ফেসবুক থেকে টাকা ইনকামের 11টি সহজ উপায় 2022 |“ফেসবুক থেকে টাকা ইনকামের 11টি সহজ উপায়” আজকের এই নিবন্ধে আমি ফেসবুক থেকে কিভাবে সহজে টাকা ইনকাম করা যায় তা নিয়ে আলোচনা করব। আমরা প্রত্যেকে জানি বিশ্বের প্রায় বেশিরভাগ ইন্টারনেট ব্যবহারকারি ফেসবুক কে ব্যবহার করেন।এবং সারা দিনের ভেতর বেশ কিছুটা সময় ফেসবুকের সঙ্গে কাটান ।সোশ্যাল মিডিয়ার দুনিয়ায় ফেসবুক সব চেয়ে বড় নেটওয়ার্ক । মান্থলি ২.৯ বিলিয়ন একটিভ ইউজার ফেসবুকের সঙ্গে জড়িয়ে আছে। এবং এই সংখ্যা দিনে দিনে বাড়ছে।
আমরা সাধারনভবে ফেসবুকের-এর মাধ্যমে আমাদের আত্মীয়স্বজন এবং বন্ধু বান্ধবদের সঙ্গে যোগাযোগ রাখি বা কিছু কিছু ইনফরমেশান সেয়ার করি। তবে আর একটা সত্যি হল ফেসবুকের মাধ্যমে আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন। এর অনেকগুলো রাস্তা আছে।
ফেসবুক সম্পর্কে বেশ কিছু তথ্য (Some information about Facebook in Bengali)
ফেসবুক সম্পর্কে প্রথমেই বলি যে ফেসবুক বিশ্বের তৃতীয় সর্বাধিক জনপ্রিয় ওয়েবসাইট। আমরা যদি ইন্টারনেটের দুনিয়ায় খোঁজ নেই তবে দেখব কেবন সার্চ ইঞ্জিন গুগল এবং এর ভিডিও শেয়ারিং চ্যানেল ইউটিউব এর পরেই আছে ফেসবুক।
আমারা জানি ফেসবুক তার ইউজারদের মেসেজ, ছবি, ভিডিও এবং অডিও সামগ্রী পোস্ট করতে দেয় । এই বিশ্বব্যাপী ওয়েবসাইটটির জনপ্রিয়তা কে কাজে লাগিয়ে আপনি অনেক টাকা ইনকাম করতে পারেন। সেই জন্য Facebook বেশ কিছু টুল চালু করেছে। এবং এই সমস্ত টুলকে কাজে লাগিয়ে আপনি অনেক সহজেই টাকা ইনকাম করতে পারবেন।
১। অ্যাফিলিয়েট মার্কেটিং থেকে টাকা ইনকাম করুন?
আমরা অনেকেই জানি অ্যাফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে অনেক টাকা ইনকাম করা যায়। ফেসবুকের খেত্রেও একটি ফেসবুক পেজ বা গ্রুপ তৈরি করে অ্যাফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে আপনি টাকা ইনকাম করতে পারেন।কিন্তু আপনি যদি চিন্তা করেন যে আমি আজ একটি ফেসবুক তৈরি করব ও অ্যাফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে টাকা আয় শুরু হয়ে যাবে, ব্যাপারটা কিন্তু এমন নয়। কারণ অ্যাফিলিয়েট মার্কেটিং শুরু করতে হলে আপনার ফেসবুক পেজে বেশ কিছু ফলোয়ার বা গ্রুপে বেশ কিছু সদস্য-এর প্রয়োজন।
এখত্রে আর একটা জিনিসের জানার দরকার আছে, সাধারনভাবে আমরা ফেসবুক পেজ কোন নিদিষ্ট বিশয়(নিশ) বা একাধিক বিশয়ের উপর তৈরি করি। এক্ষেত্রে যখন কোন নির্দিষ্ট নিশে পেজ থাকে তখন এটি অ্যাফিলিয়েট মার্কেটিং খুব ভালভাবে করা যায়। এই ক্ষেত্রে, আমরা খুব ভাল আয় করতে পারি। অন্যদিকে, আমাদের ফেসবুক পেজ বা গ্রুপে যদি নানাবিধ নিশের থাকে তবে অ্যাফিলিয়েট মার্কেটিং একটু সমস্যার হয়।
২। ফেসবুক মার্কেটপ্লেস
ফেসবুক মার্কেটপ্লেস হল একধরনের ডিজিটাল মার্কেটপ্লেস । এখানে ফেসবুক তার ইউজারদের বিনামূল্যে এই মার্কেটপ্লেস কে ব্যবহার করার জন্য সুবিধা দেয়। এখানে আপনি বিভিন্ন আইটেম, পরিষেবা লিস্টিং করতে পারেন বা মার্কেটপ্লেস-এ আপনার পণ্য বা পরিসেবাকে সরাসরি Facebook Community-er মধ্যে তাদের প্রচার করতে পারেন।
