ফরেক্স মার্কেট থেকে কিভাবে আয় করা সম্ভব?

ফরেক্স মার্কেট থেকে কিভাবে আয় করা সম্ভব?

একটু মনোযোগ সহকারে এই আর্টিকেলটি পড়ুন। কারন এটা যদি আপনি বুঝতে পারেন তাহলে ফরেক্স ট্রেড কিভাবে কাজ করে এটা আপনি বুঝতে পারবেন। এক কথায় আমরা বলতে পারি আপনি প্রায় ৮০% ফরেক্স ট্রেড বুঝে যাবেন। ফরেক্স মার্কেটে প্রায় সবকিছুই ট্রেড করা হয়ে থাকে কিন্তু তার মধ্যে সবচেয়ে বেশী পরিমাণ হচ্ছে কারেন্সি পেয়ারে ট্রেড। অর্থাৎ, একটি মুদ্রার বিপরীতে অন্য একটি মুদ্রার কেনাবেচা করে প্রফিট করা যায়। 

আমরা সবাই একটি বিষয় জানি, “মুদ্রা সর্বদায় পরিবর্তনশীল”। কখনও কোনও একটি নির্দিষ্ট মুদ্রা অন্যান্য মুদ্রার বিপরীতে শক্তিশালী হয় এবং আবার কখনও এটি দুর্বল হয়ে পরে। আপনি পত্রিকায় দেখে থাকবেন যে, কখনও কখনও ডলার টাকার বিপরীতে শক্তিশালী হচ্ছে, আবার কখনও টাকা ডলার এর বিপরীতে শক্তিশালী হচ্ছে। এরকম পৃথিবীর অধিকাংশ মুদ্রার বিপরিতেই হয় এবং এটাই স্বাভাবিক।

ধরুন আপনার কাছে ১০০ ডলার (USD) আছে। আপনি সেটাকে এক্সচেঞ্জ করে জাপানিজ ইয়েন (YEN) করবেন। যদি ডলার শক্তিশালী হয়ে থাকে তাহলে USD/JPY এর এক্সচেঞ্জ রেট আপনি অনেক বেশী পাবেন। ধরুন, আপনি $100 এর বিপরীতে 1000 Yen পেলেন। এখন আপনার কাছে 1000 Yen আছে। যখন Yen শক্তিশালী হতে থাকবে তখন আপনি সেটাকে ডলার এর বিপরীতে এক্সচেঞ্জ করলে বেশী পরিমাণ অর্থ পেতে পারেন। এটাই হচ্ছে Forex Earning এর মূল সুত্র।

ফরেক্স মার্কেট থেকে কিভাবে আয় করা সম্ভব? 1

আপনার যদি ডলার কেনা থাকে, ডলারের বিপরীতে পাউন্ড (GBP) এর দাম পরে গেলে আপনি ডলার বিক্রয় করে পাউন্ড কিনে রাখতে পারেন। আবার, পাউন্ড-ডলার এর বিপরীতে শক্তিশালী হলে, পাউন্ড বিক্রয় করে অধিক ডলার পেতে পারেন। হয়ত আপনার কাছে ১০০ ডলার ছিলো যা বিক্রয় করে আপনি ৮০ পাউন্ড ক্রয় করেছিলেন। পরবর্তীতে পাউন্ডের দাম বাড়ার পর তা বিক্রয় করে ১২০ ডলার পেলেন। এভাবে আপনি আয় করতে পারেন।

ফরেক্স মার্কেটও ঠিক একই নিয়ম মেনে চলে। অর্থাৎ আমরা উপরের উদাহরণ অনুযায়ী কাজ করে (যাকে বলা হয় ট্রেড) প্রফিট অর্জন করতে পারি। একটি বিষয় আপনাদের বলে রাখা ভালো, ফরেক্স ট্রেডিং এবং আমাদের দেশের শেয়ার মার্কেট (Stock Market) এর কাজ অনেকটাই একই রকমে হলেও, এই দুইটির মধ্যে কিছু পার্থক্য রয়েছে 

আমাদের দেশের শেয়ার মার্কেট এ শুধু শেয়ার এর দাম বাড়লেই (buy) আমরা প্রফিট করতে পারি। যেমন, আপনি যদি DSE (Dhaka Stock Exchange) তে ট্রেড করে থাকেন এবং সেখানে যদি BRAC Bank এর শেয়ার ৳১০০ করে কেনা থাকে তাহলে আপনি প্রফিট করতে পারবেন তখনি যখন BRAC Bank এর শেয়ার ৳১০০ এর উপরে পৌঁছে যাবে। অর্থাৎ আপনি শুধুমাত্র বাই (Buy) এ প্রফিট করতে পারবেন।

কিন্তু Forex Earning এর জন্য আপনি দুই দিকেই ট্রেড করতে পারবেন – কি চিন্তায় পড়ে গেলেন? নিচের উদাহরণটি লক্ষ্য করুনঃ

যেমন, ফরেক্স মার্কেটে আপনি Google এর শেয়ার চাইলে সেল (Sell) করেও প্রফিট করতে পারবেন। ধরুন আপনি $800 করে আপনি Google এর শেয়ারে সেল (Sell) কোট করলেন। এখন Google এর শেয়ার প্রাইস যদি $800 এর নিচে চলে আসে তাহলেই আপনার প্রফিট। অন্যদিকে, আপনি যদি Google এর শেয়ার $800 তে বাই (Buy) করেন এবং মার্কেট প্রাইস যদি $800 এর উপরে যায় তাহলেও আপনার প্রফিট।

তার মানে বুঝতেই পারছেন, ফরেক্স মার্কেটে আপনি দুই দিকেই (Two Way) তে ট্রেড করতে পারবেন এবং এটাই হচ্ছে ফরেক্স মার্কেটের সবচেয়ে বেশী সুবিধা। আপনি কোনও কারেন্সি বাই করেও প্রফিট করতে পারবেন এবং সেল করার মাধ্যমেও প্রফিট করতে পারেন। সুতরাং, ফরেক্স মার্কেটে, কোন কারেন্সি শক্তিশালী অথবা দুর্বল হক, দুই ক্ষেত্রেই আমাদের প্রফিট করার সুযোগ আছে যেটা ফরেক্স মার্কেটের সবচেয়ে বড় সুবিধা। আর এর জন্যই সবাই ফরেক্স ট্রেডিং এর জন্য ব্যাপক পরিমাণ উৎসাহী থাকে।

আমাদের শেষ কথা :

আশা করি আর্টিকেলটি আপনার ভালো লেগেছে। এই আর্টিকেল সম্পর্কিত বিশেষ কোনও প্রশ্ন থাকলে আমাদের জানতে পারেন কিংবা নিচে কমেন্ট করতে পারেন।

Comments (No)

Leave a Reply

এই সাইটের কোন লেখা কপি করা সম্পুর্ন নিষেধ