পাইকারি ব্যবসার আইডিয়া হল অধিক পরিমানে কোন নির্দিষ্ট পন্য ক্রয় করে স্বল্প পরিমানে বা প্রয়োজন মত খুচরা বিক্রেতাদের নিকট বিক্রি করা। পাইকারি ব্যবসা হল উৎপাদক থেকে পরিবেশক এর মাধ্যমে খুচরা বিক্রেতাদের কাছে পন্য সরবরাহ ব্যবস্থার পাশাপাশি আরেকটি বিকল্প সরবরাহ চ্যানেল যেটি বাজারের দামের স্থিতিশীলতা বজায় রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বিষয়বস্তু
- পাইকারি ব্যবসার আইডিয়া নিয়ে কিছু পরামর্শ
- ১) পাইকারি ইলেক্ট্রনিক্স ব্যবসা
- ২) পাইকারি পোশাক ব্যবসা
- ৩) স্বাস্থ্য ও সৌন্দর্য বিষয়ক পন্যের পাইকারি ব্যবসা
- ৪) বাড়ি এবং রান্নাঘরের প্রয়োজনীয় জিনিসপত্রের পাইকারি ব্যবসা
- ৫)পোষা প্রাণীর যত্ন ও সরবরাহের পাইকারি ব্যবসা
- কিভাবে শুরু করবেন পাইকারি ব্যবসা?
- ২০২৩ এ কিছু অল্প পুঁজিতে পাইকারি ব্যবসা
- FAQ- পাইকারি ব্যবসার আইডিয়া
- ২০২৩ এ কিছু অল্প পুঁজিতে পাইকারি ব্যবসা
- কিভাবে শুরু করবেন পাইকারি ব্যবসা?
পাইকারি ব্যবসার আইডিয়া নিয়ে কিছু পরামর্শ
পাইকারি পণ্যের ব্যবসাগুলো সবসময়ই এর সরবরাহ লাইনে একটি একক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে যা সর্বদা পণ্যের নির্মাতা এবং খুচরা বিক্রেতাদের মধ্যে মধ্যস্থতাকারী হিসাবে কাজ করে । তবে পাইকারি ব্যবসার ক্ষেত্রে অবশ্যই সঠিক পরিকল্পনা অবলম্বন এবং বাজার সম্পর্কে সুস্পষ্ট ধারণা রাখাটা অতীব জরুরি।
এ বিষয়ে সম্যক জ্ঞান না থাকলে পাইকারি পণ্যের ব্যবসায় লাভজনক হবার যে সুযোগ গুলো রয়েছে তা অনেক ক্ষেত্রেই ব্যবসায়ীদের কাছে অজানা থেকেই যায়। শুধু তাই নয় এক্ষেত্রে লভ্যাংশের উল্লেখযোগ্য একটি অংশ হাতছাড়া হয়ে যাবারও জোর সম্ভাবনা থাকে ।
এখন আমরা একনজরে পাঁচটি অনন্য এবং লাভজনক পাইকারি ব্যবসা খুজেঁ বের করার চেষ্টা করব, যাদের বর্তমান সময়কার বাজার চাহিদাও বেশ গতিশীল। বর্তমানে পোশাক শিল্প এবং ইলেকট্রনিক্স থেকে শুরু করে স্বাস্থ্য এবং রূপচর্চা বিষয়ক বিষয়গুলো নিয়ে উদ্যোক্তাদের যে ধারণা তা তাদের লাভজনক ব্যবসায়িক সেক্টরে অন্তর্দৃষ্টি প্রদান করতে সক্ষম করে তুলেছে ,একই সাথে তাদেরকে টেকসই পণ্য উৎপাদন ও নির্বাচনে ও সহায়তা করছে ।
বাজার চাহিদা বিবেচনায় এবার তাহলে দেখে নেয়া যাক পাঁচটি লাভজনক পাইকারি ব্যবসার আইডিয়া গুলো।
১) পাইকারি ইলেক্ট্রনিক্স ব্যবসা
ডিজিটাল শিল্প বিপ্লবের অন্যতম মুলধন হলো এই ইলেকট্রনিক্স শিল্প, যা ধীরে ধীরে সমগ্র বিশ্বেই বিকাশ লাভ করছে । প্রযুক্তির এই অগ্রগতির দিনে বিশ্বজুড়েই বিভিন্ন ইলেকট্রনিক গ্যাজেট এবং যন্ত্রপাতিগুলোর ভোক্তা চাহিদা গতি পাচ্ছে । আর এই চাহিদার কথা মাথায় রেখে আপনি ও যদি একজন ইলেকট্রনিক্স পাইকারি বিক্রেতা হিসাবে এই খাতের খুচরা বিক্রেতাদের কাছে , ই-কমার্স প্ল্যাটফর্মে এবং এমনকি সরাসরি গ্রাহকদের কাছে ইলেক্ট্রনিক্স ডিভাইস এবং অন্যান্য আনুষঙ্গিক পন্য সংগ্রহ ও বিতরন করে ভালো একটি ব্যবসা দাড় করাতে পারেন,তাহলে এটি বেশ লাভজনক হওয়ার কথা।
