ফ্রিল্যান্সিং/অনলাইনে টাকা ইনকামের জন্য সঠিক পথ।।

আসসালামু আলাইমু।।

আমি যেই বিষয় নিয়ে এই পর্ব টা লিখব তা হচ্ছে ফ্রিল্যান্সিং ক্যারিয়ার।।

আমরা মুটামুটি কম বেশি সবাই ফ্রিল্যান্সিং কথাটা শুনেছি,অনেকেই হয়তোবা ফ্রিল্যান্সিং সম্পর্কে কিছুটা জানি।।
আমার লেখাটা হবে যারা খুব বেশি জানেন না তাদের ফ্রিল্যান্সিং সম্পর্কে সঠিক ধারণা দেওয়ার জন্য।।

ফ্রিলান্সিং কথাটার মানে হচ্ছে ফ্রি ভাবে কিছুতে ল্যান্স করানো।।
আর ফ্রিল্যান্সিং মানে এইটাও হইতে পারে অনলাইন থেকে টাকা ইনকাম করা যা আমরা সবাই জানি।।

কিন্তু অনেকেই বলে থাকেন যে টাকা ইনকাম করার জন্য প্রথমে কিছু টাকা ইনভেস্ট করতে হবে বা জমা দিতে হবে।।
কিন্তু সেইটা কে ফ্রিল্যান্সিং বলে না।। ফ্রিল্যান্সিং করার জন্য টাকা ইনভেস্ট এর প্রয়োজন হয় না।।
কিন্তু কিছু কিছু ক্ষেত্রে টাকা ইনভেস্ট এর প্রয়োজনও হয় কিন্তু সেগুলা অনেক অ্যাডভান্স পর্যায়।।

আজ আমরা ফ্রিল্যান্সিং এর সঠিক পথ সম্পর্কে জানবো।।
অনেকেই বলে থাকে ঘরে বসে মাসে ২০০০০-৫০০০০ টাকা খুব সহজেই আয় করুন কিছু না শিখেই,
এই কথাটার প্রেক্ষিতে আমি বলবো যে সে শুধু মাত্র আপনাকে লোভ দেখাচ্ছে আর এর পিছনে অবশ্যয় তার কোন স্বার্থ আছে।।

ফ্রিল্যান্সিং লাইফে কিছু না শিখে টাকা ইনকাম করা কখনই সম্ভব না।।
কিছু না জানলেও অন্তত আপনাকে ভালো কোন ব্লগ পোস্ট লিখে টাকা ইনকাম করতে হবে যা নূন্যতম শিখার টাকা পেতে পারেন।।

আর ফ্রিল্যান্সিং অনেক বেশি সব দেশেই জনপ্রিয় তার কারন হচ্ছে এইটাতে কোন ইনভেস্ট করতে হয় না।।
আর যেকোন অবস্থান থেকে টাকা ইনকাম করতে পারবেন।।

ছাত্র জীবনে পড়া লেখার পাশা পাশি মাসে ১০০০০-২৫০০০ টাকা ইনকাম করতে পারবেন ঠিক আছে কিন্তু আপনাকে তার জন্য সম্পূর্ণ রূপে ফিট থাকতে হবে।।আপনার মধ্য সেই টাকা ইনকাম করার জন্য যোগ্যতা থাকতে হবে।।

বাংলাদেশেই অনেকেই ছাত্র জীবন থেকে কাজ শুরু করে বর্তমানে অনেক বড় বড় অবস্থানে চলে গিয়েছেন।।
তারা যদি ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে বড় হতে পারে তাহলে আপনি কেন পারবেন না??

হ্যাঁ আপনিও পারবেন।।
আর তার জন্য আপনার সি ফ্রিল্যান্সিং নিয়ে সুস্পষ্ট ধারণাটা আগে তৈরি করতে হবে।।
অনালিনে করার মত অনেক কাজ পাওয়া যায় আপনি কাজ গুলা করে শেষ করতে পারবেন না টাকা অঢেল পরিমান ইনকাম করতে পারবেন এইটাই স্বাভাবিক।।

কিন্তু এর জন্য আপনাকে কাজ শিখতে হবে,জান্তে হবে অনেক কিছুই,প্রতিজোগিতায় টিকতে হবে যেভাবে বড়রা বড় হয়েছে সে পথেই হাটতে হবে।।
সবার মধ্যই প্রাথমিক পর্যায়ে একটা প্রশ্ন জাগতেই পারে মনে যে কি দিয়ে কোথা থেকে শিখে শুরু করবো।।

হ্যাঁ তার জন্যই আমি এই পর্ব শুরু করেছি আমি যতটুকু পারি আপনাদের সঠিক পথ দেখাতে চেষ্টা করব।।
হয়তো হাতে কলমে কাজ শিখিয়ে দিয়ে আসতে পারব না কিন্তু এটুকু সাহায্য আমি করতে যেন পারি দুয়া করবেন সে জন্য।।

কি দিয়ে শুরু করবেন?

এই প্রশ্নটার উত্তর অনেক সহজ।।
আগে আমি একটা ফটো দিচ্ছি দেখে নিন অনলাইনে কি কি কাজ পাওয়া যায়-

Screenshot 2016-03-30 23.12.43

দেখুন কত কাজ এর ধরন রয়েছে।।
আপনার প্রথম কাজ হচ্ছে সব গুলা বিষয় নিয়ে কিঞ্চিত পরিমান জানা,
তার পর আপনি ভেবে দেখুন কোন কাজটা আপনার ভালো লেগেছে, একটা কথা বলে রাখি টাকা ইনকাম করার চিন্তা প্রাথমিক ভাবে বাদ দিতে হবে,
কারন আপনি যদি আপনার ভালো লাগা অনুযায়ী একটা কাজে পারদর্শী হন তাহলে আমি নিশ্চিত যে একটা সময় আসবে আপনি যত টাকা ইনকাম করবেন তা আপনার কল্পনার বাহিরে , আপনার নিজের অজান্তেই আপনি অনেক বড় ফ্রিল্যান্সার হয়ে যাবেন যদি আপনার ভালো লাগা অনুযায়ী আপনি কাজটা লালন পালন করে শিখতে পারেন।।

আজ অনেক কথা হলো পরিচয় পর্ব ছিল এইটা শুধু স্পর্শ দিয়ে গেলাম পরবর্তী পর্বে আমরা কাজগুলা সম্পর্কে জানবো বশদভাবে।।
সবাই আশা করি সাথেই থাকবেন ।

সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।।

Comment (1)

  1. Jibon Hossain Apr 22, 2016

Leave a Reply

এই সাইটের কোন লেখা কপি করা সম্পুর্ন নিষেধ