May 02, 2016
নতুন অভিযান
পাকিস্তান সেনাবাহিনীর বাঙালি কর্মকর্তা শামসুল আলমকে চেনেন? ঠিক এই নামে তাঁকে চিনবেন না। কিন্তু যদি বলা হয় শামসু বাহিনীর লিডার শামসুল আলমের কথা, তবে ‘হিরোস অব ৭১’ গেমের বদৌলতে তাঁর নামটা এখন অনেকেরই মুখে মুখে। আর তাঁর সঙ্গে থাকা সাধারণ শ্রমিক কবির মিয়া, মেডিকেল শিক্ষার্থী তাপস মৈত্র, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সজল ওরফে মাহবুব চৌধুরী, যন্ত্র প্রকৌশলের শিক্ষার্থী বদিউজ্জামান ওরফে বদি—মোট এই পাঁচজনের দল নিয়ে গঠিত শামসু বাহিনীও গেমটির সৌজন্যে তরুণদের কাছে বেশ পরিচিত। স্মার্টফোনের জনপ্রিয় এ গেমটি তৈরি করেছে স্পোর্টস টিম।
Leave a Reply
You must be logged in to post a comment.
Comments (No)