তবে এটি অত্যন্ত প্রতিযোগিতামূলক একটি সেক্টর,যেখানে ব্যবসায় সাফল্যের জন্য উৎপাদনকারী ও এর সাথে সংশ্লিষ্ট সবগুলো চ্যানেল এর সাথে সম্পর্ক রাখার পাশাপাশি সর্বশেষ বাজারের অবস্থা বোঝা ও অপরিহার্য। এই খাতের চাহিদা এবং দ্রুতবর্ধমান শিল্প হিসেবে এই খাতকে পাইকারি ব্যবসার আইডিয়া হিসেবে সবার উপরে রাখতে পারেন।
২) পাইকারি পোশাক ব্যবসা
আমাদের দেশের পোশাকশিল্প শুরু থেকে আজ অব্দি ক্রমেই বিকশিত হয়েছে , হচ্ছে ,আশা করা যায় ভবিষ্যতে ও হবে । এই খাতে প্রতিনিয়তই নিত্য নতুন প্রবণতা আবির্ভূত হচ্ছে ,যা এই খাতের জন্য বেশ আশাজাগানিয়া। তাছাড়া এই সেক্টরে র পাইকারি বিক্রেতা হিসেবে, আপনি পুরুষ এবং মহিলাদের বিভিন্ন স্টাইলিশ পোশাক, এবং তাদের এই আনুষঙ্গিক ক্রমবর্ধমান চাহিদার মধ্যে পণ্য ক্রয়-বিক্রয়ের মাধ্যমে অতি সহজেই ব্যবসা দাঁড় করিয়ে ফেলতে পারেন। এই সেক্টরকে আপনি পাইকারি ব্যবসার আইডিয়া এর তালিকায় প্রথম সারিতে রাখতে পারেন।
এখানে উদীয়মান ডিজাইনার বা প্রতিষ্ঠিত যে সকল ব্র্যান্ড রয়েছে তাদের পণ্যগুলোর মাঝে আকর্ষণীয় কালেকশন নির্বাচন করে আপনি আপনার ব্যবসা শুরু করতে পারেন।এক্ষেত্রে আপনাকে ক্রেতা হিসেবে টার্গেট করতে হবে এই খাতের খুচরা বিক্রেতাদের ,বিভিন্ন বুটিক হাউজ এবং অনলাইন ফ্যাশন স্টোরগুলিকে ।
তবে সকল ক্ষেত্রেই পণ্যে র সঠিক গুনগত মান বজায় রাখা আবশ্যক। তাছাড়া বাজারে অনেকের মাঝে নিজেকে আলাদা করে উপস্থাপন করতে হলে ইকো-ফ্রেন্ডলি পোশাকের সাথে যেকোন সাইজের পোশাক সরবরাহ করার মত সাপ্লাই চেইন থাকতে হবে।
তবে এটা আবশ্যক যে, এই খাতে পাইকারি ব্যবসায় সাফল্য পেতে হলে এই খাতের পন্য সরবরাহকারীদের সাথে ভালো সম্পর্ক গড়ে তোলা জরুরী। একই সাথে প্রতিযোগিতামূলক দামে পন্য সরবরাহের সামর্থ্য ও থাকতে হবে।
৩) স্বাস্থ্য ও সৌন্দর্য বিষয়ক পন্যের পাইকারি ব্যবসা
স্বাস্থ্য এবং সুস্থতার উপর ভোক্তাদের ক্রমবর্ধমান ফোকাস এই স্বাস্থ্য এবং সৌন্দর্য শিল্পকে আজ অসাধারণ বৃদ্ধির সম্মুখীন করে তুলেছে । তাই এই খাতকে আপনি পাইকারি ব্যবসার আইডিয়া এর তালিকায় উপরের দিকে রাখতে পারেন। স্বাস্থ্য এবং সৌন্দর্য বিষয়ক পণ্যের পাইকারি পরিবেশক হিসেবে, আপনি স্পা, সেলুন, বিভিন্ন কসমেটিক এবং সৌন্দর্য বৃদ্ধিকরণ পণ্যের পাইকারি ব্যবসা করে খুচরা বিক্রেতাদের এবং অনলাইনের মার্কেটপ্লেসগুলোর চাহিদা পূরণ করতে পারেন।
তাছাড়া বিভিন্ন স্কিনকেয়ার, হরেক রকমের কসমেটিকস সামগ্রী , হেয়ার কেয়ারের আইটেমগুলো সহ আরও বিস্তৃত পণ্য আপনি পাইকারি বিক্রেতা হিসেবে আপনার ক্রেতাদের কাছে তুলে ধরুন এবং ক্রমে সেল বাড়ানোর চেষ্টা করুন। এছাড়া নামী নির্মাতা এবং বিশ্বস্ত সরবরাহকারীদের কাছ থেকে পাওয়া পণ্যগুলোর সঠিক ব্রান্ডিং করেও আপনি এই সেক্টরে বেশ লাভবান হতে পারবেন।
