে আকর্ষণের এই পর্ব শেষে সেই ট্রেডার অনুধাবন করতে পারলেন যে, ট্রেডিং করা এতো সহজ নয়। তার কাছে মনে হয় যে, এই বাজারে কোনো কিছুই কাজ করেনা। বাজারের চলমান অবস্থা, এর ভবিষ্যৎ গতিবিধি, কিছুই তার জ্ঞানে কুলায় না। এক পর্যায়ে সেই ট্রেডার হতাশ হয়ে ট্রেড করা সম্পূর্ণরূপে ছেড়ে দেন।

বিভিন্ন ধরণের Trading এর পদ্ধতি সম্পর্কে জানুন 1

ফরেক্স ট্রেডের হিসেবে আপনার বিনিয়োগকৃত সবচেয়ে মূল্যবান জিনিস হলো আপনার সময়

ট্রেডার হিসেবে আপনাকে প্রতিদিন কিছু না কিছু নতুন শিখতে হবে। তা না হলে আপনি একজন সফল ট্রেডার হতে পারবেন না। বিবেচনা করুন আপনার কত সময় লেগেছে ফরেক্স এর মৌলিক বিষয়গুলোকে জানতে। প্রতিদিন আপনার কত সময় লাগে চার্ট, গ্রাফ, মুদ্রার উপরে প্রভাববিস্তারকারী সংবাদ পড়তে, আপনার ট্রেডকে কার্যকর করতে।

তাই এই বাজারে প্রবেশ করতে হলে আপনার মনোভাব হতে হবে এমন যে, এটিই আপনার একমাত্র চাকুরী। একজন চাকুরীজীবি যেভাবে সারাদিন তার কাজে কাটায়, আপনাকেও ঠিক তেমনভাবে ফরেক্সের প্রতি থাকতে হবে নিবেদিত প্রাণ। আর যদি এটি করা আপনার পক্ষে সম্ভব না হয় তাহলে, আপনাকে আপনার ট্রেড করার ধরণের ব্যপারে পুনর্বিবেচনা করতে হবে। আনতে হবে আপনার ট্রেডিং কৌশলে পরিবর্তন। ফরেক্স বাজারের প্রতিদিনের চাহিদা হলো জনসম্মুক্ষে প্রকাশিত গুরুত্বপূর্ণ সকল সংবাদের আদ্যোপান্ত বিশ্লেষণ এবং সেই অনুযায়ী দিনের লেনদেন করার কৌশল প্রণয়ন।

বাজার বিশ্লেষণ করার সময়ে নিম্নের চারটি বিষয়কে বিবেচনায় রাখতে হবে:

১. ফরেক্স বাজারের নিত্য নতুন বিষয় সম্পর্কে জানা;

২. ফরেক্সের জন্যে গুরুত্ব বহন করে এমন প্রতিটি সংবাদকে বিশ্লেষণ করা;

৩. চলমান ঘটনা প্রবাহ সম্পর্কে ওয়াকিবহাল থাকা;

৪. মুদ্রার পাশাপাশি অন্যান্য সম্পদের মূল্যের উঠানামা সম্পর্কে খবর রাখা;

৫. দৈনিক ভিত্তিতে প্রয়োজনীয় সকল চার্ট, গ্রাফ বিশ্লেষণ করা।

স্ক্যাল্পিং (Scalping)

যে সকল ট্রেড কয়েক সেকেন্ড থেকে কয়েক মিনিট পর্যন্ত করা হয় তাকে বলে স্ক্যাল্পিং। এই ধরনের ট্রেডিং এর উদ্দেশ্য হলো একটি ট্রেডিং সেশনের সবচেয়ে ব্যস্ত সময়ের মধ্যে অল্প অল্প করে যতবার ট্রেডিং করা যায়। যেহেতু একজন স্কাল্পিংকারী ট্রেডারকে বেশিরভাগ সময়েই বিভিন্ন চার্ট, গ্রাফ এবং এর সাথে জড়িত আনুষঙ্গিক জিনিসের প্রতি দৃষ্টি রাখতে হয় তাই যে সকল ট্রেডের কয়েক ঘন্টা জুড়ে নিরবিচ্ছিন্নভাবে তাদের মনোযোগ বজায় রাখতে পারবেন এই রকম ট্রেডিং পদ্ধতি তাদের জন্যেই প্রযোজ্য।

