যারা অনলাইন আরনিং করেন তারা হয়তো জানেন যে ‘Passive Income” বলে একটি জিনিস আছে। আজকে আমি আপনাদেরকে আয় করার যে উপায়টি দেখাবো সেটিও ‘Passive Income’। এসব কাজে একবার সফলতা পেয়ে গেলে এরপর শুয়ে-বসে কোনো কাজ না করেও প্রতিদিন প্রতি মুহূর্তে মোটামোটি ভালো ইনকাম করতে পারবেন। তবে প্রথম দিকে আপনার একটু কষ্ট করতে হবে। আয় করতে হলে সব জায়গায়তেই কষ্ট করতে হয়। প্রথমেই বলে রাখা ভালো যে সাইটটি ১০০% লেজিট। এরা অনেক আগে থেকে সবাইকে পেমেন্ট করে আসছে। এখানে কাজ করলে পেমেন্ট পাবেন এইটা গ্যারান্টি দিলাম। তো চলুন শুরু করা যাক।
- সাইটটির নাম এবং কাজ
সাইটটির নাম হলো Shorte.st। এই নাম টা তে ক্লিক করলেই সাইটটিতে চলে যাবেন। এরপর আপনাকে একটি একাউন্ট খুলতে হবে। এটি সম্পূর্ণ ফ্রি। একাউন্ট খুলার পর দেখবেন 4 টা স্টেপ আছে। তার মদ্ধে প্রথম টা হলো একাউন্ট খোলা। মানে প্রথম টা আপনি ফিনিশ করে ফেলেছেন। ২য় স্টেপ হলো একটি লিঙ্ক shorten করা। যেকোনো ওয়েবসাইটের লিঙ্ক কপি করে এনে shorten করবেন। তাহলেই ২য় স্টেপ শেষ। এরপর আপনার কাজ হলো shorten করা লিঙ্ক টি শেয়ার করা। শেয়ার করে প্রথম view পেলে ৩য় স্টেপ টিও কমপ্লিট হবে। আর ৪ নম্বর স্টেপ টি হলো তাদের দেয়া একটি বোনাস। মাত্র ১০০ টা view পাইলেই ৪ নম্বর স্টেপ টিও কমপ্লিট হবে এবং আপনি পাবেন 1$ বোনাস। এতক্ষনে হয়তো বুঝেই ফেলেছেন কাজটি কি ধরনের। আপনি যেকোনো ধরনের লিঙ্ক এনে shorten করে সেটি শেয়ার করবেন এবং যখনই কেও আপনার লিঙ্কে ক্লিক করবে তখনই আপনি টাকা পাবেন। বাংলাদেশের মানুষ ক্লিক করলে টাকা একটু কম পাবেন আর আমেরিকা এর মানুষ ক্লিক করলে টাকা সবচেয়ে বেশি পাবেন। adf.ly এর মালিকেরই আরেকটি সাইট হলো এই shorte.st। adf.ly এ নানা ধরনের সমস্যা হওয়াতে shorte.st তে কাজ করাই ভালো। আর এখানে আপনি 18+ লিঙ্কও শেয়ার করতে পারবেন। প্রতিটি view এর জন্য আপনি টাকা পাবেন।
- কোথায় এবং কিভাবে লিংক শেয়ার করবেন
ফেসবুকে এখন কোনো ধরনের অচেনা লিংক শেয়ার করতে পারবেন না আপনি। তাই এটি আগেই বাদ। টুইটারে আপনি আপনার লিংক শেয়ার করতে পারেন। নিজের বড় প্রোফাইল না থাকলে বড় বড় celebrity বা পেজের কমেন্টে গিয়ে আপনার লিংক দিতে পারেন। Quora তে লিংক দিতে পারেন। তবে বেস্ট উপায় আমি এখন আপনাদের বলব। আপনি প্লে স্টোর থেকে Whatsapp নামিয়ে নিবেন। একটি একাউন্ট খুলবেন। এরপর আবার play store এ গিয়ে সার্চ দিবেন ‘Whatsapp groups’। এরপর অনেক গুলো app আসবে। আপনি কয়েকটি নামিয়ে নিবেন। এরপর এসব App এর ভিতরে যেসব group পাবেন সেগুলোতে জয়েন দিবেন। এরপর আপনার লিংক গুলো শেয়ার করা শুরু করবেন। এ কাজ করলে view পাবেন এইটা গ্যারান্টি। আমি প্রথম view টা এভাবেই পেয়েছি। আপনি কাওকে রেফার করলে তার ইনকামের ২০% আপনি পাবেন।
- কিভাবে টাকা উঠাবেন
টাকা উঠানোর জন্য তারা ৩ টি উপায় দিয়েছে। Paypal, Payoneer, Webmoney। আমাদের দেশে Payoneer এবং Webmoney আছে। তাই আমরা এই দুইটার মদ্ধে যেকোনো একটা দিয়ে টাকা তুলবো। Webmoney দিয়ে উঠালে টাকা পেতে ১০ দিনও লাগতে পারে। আর Webmoney এর minimum withdraw 5$। ওইদিকে Payoneer দিয়ে উঠালে ২৪ ঘণ্টার মদ্ধেই তাকা পাবেন। তবে payoneer এর minimum withdraw 20$। এই দুইটাতেই একটু সমস্যা তবে পেপাল এ এসব কোনো সমস্যা নেই। minimum payout 5$ এবং ২৪ ঘণ্টার মদ্ধেই পেমেন্ট পাবেন। তবে পেপাল যেহেতু নেই তাই একটু কষ্ট করেই টাকা উঠাতে হবে। তারা প্রতি মাসের ১০ তারিখে পেমেন্ট করে। আর তারা ১০০% পেমেন্ট করে। পেমেন্ট পাওয়া নিয়ে চিন্তা করবেন না। আজকে থেকেই কাজ করা শুরু করেন।
Comments (No)