তবে অবশ্যই যে কোনো পণ্যের সর্বশেষ আপডেট সম্পর্কে ধারণা রাখুন এবং যে কোনো পণ্যের টেকসইকরণ নিশ্চিত করুন। কাস্টমারদের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে বাজারের বিশ্বস্ত এবং নামি ব্রান্ড গুলো নির্বাচন করে আপনার ব্যবসায় সেখানকার পণ্যগুলোকে বিশেষভাবে অন্তর্ভুক্ত করুন।
৪) বাড়ি এবং রান্নাঘরের প্রয়োজনীয় জিনিসপত্রের পাইকারি ব্যবসা
আমাদের দৈনন্দিন জীবনযাত্রায় এসকল পণ্যের গুরুত্ব অপরিহার্য। তাই বলাই যায় বাড়ি এবং রান্নাঘরের প্রয়োজনীয় সামগ্রীর পাইকারি ব্যবসা এর উদ্যোক্তাদের জন্য বেশ লাভজনক। আমাদের দৈনন্দিন জীবনে রান্নার জিনিসপত্র, বাসন-কোসন থেকে শুরু করে গৃহসজ্জা এবং ঘরও থালাবাসন পরিষ্কারের পণ্যসামগ্রীর ব্যাপক চাহিদা রয়েছে, বলা চলে এগুলোর ব্যবহার আমাদের প্রাত্যহিক জীবনে না হলেই নয়।
আর তাই যে কোনো উদ্যোক্তারই এই খাতে ব্যবসা দাঁড় করিয়ে দ্রুত ভালো একটি অবস্থানে পৌঁছার বেশ ভালো সুযোগ রয়েছে। তবে নির্ভরযোগ্য প্রস্তুতকারকদের কাছ থেকে টেকসই পণ্য উৎপাদন অথবা কালেকশন নিশ্চিত করতে হবে। এই খাতের পাইকারি বিক্রেতাদের প্রধান কাস্টমার হলো খুচরা বিক্রেতারা, তাছাড়া বিভিন্ন ডিপার্টমেন্টাল স্টোর এবং অনলাইন মার্কেটপ্লেসগুলোতে ও তারা তাদের পণ্যের বেচাকেনা ক্ষেত্রবিশেষে নিশ্চিত করতে পারেন৷
তবে অনন্য এবং উদ্ভাবনী পণ্য সরবরাহ করার পাশাপাশি এই খাতে পণ্যের স্থায়িত্বের উপর ও বিশেষ ফোকাস দেয়া হয়, যা নির্দিষ্ট গ্রাহক শ্রেণীকে লক্ষ্য করে তৈরি। পাইকারি ব্যবসার আইডিয়া এর মধ্যে এটি একটি অন্যতম সম্ভাবনাময় ব্যবসা।
৫)পোষা প্রাণীর যত্ন ও সরবরাহের পাইকারি ব্যবসা
বর্তমান সময়ে এটি বেশ জনপ্রিয় এবং চাহিদা সম্পন্ন ব্যবসার আইডিয়া গুলোর মাঝে একটি। আমরা হয়তো অনেকেই অবগত নই যে পেট কেয়ার বা পোষা প্রাণীর যত্ন শিল্প ও ধীরে ধীরে সমৃদ্ধ হচ্ছে। পোষা প্রাণীর মালিকরা তাদের পোষা প্রাণীটির মঙ্গল কামনায় এবং সুস্থতা নিশ্চিত করণে বর্তমানে বিনিয়োগের দিকে ঝুঁকছেন। মূলত তাদের মূল লক্ষ্যই হলো তাদের পোষা প্রাণীটির যেনো কষ্ট না হয়।
পোষা প্রাণী সরবরাহের পাইকারি পরিবেশক হিসাবে, আপনি পোষা প্রাণীর দোকান থেকে শুরু করে তাদের চিকিৎসা এবং অনলাইনে পোষা প্রাণীর বিভিন্ন বিক্রেতাদের চাহিদা পূরণ করতে পারেন। তাছাড়া বর্তমান সময়ে পোষা প্রাণীর মালিকদের বিভিন্ন চাহিদা মেটাতে বিশ্বস্ত ব্র্যান্ড থেকে পোষা প্রাণীর খাদ্য ও আনুষাঙ্গিক, খেলনা এবং সাজসজ্জার পণ্যের একটি বিস্তৃত পরিসর আপনার পাইকারি ব্যবসার আওতায় রাখুন,কারণ বর্তমানে পোষা প্রাণী পালার পাশাপাশি এগুলোর চাহিদাও দিনকে দিন বেড়েই চলেছে ।
তাছাড়া বিভিন্ন পোষা প্রাণী ও তাদের খাদ্য সরবরাহকারীদের সাথে সম্পর্ক রাখুন। এটি আপনার ব্যবসাকে সামনে এগিয়ে নিতে মূখ্য ভূমিকা রাখবে। এটি সময়ের অন্যতম সম্ভাবনাময় একটি পাইকারি ব্যবসার আইডিয়া।
কিভাবে শুরু করবেন পাইকারি ব্যবসা?
