Bangla best Vertual কি দরকার? কেন গড়ে তুলবো? কি প্রয়োজন?

Bangla Vertual কি দরকার? কেন গড়ে তুলবো? কি প্রয়োজন? আমরা দেখিনি ৫২ এর ভাষা আন্দোলন , করতে পারিনি ৭১ এর সংগ্রাম। তারপরেও আমরা এখন যুদ্ধ করতে পারি ভাষার জন্য, বাংলা ভাষায় অবদান রাখার জন্য।

যেভাবে অবদান রাখতে পারিঃ 

আমরা ব্লগার। ভার্চুয়ালে লেখা হচ্ছে আমাদের শক্তি। আর এখন দেশকে উন্নত করতে চাইলে অবশ্যই আমাদের “ডিজিটাল বাংলার” মুখ দেখতে হবে। ভার্চুয়ালে কোন আর্টিকেল বা কিছু সার্চ দিলে তার সব কিছুই পাওয়া যায় ইংলিশ ভাষায়, কিন্তু আমাদের নিজের ভাষা “বাংলায়” কয়টা আর্টিকেল রয়েছে? খুবি অল্প এবং নগণ্য।

ইংলিশ ভাষা কি সবাই পারে? অনেক বড়,বড় চাকুরীজীবীদের লক্ষ্য করে দেখবেন তারাও অনেকেই ইংলিশ সঠিক ভাবে পারে না। আর অন্য অনেকেই তো রয়েছেই। তাই বলে কি তারা এর জন্য ভার্চুয়ালে কিছু শিখবে না? সারাদিন শুধু মাত্র “ফেসবুক আর বিভিন্ন   সামাজিক” সাইটেই বসে থেকে অলস সময় নষ্ট করবে?

তাই আমাদের বাংলা ব্লগঃ 

যার জন্য এদের কথা চিন্তা করে, আমাদের নতুন প্রজন্মের কথা চিন্তা করে আমরা তৈরি করছি বিভিন্ন বাংলা ব্লগ। আমরা যাই পারি, যতটুক পারি তা লিখে যেতে থাকি বাংলায়।

আমরা আশা করিঃ 

আমরা আশা করি বড় কিছুর। স্বপ্ন দেখে সেই স্বপ্নে বুক বেধে চলি অবিরত। আমরা স্বপ্ন দেখি একটি বিশাল বাংলা ভাষার ভার্চুয়াল জগতের। যেখানে ভালো, মন্দ সব মিলিয়ে যাই কিছু থাকুক না কেন সবি থাকবে বাংলায়। আমাদের পরের প্রজন্মকে যেন ভার্চুয়ালে কোন লেখা বা অনন্যা কিছু পেতে নির্ভর করতে না হয় বিদেশী ভাষার উপর। তারা যেন তাদের সব কিছুই পায় বাংলা ভাষায়।

একটু চিন্তা করুণ এবং এখুনি শুরু করুনঃ 

“সালাম, রফিক, বরকত, জব্বার” দিয়েছে ভাষার জন্য প্রাণ। করেছে দেশকে স্বাধীন কিন্তু আপনি দেশকে কি দিয়েছেন? নাহ কিছুই না। আপনি শুধু দেশের থেকে নিয়েই যাচ্ছেন কিন্তু প্রতিদানে দেশকে দেননি এক বিন্দু পরিমাণ কিছুই। তবে আপনার হাতে আছে বিজ্ঞানের একটি চমৎকার আবিষ্কার কম্পিউটার রয়েছে ইন্টারনেট। আপনি প্রতিদিন ব্যবহার করে আসছেন এগুলো। তাহলে আপনি কি এর মাধ্যমে দেশের জন্য কিছু করতে পারেন না? পারেন না কিছু আর্টিকেল লিখে বাস্তবে না হোক অন্তত ভার্চুয়ালে বাংলা ভাষার জন্য কিছু করতে?

আপনার একটি আর্টিকেলই পারে  ভার্চুয়ালে বাংলাকে আরো কিছুটা এগিয়ে নিয়ে যেতে। তাই এখনো সময় থাকতেই দেশের জন্য, নিজের মাতৃভাষার জন্য, আগামী প্রজন্মের জন্য কিছু করুন। নয়তো এক সময় ইচ্ছে হলেও সময় পাবেন না।

“মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা”

Bangla Vertual কি দরকার? কেন গড়ে তুলবো? কি প্রয়োজন?

Comments (No)

Leave a Reply

এই সাইটের কোন লেখা কপি করা সম্পুর্ন নিষেধ