এই ধরণের ট্রেডিং পদ্ধতির আরেক বৈশিষ্ট্য হলো যে, আপনাকে দিতে হবে গভীর মনোযোগ এবং আপনার থাকতে হবে তড়িৎ গতিতে চিন্তা করার ক্ষমতা। যে সকল ট্রেডাররা সকল ট্রেডে বড় ধরণের লাভ করতে পছন্দ করেন এটি তাদের জন্যে নয়। বরং, যে সকল ট্রেডাররা প্রত্যেকবার ছোট ছোট মুনাফা করা এবং গড়ে লাভবান হওয়ার লক্ষ্য রাখেন তাদের জন্যেই মূলত এই স্ক্যাল্পিং পদ্ধতি। Online income news

নিম্নলিখিত গুণগুলো আপনার মধ্যে থাকলে আপনি নিজেকে একজন স্ক্যাল্পের হিসেবে বিবেচনা করতে পারেন:

আপনি তড়িৎ গতিতে ট্রেডিং করা এবং সাথে অনেক রোমাঞ্চ পছন্দ করেন

চার্টগুলো ঘন্টার পর ঘন্টা দেখতে আপনার কোনো অসুবিধা হয় না;

আপনি অনেকটা ধৈর্যহীন প্রকৃতির যেকিনা দীর্ঘসময় ধরে ট্রেড করা পছন্দ করেন না;

আপনি খুব তাড়াতাড়ি চিন্তা করেন এবং তড়িৎ গতিতে ট্রেডিং এর গতিমুখ পরিবর্তন করতে সক্ষম;

নিম্নলিখিত গুণগুলো আপনার মধ্যে না থাকলে আপনি নিজেকে একজন স্ক্যাল্পের হিসেবে বিবেচনা করতে পারেন না:

তড়িৎ গতিতে পরিবর্তনশীল পরিবেশে আপনি বিরক্ত হন;

চার্টগুলো ঘন্টার পর ঘন্টা দেখতে আপনার অসুবিধা হয়;

আপনি কম ট্রেড করতে পছন্দ করেন কিন্তু চান যে প্রত্যেকটিতে বেশি লাভ করতে;

আপনি আপনার সময় ফরেক্স বাজারের সামগ্রিক অবস্থা বিশ্লেষণের জন্যে ব্যয় করতে পছন্দ করেন।

স্ক্যাল্পিং করতে গিয়ে যে সকল বিষয়ের প্রতি লক্ষ্য রাখবেন:

যে সকল কারেন্সী পেয়ার অন্য পেয়ারের তুলনায় বেশি তরল শুধু সেগুলো ট্রেড করবেন;

দিনের সবচেয়ে ব্যস্ত সময়গুলোতে ট্রেড করবেন;

স্প্রেড এর ব্যপারটি বিবেচনায় রাখুন;

একটি সময়ে একটি পেয়ারের উপরে লক্ষ্য রাখুন;

আর্থিক ব্যবস্থাপনা মেনে চলুন;

প্রকাশিত গুরুত্বপূর্ণ সংবাদগুলোর প্রতি দৃষ্টি রাখুন।

দিনব্যাপি ট্রেড করা (Day Trading)

স্ক্যাল্পিং এর মতোই Day Trading ও একটি স্বল্পমেয়াদি ট্রেডিং স্টাইল। কিন্তু স্ক্যাল্পিং এ ঘনঘন ট্রেড করা হয় কিন্তু Day Tradig এর আওতায় একজন ট্রেডার দিনে একটি ট্রেড নেন এবং সারা দিনব্যাপি সেই ট্রেডটি চালু রাখেন। এই ধরণের ট্রেডাররা দিনের শুরুতে ট্রেড করার জন্যে একটি দিক পছন্দ করেন, সারা দিনব্যাপি সেই দিকেই তারা লেনদেন করেন এবং দিনের শেষে পরিস্থিতির উপরে ভিত্তি করে লাভ বা ক্ষতি নিয়ে বেরিয়ে যান। এই সকল ট্রেডাররা আবার একদিনের ট্রেড অন্যদিন পর্যন্ত দীর্ঘায়িত করেন না।

