দূর্বল মার্কিন যুক্তরাষ্ট্রের কাজের ডেটার পর থেকে ডলারের মান কমছে

dollars_800x533_L_1411902913

শুক্রবারে অনান্য প্রধান মুদ্রার তুলনায় ডলার নিম্ন দিকে ছিলো। মার্কিন যুক্তরাষ্ট্রে কর্মসংস্থানের রিপোর্টের পর বিনিয়োগকারীরা পরের দিন সতর্ক ছিলেন.
USD/JPY এর সিল্ড ১০৬,৫৮ থেকে ০.৬২% এ আছে।
বৃহস্পতিবার U.S. ডিপার্টমেন্ট অফ লেবার জানায়, ২৯ এপ্রিল প্রাথমিক বেকার সুবিধা ১৬০০০ যোগ করা হয় যা আশা করা থেকে ২০২,০০০ থেকে কম ছিলো। মার্চে মোট ২৫৭,০০০ ছিলো ও পূর্ববর্তি প্রদান করা ২১৫.০০০ ছিলো।
রিপোর্টে আরো দেখা যায় U.S. এ বেকারত্বের হার গত মাসে ৫% ছিলো, যা প্রত্যাশার সঙ্গে সঙ্গতিপূর্ণ।
U.S. এর ঘন্টায় গড় আয় বৃদ্ধি পেয়ে এপ্রিলে ০.৩% হয়, যা গত মাসের আয়ের চেয়ে ০.২% বেশি ও প্রত্যাশার সঙ্গে সঙ্গতিপূর্ণ।
বুধবার এডিপির দৃঢ় বেতনের প্রসেসিং এর ব্যাপারে বলা হয়, খামার বহির্ভুত ব্যক্তিগত কর্মসংস্থান গত মাসে ১৫৬.০০০ বেড়েছে যদিও এই বৃদ্ধির আশা ১৯৬.০০০ ছিলো।
বৃহস্পতিবার U.S. ডিপার্টমেন্ট অফ লেবার জানায়, ২৯ এপ্রিল প্রাথমিক বেকার সুবিধা ১৭০০০ থেকে বেড়ে ২৭৪,০০০ হয় যা আগের সপ্তাহের মোট ২৫৭,০০০ ছিলো। প্রত্যাশার তুলনায় যা ৩,০০০ বেড়েছে। আরো বিস্তারিত জানুন ফরেক্স নিউজ 

Comments (No)

Leave a Reply

এই সাইটের কোন লেখা কপি করা সম্পুর্ন নিষেধ