এখানে আপনি আপনার পণ্য লক্ষ্য লক্ষ্য Facebook Community-er ইউজারদের ভিতর পৌঁছে দিতে পারেন। এবং আপনি ফেসবুকের নির্দেশিকা মেনে যেকোনো রকেমের পণ্য এখানে বিক্রিও করতে পারেন। এখানে আপনার পণ্য কোন ক্রেতার পছন্দ হয়ে গেলে ক্রেতা আপনার সঙ্গে যোগাযোগ করে ডিল ফাইনাল করে নেয়।
৩। ফেসবুকে ব্যবসার বিজ্ঞাপন
আমরা প্রত্যেকেই জানি ফেসবুক অনেক বড় একটা সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম। এখানে আপনি ছোট থেকে অনেক বড় বড় ব্যবসায়িক প্রতিষ্ঠান বা কোম্পানি জুড়ে আছে। এরকম প্রচুর দেখা যায় যে ফেসবুকে অনেক বড় বড় কোম্পানি থেকে ভীষণ ছোট কোন ব্যবসার বিজ্ঞাপন এমনকি বাড়িতে তৈরি কোন জিনসের বিজ্ঞাপনও আপনি ফেসবুকে পেয়ে যাবেন। বিজ্ঞাপন দেওয়ার জন্য ফেসবুকে অনেক রকমের ব্যবস্থা রয়েছে।এছাড়া আপনি ফেসবুকের মাধ্যমে ইনস্ট্যান্ট মেসেজিং এর মাধ্যমে প্রচুর গ্রাহকের সঙ্গে যোগাযোগ করতে পারবেন।
৪। ফেসবুক কন্টেন্ট তৈরি করে আয় করুন
আপনি যদি একজন স্কিলফুল মানুষ হন , তবে আপনি Facebook থেকে অনেক টাকা ইনকাম করতে পারবেন। ফেসবুক-এ 22Social অ্যাপের মাধ্যমে আনার জ্ঞান বা দখ্যতা কে বিক্রি করতে পারেন। আপনি আপনার স্কিল কে PDF ফাইল, অডিও এবং ভিডিও ফরম্যাট সাবমিট করতে পারেন।
৫। ফেসবুক লাইক বিক্রি করে আয় করতে পারেন।
আপনি ফেসবুক লাইক বিক্রি করেও অনেক টাকা ইনকাম করতে পারেন। তবে এই বিষয়টি নিয়ে অনেক বিতর্ক আছে। এরকম অনেক ফোরাম আছে যেখানে ফেসবুক লাইক বিক্রি করে তবে অনেকে এই সিস্টেমটিকে অবৈধ বলে মনে করে। যাই হোক না কেন, এরকম আপনি প্রচুর বিপণনকারী পেয়ে যাবেন যারা আপনাকে আপনার পেজের একটা পোস্টের জন্য আপনাকে অনেক টাকা দিতে পারে।এখানে আপনার পোস্টের জন্য আপনার পেজে যে পরিমাণ লাইক পড়বে তার উপর আপনি টাকা পাবেন।
৬।ইনফ্লুয়েন্সার মার্কেটিং করে ফেসবুক থেকে আয়
আমরা অনেক সময় দেখি বেশিরভাগ লোকেরা ফেসবুকে ফলোয়ার এর অনুমতি দেয় না। কিন্তু আপানার যদি খুব বড় ধরনের ফলোয়ার সংখ্যা থাকে তবে আপনি ইনফ্লুয়েন্সার মার্কেটিং এর মাধ্যমে অনেক টাকা ইনকাম করতে পারবনে। মাঝারি বা বড় বিপণন কারীরা বড় ধরনের ফলোয়ার সংখ্যা আছে এমন ফেসবুক Account এর মালিকদের খোঁজেন। এবং তাদের পেজে বিপণন কারিদের বিজ্ঞাপন দিয়ে ব্র্যান্ডের প্রচারের জন্য প্রচুর অর্থ প্রদান করেন। তাই এইভাবে আপনি প্রচুর পরিমাণ টাকা ইনকাম করতে পারেন।
৭। ফেসবুক বিজ্ঞাপন থেকে আয় করুন
ফেসবুক বিজ্ঞাপন আজকের দিনে ছোট থেকে বড় ব্যবসায়ী নানা ভাবে সাহাজ্য করে, এই ফেসবুক বিজ্ঞাপন কে কাজে লাগিয়ে আপনি আপনার একটা ছোট ব্যবসা কে অনেক কিমি. খরচে অনেক বেশী মানুষের পাশে পৌঁছে দিতে পারবেন। আবার এই ফেসবুক বিজ্ঞাপন থেকে আপনি যেকোনো কোম্পানি ব্র্যান্ডের জন্য বিজ্ঞাপন বানিয়ে সেখান থেকে অনেক টাকা ইনকাম করতে পারবেন।
