Payoneer হল একটি World Wide ফ্রী মাস্টারকার্ড প্রদানকারী প্রতিষ্ঠান। Payoneer এর Prepaid Debit Mastercard এর মাধ্যমে আপনি বিভিন্ন কোম্পানি থেকে Payment Receive/Pay করতে পারবেন। যেমনঃ UpWork, Fiverr, Freelancer.com, PPH, Amazon, Clickbank, CJ, etc.
Payoneer এর মাধ্যমে আপনি যেসব সুবিধা পাবেনঃ
- একটি Worldwide গ্রহণযোগ্য ফ্রী মাস্টারকার্ড পাবেন।
- আমেরিকার একটি Virtual ব্যাংক Account পাবেন।
- Online থেকে Mastercard সাপোর্ট এমন যে কোনো জায়গা থেকে, যে কোনো কিছু কিনতে পারবেন।
- US Payment Service এর মাধ্যমে Paypal, Moneybookers, সহ বিভিন্ন কোম্পানি থেকে Payment গ্রহন করতে পারবেন।
- Payoneer এর Master Card দিয়ে পৃথিবীর যেকোনো দেশের MASTERCARD Supported ATM Booth থেকে Dollar উত্তোলন করতে পারবেন।
সাইন আপ (Sign up) করুন- প্রথমেই সাইন আপ বাটনে লিঙ্কে প্রবেশ করে নিনঃ Sign Up
এইখান থেকে সাইন আপ (Sign up) করলে আপনি পাবেন ২৫ ডলার ফ্রী সাথে আমিও পাব ২৫ ডলার. আপনি প্রথম ১০০ ডলার লোড করার পরে ২৫ ডলার ফ্রী পাবেন (আমিও তখন পাব)। তাই কেউ শুধু ২৫ ডলার বোনাস এর আশায় হুদাই Payoneer Account খুলবেন না। আমি রেফারেল লিঙ্ক দেওার কারন হল । আপনি যদি কোনো মার্কেটপ্লেচ থেকে একাউন্ট করেন তাহলে ব্যালেঞ্চ ট্রান্সফার করতে পারবেন না, এবং এক মার্কেটপ্লেচ এর Payoneer কার্ড অন্য মার্কেটপ্লেচ অ্যাড করতে পারবেন না। (সুতরাং বুজতেই পারছেন আমি $২৫ পাব এই কথা চিন্তা করে অন্য জায়গা থেকে একাউন্ট করলে কার লস বেশি হবে)। Payoneer এর Activation চার্জ হল ৩০ ডলার এর মত। তাই আপনি যদি Payoneer এর কার্ড ব্যাবহার করেন তাহলে এই ২৫ ডলার দিয়ে অন্তত Payoneer এর Activation চার্জ টা দিতে পারবেন।
কোন কারনে আপনার একাউন্ট আপ্রুভ হতে অনেক সময় লাগতে পারে। অবশ্যই পেওনিয়ার সাপোর্টে যোগাযোগ করুন। আপনার Payoneer এর Account Approve হলে নিচের মত একটা মেইল পাবেন। আর কার্ড আসার সময় হলে অবশ্যই আপনার পোস্ট অফিসে যোগাযোগ করুন।
Dear (Your Name),
Congratulations!
Your Payoneer Prepaid Debit MasterCard® card order has been approved!
Your card will be shipped by Regular mail.
Your card is estimated to arrive between 15 Nov 2016 and 24 Nov 2016.
Below are your personal account details. Please save them for future reference.
Comments (No)