ফেসবুক পেজে ভিডিও আপলোড করে আয় করার পদ্ধতি কী?

হ্যা আপনি ফেসবুক পেইজ থেকে বিভিন্ন ভাবে ইনকাম করতে পারেন! এর মধ্যে একটি হচ্ছে ভিডিও আপলোড!ভিডিও শেয়ার করে আপনার পেইজকে দুইভাবে মনিটাইজ করা যায়৷ একটি হচ্ছে স্বাভাবিক এড৷ আরেকটি হচ্ছে ইনস্ট্রিম এড৷ স্বাভাবিক ভাবে মনিটাইজ করতে আপনার ১০০০ ফলোয়ার ১,৮০,০০০+ভিউ, ৩০,০০০মিনিট+ ভিউ লাগবে৷

আপনি সেটা করতে পারলেই মনিটাইজেশনের জন্য এপ্লাই করতে পারবেন৷ যদি পেইজের কেয়ালিটি ভাল হয় আর কপি ভিডিও না ছাড়েন তাহলে পেতে পারেন৷

আবার আরেকটি আছে ইনস্ট্রিম এড৷ ওটাতে বেশি ইনকাম হয় কারণ ওটা ইউটিউব এ মতো প্রসেস৷ তবপ ওটার জন্য সবিই ঠিক আছে কিন্তু ফলেয়ার লাগবে ১০,০০০ +

ফেসবুক পেজে ভিডিও আপলোড করে আয় করার পদ্ধতি কী? 1

আপনার পেইজ যদি এই মনিটাইজ পলিসি মানে তাহলে fb creator studio তে গিয়ে পেইজ সিলেক্ট করুন ও মনিটাইজ এর অপসনে ক্লিক করুন৷ সেখান থেকেও দেখতে পারবেন আপনার পেইজ ইলিজিবল কিনা৷ (লিংক)

এছাড়াও ফেসবুকে ভিডিও না দিয়েও ইনকাম করা যায়৷ এমনকি আপনার ভিডিও যদি কপিরাইট এ পরে তাহলে ফেসবুক যদি মনিটাইজ নাও দে আপনি সেটা অন্য এড সার্ভিস দিয়ে মনিটাইজ করাতে পারবেন৷

এছাড়াও ফেসবুক গ্রুপ থেকে বা আপনার প্রোফাইল থেকেও একটা এমাউন্ট বিভিন্ন ভাবে ইনকাম করা যায়৷।

আটিকেলটি :bn.quora.news.com থেকে নেওয়া হয়েছে

Comments (No)

Leave a Reply

এই সাইটের কোন লেখা কপি করা সম্পুর্ন নিষেধ