অপ্পোর নতুন এফ ওয়ান প্লাস স্মার্টফোন বাজারে এসেছে। এর সামনের ক্যামেরা ১৬ মেগাপিক্সেলের। ফলে সেলফি তোলায় এটি বিশেষ সুবিধা দেবে। এ ছাড়া সরাসরি ফিল্টারের মাধ্যমে বিভিন্ন ধরনের সেলফি তোলা যাবে। এর পেছনের ক্যামেরা ১৩ মেগাপিক্সেলের। তবে আলট্রা এইচডি মোড ব্যবহার করে ৫০ মেগাপিক্সেলে ছবি তোলা যাবে। এই স্মার্টফোনে আঙুলের ছাপ শনাক্ত করার প্রযুক্তি রয়েছে। এফ ওয়ান প্লাসে আছে ২.০ গিগাহার্টজ গতির অক্টাকোর প্রসেসর, ৪ গিগাবাইট র্যা ম ইত্যাদি। এতে বাড়তি এসডি কার্ড লাগানো যাবে। স্মার্টফোনটির মোড়ক পুরো ধাতব। এর পর্দা গরিলা গ্লাস-৪-এ তৈরি। ফলে দাগ পড়বে না। এর দাম ৩৫ হাজার ৯০০ টাকা।
এসো আয় করি
Earn Money Online From Bangladesh. Make Money From Home
Comments (No)