কত ধনী নেইমার ? 27 বছর বয়সে নেইমার হচ্ছেন ব্রাজিলিয়ান একজন ফুটবলার। যে খুব কম বয়সেই অনেক জনপ্রিয়তা লাভ করেন। জনপ্রিয়তার সাথে সাথে বিশাল পরিমাণ সম্পদের মালিক হয়েছেন নেইমার। অন্যান্য ফুটবলারের মত নেইমার ফুটবলের পাশাপাশি কমার্শিয়াল বিজ্ঞাপন করে থাকেন।
নেইমার প্রায় 2000 কোটি টাকার মূল্যের সম্পদ তৈরি করেছেন। নেইমার হচ্ছেন বর্তমানে চতুর্থ ধনী ফুটবলার। এরআগে রয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো যিনি ফুটবলারদের মধ্যে প্রথম ধনী এরপর হচ্ছেন লিওনেল মেসি যিনি বিশ্বের দ্বিতীয় ধনী ফুটবলার এবং তৃতীয় স্থানে রয়েছেন ইব্রাহিমোভিচ।
2019 সালের অর্থবছরের নেইমার হচ্ছেন তৃতীয় সর্বোচ্চ পেইড ফুটবলার। এক বছরেই নেইমার আয় করেছেন 98 মিলিয়ন ইউরো বাংলা টাকায় প্রায় 980 কোটি টাকার সমান। নেইমারের বয়স অনেক কম। সে তুলনায় নেইমার রোনালদো ও মেসির বয়স হতে হতে পৃথিবীর সবচেয়ে ধনী ফুটবলার পরিনত হতে পারে।
কিন্তু নেইমার এখনই যে পরিমাণ খরচ করেন যা আপনার কল্পনার বাহিরে। এমনকি সৌখিনতার দিক থেকে নেইমার ক্রিস্টিয়ানো রোনালদোর থেকে একধাপ এগিয়ে। নেইমারের রয়েছে প্রাইভেট জেট , হেলিকপ্টার প্রাইভেট জাহাজ এবং আনলিমিটেড এডিশন এর বেশ কয়েকটি দামি গাড়ি।
আটিকেলটি : topnewscollection.com থেকে নেওয়া হয়েছে
Comments (No)