যে সকল ট্রেডারদের সারা দিনব্যাপি অফুরন্ত সময় আছে এবং তারা সেই সময়কে ফরেক্স এর নানা ধরণের বিশ্লেষণে লাগাতে পছন্দ করেন তাদের জন্যেই হলো Day Trading এর ব্যবস্থা ।

নিম্নলিখিত গুণগুলো আপনার মধ্যে থাকলে আপনি নিজেকে একজন Day Trader হিসেবে বিবেচনা করতে পারেন:

আপনি আপনার ট্রেডকে একটি নির্দিষ্ট দিনেই সীমাবদ্ধ রাখতে চান:

দিনের শুরুতে আপনার কাছে ফরেক্স মার্কেটের খুঁটিনাটি দিকগুলো বিশ্লেষণ করার সময় আছে এবং সারা দিনব্যাপি আপনি তা চালিয়ে যেতে পারেন;

দিকে শেষে আপনি মুনাফা অর্জন করেন নাকি ক্ষতির সম্মুখীন হবেন তা জানতে আপনি আগ্রহী।

নিম্নলিখিত গুণগুলো আপনার মধ্যে না থাকলে আপনি নিজেকে একজন Day Trader হিসেবে বিবেচনা করতে পারেন না:

আপনি দীর্ঘ বা স্বল্পমেয়াদি ট্রেড করা পছন্দ করেন;

বাজার বিশ্লেষণ এবং সারা দিনব্যাপি তা নিয়ে পড়ে থাকার সময় আপনার নেই;

দুপুরে আপনি একটি চাকুরী করেন।

Day Trading করতে গিয়ে যে সকল বিষয়ের প্রতি লক্ষ্য রাখবেন:

• সদ্য ঘটে যাওয়া ঘটনা প্রবাহের প্রতি অবগত থাকুন;

• দিনে আপনি কোথাও চাকরি করে থাকলে তার ফাঁকেফাঁকে চার্ট বা গ্রাফগুলো দেখুন।

Day Trading এর বিভিন্ন প্রকার

তিন ধরণের প্রকারভেদ দেখা যায়। নিম্নে একে একে সেগুলো আলোচনা করা হলো:

Trend Trading (ট্রেন্ড ট্রেডিং):

ট্রেন্ড ট্রেডিং হলো সেই পদ্ধতি যেখানে আপনি একটি দীর্ঘমেয়াদ সম্পন্ন টাইমফ্রেমের চার্টের প্রতি লক্ষ্য রাখেন এবং সামগ্রিক ট্রেন্ড চিহ্নিত করার চেষ্টা করেন। আপনার নিকট যখন সেই ট্রেন্ডের অস্তিত্বটি স্পষ্ট হয়ে যায় তখন আপনি ওই রকম টাইমফ্রেমের আর একটি চার্টে গিয়ে ট্রেডিং করার সুযোগের সন্ধান করতে থাকেন।

Countertrend Trading (কাউন্টারট্রেন্ড ট্রেডিং):

এটি ট্রেন্ড ট্রেডিং এর মতোই কিন্তু পার্থক্য হলো যে, একবার আপনি চলমান ট্রেন্ডের গতি প্রকৃতি অনুধাবন করে ফেললে পরে সেই চলমান ট্রেন্ডের বিপরীতে ট্রেড করার চেষ্টা করেন।

Breakout Trading (ব্রেকআউট ট্রেডিং):

এটি হলো সারাদিনব্যাপী ট্রেড করার তিনটি প্রকারের মধ্যে অন্যতম। এর আওতায় একজন ট্রেডার চার্ট বিশ্লেষণের দ্বারা খুজার চেষ্টা করেন যে চলমান ট্রেন্ড কোনো রেঞ্জ (range) এর মধ্যে আছে কিনা এবং রেঞ্জটি চিহ্নিত হয়ে গেলে সেই রেঞ্জ এর উভয়দিকে ট্রেড চালুর নির্দেশ দিয়ে রাখেন।

সুইং ট্রেডিং (Swing Trading)

এটি একটি দীর্ঘমেয়াদি ট্রেডিং স্টাইল যার আওতায় একজন ট্রেডারকে একটি ট্রেড চালু করার পড়ে দীর্ঘদিন ধরে তা চলমান রাখতে হয়। যে সকল ট্রেডাররা সারাদিনব্যাপি চার্ট বা গ্রাফ বিশ্লেষণ করতে আগ্রহী নন কিন্তু দিনের শেষে তারা হয়তো কয়েক ঘন্টা তা করতে পারবেন, এই ধরণের ট্রেডারদের জন্যে সুইং ট্রেডিং সবচেয়ে ভালো।

