বাড়ি বসে বড়লোক Part 5

বাড়ি বসে বড়লোকের ধারাবহিক পর্বে আপনাদের সকলকে স্বাগতম। আমি ধন্য কারন আমি আপনাদের অনকে অনুপ্রেরনা পাচ্ছি। আপনাদের সামান্য উপকারে আসতে পারলেই আমার পরিশ্রম সফল হবে।

যারা গত পর্বসমূহ মিস করেছেন তাদের জন্য:

বাড়ি বসে বড়লোক Part 1

বাড়ি বসে বড়লোক Part 2

বাড়ি বসে বড়লোক Part 3

বাড়ি বসে বড়লোক Part 4

Best PTC Sites of 2015

এই ব্লগে আমার পোষ্ট করার উদ্দ্যেশ্য রেফারেল সংগ্রহ নয় বরং আমি যতটুকু জানি তা সবার সাথে শেয়ার করার জন্য। এবং আমার যে সকল বন্ধুরা কাজ করতে পারেন না তাদের সাহায্য্ করার জন্য আমি টিউনকরি। আর রেফার ছাড়া Acc খুললে কোম্পানি Rented Refferal হিসেবে ভাড়া নিয়ে যায়। তাই রেফার লিংকদেই। আমার কোন টিউন অসম্পূর্ন নয়। আমি নিজেই অনেক কষ্টকরে এমবি খরচ করে পোস্ট করি বিস্তারিতভাবে।

আজকের টিউনের বিষয়: Clixsense

প্রথমেই Grameenphone এ 299tk দিয়ে Unlimited ইন্টারনেট 24 ঘন্টা প্যাকেজটি নিয়ে নিন। প্যাকেজটি নিতে ডায়াল করুন *500*299# ভ্যাটসহ 345 টাকা কাটবে। সাথে 200 মিনিট ফ্রি পাবেন।

Clixsense  কী?

যদিও আমরা সবাই জানি Clixsense হচ্ছে পিটিসি সাইট কিন্তু পিটিসি এডের পাশাপাশি আরো অনেক ভাবে আমরা ইনকাম করতে পারবো। আর এই সাইটটি বিশ্বের ২য় পিটিসি সাইট। প্রতিষ্ঠিত 2007 সালে। Member সাড়ে 47 লক্ষ+

1

jempol

Step 1

প্রথমেই ফ্রি রেজিষ্ট্রেশন করতে এখানে ক্লিক করুন : Click here

অথবা

নিচের ছবি দেখে নিউটেবে লিখে এন্টার দিন:

2

jempol

Step 2

যে পেজ আসবে তার সবগুলো ঘর ভালো ভাবে পূরণ করে “Signup Now” এ ক্লিক করুন:

3

jempol

Step 3

এখন একটি কনফারমেশন লিংক গিয়েছে আপনার ইমেইলে সেটি চেক করুন এবং কনফারমেশন লিংকে ক্লিক করুন:

4

jempol

Step 4

উপরের ছবির লিংকে ক্লিক করলে আরেকটি পেজ আসবে যাতে লেখা থকবে আপনার ইমেইল ভেরিফাই হয়েছে আপনি “Sign in” করতে পারেন। এবার “username” “Password” দিয়ে এবং “Stay Sign In” এ টিক দিয়ে “Sign In” এ ক্লিক করুন।  নিচের ছবিতে লিখা নাই ইমেইল কনফারমেশনের কথা কারন আমি এখন  “Sign up” করিনি আগেই করেছি। আপনাদেরটাতে আসবে।

5

jempol

Step 5

“Sign In” হলে প্রথম বার আপনার প্রোফাইল একাউন্ট সেটিংস করতে হবে। না হলে কাজ করতে পারবেন না। নিচের ছবিরমত সবগুলো ঘর সঠিকতথ্য দিয়ে পূরন করুন।

6

“Security Question” Select করে আনসার দিন। এই আনসার মনে রাখতে হবে। ভবিষ্যতে আপনি পাসওয়ার্ড

 হারয়ে ফেললে কাজে লাগবে। যে কোন একটি সিলেক্ট করে নিচের বক্সে একটা কিছু লিখে দিবেন। “username” password” এ কিছু দেয়ার দরকার নাই। তারপর “Update Account” এ ক্লিক করুন।

7

jempol

Step 6

এইবার “View Ads”  এ ক্লিক করুন।

8

jempol

Step 7

এবার পাবেন অনেকগুলো এড সবচেয়ে বড় এড টা অন্য ১০টা এড এর সমান 0.01$ এই এডটা প্রথমে করবেন। প্রতিদিন দিবে। যদি না পান 0.001$ দুই একটা করলে বড় এড টা দিবে। এবার এডে ক্লিক করুন আরেকটা পেজে চলে যাবেন।…

9

jempol

Step 8

এই পেজে ৩টি কুকুর ও ১টি বিড়াল থাকবে আপনাকে ওই বিড়ালটির উপর ক্লিক করতে হবে। বিড়ালের ওপর ক্লিক করুন।

Untitled

jempol

Step 9

এবার বড় এডটির জন্য ৩০ সেকেন্ড এবং অন্যান্য এডের জন্য ৫ সেকেন্ড অপেক্ষা করুন।

11

সাবধান এই ট্যাব থেকে অন্যদিকে যাবেন না তাহলে এই টাইম কমবে না। আপনাকে এই ট্যাবেই থকতে হবে। দেখুন আমি ওইন্ডে বাটনে ক্লিক করায় কি হয়েছে?

12

jempol

Step 10

অবশেষে সফল হলাম। পেয়ে গেলাম 0.01$ । এই বার এই ট্যাবটি ক্লোজ করে অন্য আরেকটি এডে ক্লিক করুন। এভাবে সবগুলো এড প্রতিদিন দেখবেন।

13

আয় বৃদ্ধির জন্য অন্যান্য কাজগুলোও করবেন: Surveys, offers, tasks, clixGrid etc তবে Task এবং ClixGrid খুবই সহজ।

1

সম্পূর্ণ টিউটোরিয়াল পড়ে কাজ করলে আমি খুশিহব । আমার সকল পরিশ্রম সার্থক হবে যদি আপনি কাজ করেন।…………

আপনাদের উৎসাহ পেলে টিউনকরা চালিয়ে যাবে। আমার টিউন সম্পূর্ণ আমার নিজের তৈরি কেউ কপি পেষ্ট মাইরেন না প্লীজ……..

এর পরেও কারো কোন রকম সমস্যা থাকলে আমাকে জানান >>: ফেসবুকে আমি

আমার  ফেসবুক গ্রুপ >> BD Outsourcing

আমার ছোট একটি ব্লগ ঘুরে আসতে পারেন >> আমার ব্লগ

পোষ্টটি আমার দ্বারা প্রথম প্রকাশিত >> এখানে

Comments (2)

  1. Mamun Khan May 21, 2016
  2. M Abdulla AL Mamun May 21, 2016

Leave a Reply

এই সাইটের কোন লেখা কপি করা সম্পুর্ন নিষেধ