ফ্রিল্যান্সার রাইটার হিসেবে নিজেকে গড়ে তুলুন – ২

কেমন আছেন সবাই? তো যারা আগের ব্লগগুলো ধারাবাহিক ভাবে পড়ছিলেন তারা জানেন আমি স্টেপ বাই স্টেপ আপনাদের জন্য ফ্রিল্যান্সার রাইটার হিসেবে আয়ের উপর আলোচনা করে আসছিলাম। প্রথম ব্লগে ছিল ফ্রি ল্যান্সিং রাইটিং এর পরিচিতি আর দ্বিতীয় ব্লগে লিখেছিলাম প্রস্তুতির উপর। আজ থাকবে পরবর্তী ধাপ।
যদি আপনারা আগের ধাপ অনুযায়ী ইতোমধ্যে বিদেশী জার্নাল ও ওয়েব আর্টিকেল গুলো পড়ে থাকেন এবং লেখালেখির কাজ ইতোমধ্যে শুরু করে থাকেন তাহ

লে আজকের ব্লগ

আপনাদের জন্যই। আজ জানবো তথ্য সংগ্রহ বা ইনফো গ্যাদারিং টেকনিক।
ইনফো গ্যাদারিং: আপনার লেখার টপিক এর উপর

ডিপেন্ড করে ইনফোরমেশ্ন সংগ্রহ করতে হবে। এটা সবাই জানে

ফ্রিল্যান্সার রাইটার হিসেবে নিজেকে গড়ে তুলুন - ২ 2

। কিন্তু কিভাবে করবেন? কোথায় পাবেন অথেন্টিক ইনফরমেশন? অবশ্যই প্রথম টার্গেট থাকবে উইকিপিডিয়া। এরপর সেখানে যদি না পান তবে খোঁজ করুন অথেনটিক সোর্স মানে ম্যাগজিনে প্রকাশিত আর্টিকেল, বইয়ে প্রকাশিত তথ্য, গবেষণা বা থিসিস পাবলিকেশন্স এরকম সোর্স। যদি এখানেও না পান তবে গুগল সার্চ করে প্রথম দিকে যেসব ওয়েবসাইট লিংক পাবেন আদের ভেতর আপনার বিবেচনায় অপেক্ষাকৃত জনপ্রিয় ওয়েবসাইটগুলো থেকে তথ্য সংগ্রহের চেষ্টা করুন। সেখানেও না পেলে বাস্তব তথ্য বা সত্য তথ্য প্রকাশিত হয় এমন ওয়েবসাইটের লিংকে প্রবেশ করুন। তবে সবধান। ইন্টারনেটের দুয়ার অবারিত হওয়ায় যার যা ইচ্ছে সে তাই লিখে ইন্টারনেটে প্রকাশ করার উপায় জানেন। সুতরাং এমন কোন কল্পনাপ্রসূত রাইটারের লেখা পড়ে যেন নিজের মস্তিষ্ক ভান্ডার পূর্ণ না হয় সে চেষ্টা সবসময় রাখবেন।
তো? আগের ব্লগে একটা টপিক দিয়েছিলাম “How to buy a bicycle” আমার ধারণা আপনি এই টপিকের উপর কিছুই লেখেননি, কারণ আমি হলেও লিখতাম না। 😀 যাই হোক এবার ইনফো গ্যাদার করে তারপর এই টপিকের উপর তথ্য সমৃদ্ধ একটা আর্টিকেল লিখে ফেলতে পারেন। যাচাই করা হয়ে যাবে নিজেকে।
আজ আসি। আগামীদিন কথা হবে আরও গুরুত্বপূর্ণ বিষয়ের উপর।

Comments (No)

Leave a Reply

এই সাইটের কোন লেখা কপি করা সম্পুর্ন নিষেধ