সুইং ট্রেডিং পদ্ধতি চলমান ট্রেন্ডের মধ্যে একটি সুইং বা দিকের সম্ভাব্য পরিবর্তনকে চিহ্নিত করার চেষ্টা করে এবং তখনই বাজারে প্রবেশের কথা বলে যখন প্রবেশ করলে মুনাফা অর্জনের সম্ভাবনা সবচেয়ে বেশি।

উদাহরণস্বরূপ বলা যায়, একটি uptrend এ swing low এর পরিস্থিতিতে একজন ট্রেডার ক্রয় করতে চান। আবার অন্যদিকে swing high এর অবস্থায় বিক্রয়, যাকিনা অস্থায়ী কাউন্টারট্রেন্ডের সুযোগ নেয়া হয়।

যেহেতু একটি ট্রেড একদিনের বেশি সময় ধরে চলে তাই বাজারের অস্থিরতা বা volatility থেকে সুযোগ নিতে হলে বড় Stop Loss নির্ধারণ করতে হবে এবং এইসব করতে গিয়ে একজন ট্রেডারকে অবশ্যই আর্থিক ব্যবস্থাপনা মানতে হবে।

এই রকম একটি দীর্ঘমেয়াদি ট্রেড চলাকালীন সময়ে আপনি হয়তো একাধিকবার এমন পরিস্থিতির শিকার হতে পারেন যেখানে হয়তো আপনি দেখবেন যে, চলমান ট্রেড আপনার বিপরীতে যাচ্ছে। এই অবস্থায় আপনাকে থাকতে হবে শান্ত এবং মনে রাখতে হবে যে, স্বল্পমেয়াদে বাজারে অনেক উঠানামা হয় কিন্তু দীর্ঘমেয়াদে তা কাঙ্খিত মুনাফা দিয়েই যায়|

নিম্নলিখিত গুণগুলো আপনার মধ্যে থাকলে আপনি নিজেকে একজন Swing Trader হিসেবে বিবেচনা করতে পারেন:

দীর্ঘদিন ধরে ট্রেড করতে আপনার বিরক্ত লাগেনা;

আপনি সংখ্যায় কম ট্রেড নিতে চান কিন্তু প্রতিটি ট্রেডে লাভের পরিমান বেশি চাচ্ছেন:

বড় Stop Loss নির্ধারণে আপনার কোনো সমস্যা নেই;

আপনার ধৈর্য্য অনেক;

ট্রেড আপনার বিপরীতে যাওয়ার পরিস্থিতিতেও আপনি ধীরস্থির থাকতে সক্ষম।

নিম্নলিখিত গুণগুলো আপনার মধ্যে না থাকলে আপনি নিজেকে একজন Swing Trader হিসেবে বিবেচনা করতে পারেন না:

আপনি তড়িৎ গতিতে ট্রেড করা পছন্দ করেন;

আপনি ধৈর্য্যহীন এবং তাৎক্ষণিকভাবে জানতে চান যে আপনি সফল হয়েছেন নাকি বিফল;

ট্রেড আপনার বিপরীতে যাওয়ার সময়ে আপনি অনেক বিচলিত হয়ে যান;

বাজার বিশ্লেষণের জন্যে আপনি একাধিক ঘন্টা ব্যয় করতে আগ্রহী নন;

পসিশন ট্রেডিং (Position Trading)

সময় অনুযায়ী ট্রেডিং করার পদ্ধতিগুলোর মধ্যে পসিশন ট্রেডিংই সবচেয়ে বেশি সময় নিয়ে ট্রেডিং এর কথা বলে। এই পদ্ধতির আওতায় একটি ট্রেড কয়েক মাস থেকে শুরু করে কয়েক বছর পর্যন্ত চলে পারে। যে সকল ট্রেডারদের পাহাড়সম ধৈর্য্য এবং একটি দেশের অর্থনীতির মৌলিক বিষয়গুলো সম্পর্কে অনেক গভীর জ্ঞান আছে শুধু তাদের জন্যেই মূলত এই ধরণের ট্রেডিং পদ্ধতি। যেহেতু এই ধরণের ট্রেডিং দিনের পর দিন ধরে চলে তাই ট্রেডিং চলাকালে একজন ট্রেডারের প্রাথমিক লক্ষ্য হবে বাজারের পরিবর্তিত পরিস্থিতিকে পর্যালোচনা এবং চুলচেরা বিশ্লেষণ করা।

