টাইগার শ্রফের সম্পত্তির পরিমাণ।ছবি পিছু কত চার্জ? গাড়ি ক’টা? জানলে চমকে যাবেন!

বলিউডে একবার ক্লিক করলেই হয়! চাওয়া-পাওয়া অপূর্ণতা থাকে না। একটি ছবি হিট দিতে পারলে কোটি কোটি টাকার সম্পত্তির মালিক হওয়া যায়। আর টানা হিট হলে তো কথাই নেই। তেমনই ঘটেছে হালের ক্রেজ টাইগার শ্রফের সঙ্গেও।

টাইগারের আসল নাম জয় হেমন্ত শ্রফ। টাইগার আমেরিকান স্কুল অফ বম্বে থেকে নিজের স্কুলিং শেষ করেন। তায়কোন্ডোতে টাইগার ব্ল্যাক বেল্ট।

টাইমস নাউ জানায়, এখন পর্যন্ত জ্যাকি শ্রফের ছেলে টাইগারের ঝুলিতে রয়েছে মাত্র ৬টি ছবি। কিন্তু তাতেই বিপুল সম্পত্তির মালিক হয়ে গেছেন তিনি।

২০১৪ সালে ‘হিরোপান্তি’ ছবিতে তার বলিউড অভিষেক হয়। সেই থেকে টাইগারের অ্যাকশন ও ফিটনেসের ভক্ত অনেকেই। বিশেষ করে জেনারেশন ওয়াইয়ের দারুণ পছন্দের টাইগার।সিনেমা পিছু কত পারিশ্রমিক নেন?

সূত্রের খবর প্রতি সিনেমা পিছু টাইগার চার্জ করেন ৮ কোটি টাকা। অন্যদিকে ব্র্যান্ড এনডরসমেন্ট পিছু টাইগার নেন তিন কোটি টাকা।

টাইগার শ্রফের সম্পত্তির পরিমাণ।ছবি পিছু কত চার্জ? গাড়ি ক'টা? জানলে চমকে যাবেন! 1

সংবাদমাধ্যমটির প্রতিবেদন অনুযায়ী, টাইগারের সম্পত্তির পরিমাণ আপাতত ৫৩ কোটি রুপি। এক বছরে তার আয় অন্তত সাড়ে ৬ কোটি টাকা। রয়েছে এসএস জাগুয়ার ১০০, যার দাম সাড়ে চার কোটি রুপি। এ ছাড়া মুম্বাইয়ের বান্দ্রায় একটি ফ্ল্যাট রয়েছে সাড়ে ২২ কোটি রুপির।

টাইগারের কাছে গাড়ির বেশ লম্বা কালেকশন রয়েছে। যার মধ্যে একটি রেঞ্জ রোভার রয়েছে দাম ২ কোটি। এছাড়াও অভিনেতার গ্যারেজে রয়েছে অডি, জ্যাগুয়ার একটি BMW M5 যার দাম প্রায় এক কোটি

নতুনদের মধ্যে পরপর একশ কোটি ক্লাবের সিনেমা উপহার দেওয়ার নজির হয়েছে টাইগারের। তার ‘বাগি’ তো এখন বলিউডের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজিতে পরিণত হয়েছে। শিগগিরই শুরু হচ্ছে তৃতীয় কিস্তির শুটিং। আর সর্বশেষ সিনেমা ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার টু’ মুক্তি পেয়েছে শুক্রবার।

আটিকেলতি : eisamay.com থেকে নেওয়া হয়েছে

Comments (No)

Leave a Reply

এই সাইটের কোন লেখা কপি করা সম্পুর্ন নিষেধ