Jan 11, 2017
বাংলা আর্টিকেল এসইও ফ্রেন্ডলী করুন গুগল
এসইও (সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন) সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি। সার্চ ইঞ্জিন থেকে বেশি ভিজিটর পেতে হলে দরকার এসইও ফ্রেন্ডলী আর্টিকেল। আমরা অনেকেই মনে করি শুধুমাত্র ইংরেজি সাইটের জন্যই কি ওয়ার্ড রিসার্চ করা যায়। আমি আপনার সাথে একমত। কিন্তু তাই বলে কি বাংলা কি ওয়ার্ড খুজে পাব না? আমার কাছে সহজ একটা উপায় আছে, গুগলে গিয়ে কিছু একটা লিখুন দেখবেন কিছু কিওয়াড সাজেষ্ট করছে। যেগুলা সাজেষ্ট করে সেগুলা নিয়ে কাজ করে দেখুন। আশা করি খুব ভালো রেজাল্ট পাবেন। আজকের আলোচনার বিষয় বাংলাতে কি করে এসইও ফ্রেন্ডলী আর্টিকেল লিখবেন তার টিপস এন্ড ট্রিকস। চলুন তাহলে জেনে নেয়া যাক।
১। কিওয়ার্ড (যে বিষয়ে ভিজিটর বেশি গুগলে সার্চ দেয়)।
৪। ফোকাস কি ওয়ার্ড (Focus Keyword) নির্বাচিত কিওয়ার্ড।
Leave a Reply
You must be logged in to post a comment.
Comments (No)