একটি কারেন্সী পেয়ারের দীর্ঘমেয়াদে ট্রেন্ডের উপরে প্রভাব ফেলে সেই দেশগুলোর অর্থনীতির মৌলিক বিষয়গুলো। তাই একজন পসিশন ট্রেডারের এটি জানা খুবই গুরুত্বপূর্য যে, ঐ সকল অর্থনীতিগুলো সম্পর্কে প্রকাশিত তথ্যগুলো ভবিষ্যতে সেই অর্থনীতিগুলোকে কিভাবে প্রভাবিত করবে। ট্রেডিং এর সময়ের দীর্ঘতার কারণে অবশ্যই আপনার Stop Loss কে হতে হবে অনেক বড় এবং ট্রেডিং শুরু করার পূর্বে আপনাকে এই বিষয়টি নিশ্চিত করতে হবে যে, আপনার কাছে ট্রেডিং চালিয়ে যাওয়ার জন্যে যথেষ্ট পুঁজি রয়েছে।

নিম্নলিখিত গুণগুলো আপনার মধ্যে থাকলে আপনি নিজেকে একজন Position Trader হিসেবে বিবেচনা করতে পারেন:

আপনি স্বাধীনভাবে চিন্তা করতে পছন্দ করেন। আপনি গণমানুষের করা মন্তব্যের তেমন তোয়াক্কা করেন না এবং আপনি নিজের বিশ্লেষণের উপরে ভিত্তি করে সিদ্ধান্ত নেন;

অর্থনীতির মৌলিক বিষয়গুলোর ব্যপারে আপনার আছে গভীর জ্ঞান এবং একটি ঘটনা এই সকল বিষয়গুলোকে কিভাবে প্রভাবিত করবে তা আপনি ভালোই আঁচ করতে পারেন;

আপনার ধৈর্য্য পাহাড়সম এবং যেকোনো retracement আপনি খুব সহজে মেনে নিতে পারেন;

বাজার আপনার বিপরীতে যাওয়ার অবস্থায় আপনার কাছে আছে যথেষ্ট মূলধন যা দ্বারা আপনি ট্রেডিং চালিয়ে যেতে পারবেন;

প্রতিকূল পরিস্থিতিতে আপনি ধীরস্থির থাকতে পারেন।

নিম্নলিখিত গুণগুলো আপনার মধ্যে না থাকলে আপনি নিজেকে একজন Position Trader হিসেবে বিবেচনা করতে পারেন না:

1 আপনি খুব সহজেই মানুষের কোথায় প্রভাবিত হয়ে যান

2 বাজারের তথা একটি দেশের অর্থনীতির মৌলিক বিষয়গুলির ব্যপারে আপনার পাকাপোক্ত ধারণা নেই

3 আপনার মধ্যে ধৈয্যের অভাব আছে, যদি একটু ধৈর্য্য ধরার প্রবণতা থেকেও থাকে তা হয়তো Position Trading এর জন্যে যথেষ্ট নয়

4 ট্রেডিং করার জন্যে আপনার কাছে যথেষ্ট পরিমানে মূলধন নেই

5 বাজারের আপনার বিপরীতে যাওয়াটা আপনার পছন্দ নয়

6 আপনি খুব তাড়াতাড়ি ফলাফল পেতে চান।

ট্রেডিং এর ধরণ সম্পর্কে অনেক আলোচনা হলো। একজন নবাগত ট্রেডার হিসেবে আপনার উচিত হবে ট্রেডিং শুরু করার পূর্বে এই সকল পদ্ধতিগুলোর ভালো মন্দ সবকটি দিককে বিবেচনায় নেয়া এবং এটি নিশ্চিত করা যে, আপনার পছন্দের পদ্ধতিটি আপনার ব্যক্তিত্বের সাথে মানানসই|

Comments (No)

Leave a Reply

এই সাইটের কোন লেখা কপি করা সম্পুর্ন নিষেধ