ফেসবুক বিজ্ঞাপন-এর ক্ষেত্রে আপনি আপনার বা আপনার ক্লাইন্ত-এর বিজ্ঞাপন নিদিষ্টভাবে অর্থাৎ আপনি যাদের কাছে আপনার বিজ্ঞাপন কে পাঠাতে চাইছেন তাদেরকেই পাঠাতে পারেন। যেমন আপনি কোন ফেসবুক গ্রুপ কে পাঠাতে পারেন, আপনি বয়স ভিত্তিক, পেশা ভিত্তিক নানা ভাবে এই বিজ্ঞাপন পাঠানোর পদ্ধতিকে আরও উন্নত করতে পারেন। যাতে আপনার বিজ্ঞাপন সঠিক মানুষদের কাছে পৌঁছয় ।
৮। ফেসবুক অ্যাকাউন্ট ম্যানেজার হিসাবে আয় করতে পারেন
সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলি পরিচালনা কারার কাজ এখন একটা খুব জনপ্রিয় পেশায় পরিণত হয়েছে। একে সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসাবে ধারা হয়। আপনি এই পেশায় কোনও সংস্থা বা সেলিব্রিটির ফেসবুক পেজ কে পরিচালনা করে আপনি প্রচুর টাকা ইনকাম করতে পারেবন। এই কাজ সাধারনভাবে work from home বা বাড়ি থেকে করা যায়। এবং একসঙ্গে আপনি অনেকগুলো অ্যাকাউন্ট নিয়েও কাজ করা যায়। আপনি অনলাইন ফ্রিল্যান্সিং সাইটে এই ধরনের প্রচুর কাজ পাওয়া যায়। এছাড়া ফেসবুকেও প্রচুর এই ধরনের কাজের জন্য প্রচুর বিজ্ঞাপন দেখতে পাওয়া যায়।
তবে এই ধরনের কাজ করার জন্য আপনাকে ফেসবুক সম্বন্ধে ভালমত জানতে হবে।
৯। ফেসবুক গ্রুপ থেকে কিবাবে ইনকাম করবেন ।
ফেসবুকে একটা অপসান আছে ফেসবুক গ্রুপ। ফেইসবুক গ্রুপের দুটি ক্যাটাগরি আছে- প্রাইভেট এবং পাবলিক । পাবলিক গ্রুপে, যে কোন লোক যেকোনো সময় যোগ দিতে পারে। অন্যটি একটি ” প্রাইভেট ” গ্রুপ যেখানে সদস্যরা শুধুমাত্র আমন্ত্রণ বা আবেদনের মাধ্যমে যোগ দিতে পারে।
ফেসবুক গ্রুপ থেকে আপনি একটি ছোট থেকে বড় কমিউনিটি তৈরি করতে পারেন। এবং এখানে আপনি বিভিন্ন তথ্য পাঠাতে পারেন এবং তার বিনিময়ে তাকাও নিতে পারেন । আপনি বিজ্ঞাপন পোস্ট করতে পারেন এইভাবে অনেক টাকা আয় করতে পারেন।
১০। সরাসরি বিজ্ঞাপন নিয়ে আয় –
অনেকে ফেসবুক পেজে প্রতিদিন প্রচুর পরিমাণে বিজ্ঞাপন দেওয়া হয়। এবং ছোট ছোট ব্যবসায়ীরা প্রত্যাকদিন প্রচুর পরিমাণে এই বিজ্ঞাপন দেয়। আপনি ও আপনার কোন পেজে এই বিজ্ঞাপন কোন ছোট বড় ব্যবসায়ীর কাছ থেকে নিতে পারেন অথবা আপনার কোন নিজের ব্যবসা থাকলে তা প্রচার করেত পারেন এতে আপনার কোন বিজ্ঞাপন খরচ । এবং তা প্রচার করতে পারেন।
এই ভাবে সরাসরি বিজ্ঞাপন প্রচার করে আপনি অনেক টাকা আয় করতে পারেন ।এই সমস্ত বিজ্ঞাপন পাওয়ার জন্য আপনি আপনার ফেসবুক পেজে বিজ্ঞাপন পাওয়ার জন্য পোস্ট করতে পারেন। আর আপনার পেজ যদি পপুলার হয়ে যায়। তবে আপনাকেই বিজ্ঞাপন দাতারা নিজে থেকেই খুজে নেবে।
সহজ এফিলিয়েটস ডট কম Sohojaffiliates.com
আর আপনি যদি একেবারে নতুন হন তাহলে আপনার জন্য ভাল হবে সহজ এফিলিয়েট। এখানে মাত্র ৫ টা ভিডিও টিউটোরিয়াল দেখেই কাজ করতে পারবেন। ৫০০ টাকা হলেই উইথড্র দিতে পারবেন। ১ থেকে ২ ঘন্টায় পেমেন্ট দিয়ে দেয়। সাইটের লিংক সহজ এফিলিয়েটস।
Comments (No)