পাইকারি ব্যবসার আইডিয়া আপনার যেটাই থাকুক না কেন, আপনার বিনিয়োগ, ব্যবসার এলাকা এবং আপনার বিনিয়োগ পরিকল্পনার উপর নির্ভর করবে আপনার সফলতা। যদি আপনি পাইকারি ব্যবসা শুরু করতে চান, তাহলে প্রথমে কোন খাতে ব্যবসা করবেন সেটা নির্বাচন করুন। যে খাতে ব্যবসা করবেন, সে খাতের পাইকারি মার্কেট এবং সংশ্লিষ্ট ২-৩ জন ব্যবসায়ীর সাথে সখ্যতা গড়ে তুলুন।
পাইকারি ব্যবসায়ীদের পন্য সংগ্রহের মাধ্যম গুলো খুঁজে বের করুন। পাইকাররা যেসব ক্রেতার সাথে ব্যবসা করে, তাদের সাথে একটা লিংক গড়ে তুলুন। এক কথায়, ব্যবসা শুরুর আগে সব দিক বিবেচনা করে, স্টাডি করে, প্রয়োজনীয় বিনিয়োগ এবং ঝুকিমুক্ত থাকার জন্য ব্যাকআপ প্লান করে ব্যবসা শুরু করেন। প্রথমদিকে কিছুটা চ্যালেঞ্জ আসলে ও সাহসের সাথে ব্যবসা চালিয়ে গেলে পাইকারি ব্যবসায় সাফল্য আসবেই।
২০২৩ এ কিছু অল্প পুঁজিতে পাইকারি ব্যবসা
২০২৩ যথেষ্ট চ্যালেঞ্জিং বছর পুরো বিশ্বের জন্য, সব ধরনের ব্যবসাতেই টিকে থাকতে হলে এ বছর সংগ্রাম করতে হবে। এর মধ্যে ও কিছু পাইকারি ব্যবসা রয়েছে যেগুলো অল্প পুজিতে লাভজনকভাবে করা সম্ভব। নিচে তেমন কিছু পাইকারি ব্যবসার আইডিয়া দেয়া হল।
- ষ্টেশনারী ব্যবসা
- গার্মেন্টস আইটেমের ব্যবসা
- এলইডি লাইটের ব্যবসা
- স্যান্ডেলের ব্যবসা
- এগ্রো আইটেম এর ব্যবসা
- বেকারি আইটেম এর ব্যবসা
FAQ- পাইকারি ব্যবসার আইডিয়া
অল্প পুঁজিতে পাইকারি ব্যবসা কি কি?
বিনিয়োগ স্বল্পতায় অনেকে অল্প পুঁজিতে পাইকারি ব্যবসা খুঁজে থাকেন। এরকম কিছু পাইকারি ব্যবসা হল কাচামালের ব্যবসা, ফলের ব্যবসা, মাছের ব্যবসা, ধানের ব্যবসা, ডিমের ব্যবসা, ষ্টেশনারী ইত্যাদি।
সহজ ব্যবসার আইডিয়া কি কি?
ব্যবসা মানেই সেখানে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ থাকবে। এরকম কিছু সহজ ব্যবসার আইডিয়া হল চাউল, ধান, চা পাতা, কাচামালের ব্যবসা, বেকারি আইটেম এর ব্যবসা ইত্যাদি।
Comments (No)