টপট্যাল (toptal.com) পরিচিতি:
টপট্যাল : দক্ষ ফ্রিল্যান্সারদের সেরা ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস/ টপট্যাল মূলত নামকরন করা হয়েছে টপ ট্যালেন্ট থেকে (প্রতিষ্ঠানটির দাবি অনুযায়ী নিবন্ধনের জন্য আবেদনকারী মোট ট্যালেন্ট-দের মধ্যে শুধুমাত্র ৩% চূড়ান্ত বাছাইয়ের মাধ্যমে নির্বাচিত করা হয়)। ২০১০ সালে প্রতিষ্ঠিত ইউ.এস-ভিত্তিক প্রতিষ্ঠানটি ১০০টি দেশের প্রায় ৮০,০০০ টপ ফ্রিল্যান্সার নিয়ে পরিচালিত হচ্ছে। ফ্রিল্যান্সিং প্রতিষ্ঠানটির সাম্প্রতিক তুমুল জনপ্রিয়তার প্রেক্ষিতেই প্রতিদিনই বিপুল সংখ্যক ফ্রিল্যান্সার “টপ ট্যালেন্ট পুল”-এ নিবন্ধনের আবেদন করছেন।
এ পর্যন্ত ১৪৫০+ পজিটিভ রিভিউ এবং ৪.৭ রেটিং নিয়ে অন্যতম গ্লোবাল ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস হিসেবে টপট্যাল নিজেদের প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছে। যেহেতু শুধুমাত্র দক্ষ (একাধিক স্ক্রিনিং টেস্টের মাধ্যমে নির্বাচিত) ফ্রিল্যান্সারদের দ্বারা কাজের গুনগত মান নিশ্চিত করা হয়, তাই টপট্যাল সহজেই ক্লায়েন্টদের বিশ্বস্ততা অর্জন করতে সক্ষম হয়েছে।
তাছাড়া, ফ্রিল্যান্সার এবং ক্লায়েন্ট নির্বিশেষে সার্ভিসের ক্ষেত্রে টপট্যাল কিছু সুবিধাজনক স্বতন্ত্র বৈশিষ্টের সমাবেশ ঘটিয়েছে যা তাকে একটি অনন্য “রিমোট ওয়ার্ক মার্কেটপ্লেস” হিসেবে চিহ্নিত করেছে।
টপ্ট্যালে ফ্রিল্যান্সাররা সাধারনত ৫০-১৫০ ডলার/ঘন্টা চার্জ করে থাকেন যা তাদের স্কিল লেভেল, স্পেশালিটি, এবং লোকেশনের উপর নির্ভর করে। অপরদিকে, ক্লায়েন্টদেরকে সাধারনত জামানত বাবদ ৫০০ ডলার ডিপোজিট করে প্রজেক্ট উন্মোচন করতে হয় এবং পরবর্তিতে হায়ারকৃত ফ্রিল্যান্সারকে তার আওয়ারলি রেট পরিশোধ করতে হয় ।
যাইহোক, টপট্যাল তার ফি বাবদ ফ্রিল্যান্সার নির্ধারিত আওয়ারলি রেটের সাথে অতিরিক্ত ১৫-৩০% যোগ করে ক্লায়েন্টকে চার্জ করে। আর্থিক লেনদেন এবং উত্তোলনের ক্ষেত্রে টপট্যাল বহুল ব্যবহৃত পেপাল, মাস্টারকার্ড, ইউ.এস ব্যাংক ট্রান্সফার, ব্যাংকওয়্যার প্রভৃতি জনপ্রিয় মাধ্যমসমূহ সমর্থন করে।
টপট্যালে যে ক্যটাগরির ফ্রিল্যান্সাররা কাজ পান:
টপট্যাল প্রধানত ৫টি ফ্রিল্যান্সিং ক্যাটাগরিতে দক্ষ ফ্রিল্যান্সারদের নিয়ে কাজ করে – ডিজাইন, ডেভেলপমেন্ট, ফিন্যান্স, প্রোজেক্ট ম্যানেজমেন্ট, এন্ড প্রোডাক্ট ম্যানেজমেন্ট। টপট্যালে ডিজাইনারদের বিভিন্ন সাব-ক্যাটাগরির মধ্যে রয়েছেন প্রোডাক্ট ডিজাইনার, ইউ-এক্স ডিজাইনার, ক্রিয়েটিভ ডিজাইনার, এবং ওয়েব ডিজাইনার ইত্যাদি, যাদের স্ব-স্ব ক্ষেত্রে রয়েছে ব্যাপক দক্ষতা এবং দীর্ঘ কর্ম-অভিজ্ঞতা।
ডেভেলপেরদের মধ্যে রয়েছেন ব্যাক-এন্ড ডেভেলপার, ফ্রন্ট-এন্ড ডেভেলপার, ফুল-স্ট্যাক ডেভেলপার, ডাটা সাইনটিস্ট, এ আই ডেভেলুপার, এবং ডেভওপস ইত্যাদি , যাদের বিভিন্ন প্রোগ্রামিং ল্যাংগুয়েজ-সহ সংশ্লিষ্ট সকল প্রযুক্তিতে বিশদ জ্ঞান এবং বেশ কিছু সফল প্রোজেক্টের বাস্তব উদাহরন (পোর্টফোলিও) থাকে।
একইভাবে, ফিন্যান্স স্পেশালিস্ট, প্রোডাক্ট ম্যানেজার, এবং প্রোজেক্ট ম্যানেজারদেরও সংশ্লিষ্ট বিষয়ে প্রভূত জ্ঞান (বিশেষ ক্ষেত্রে একাদিক সদস্য সম্বলিত প্রোফেশনাল টিম) এবং কয়েক বছরের বাস্তব কর্ম-অভিজ্ঞতা থাকে।
টপট্যালের উল্লখযোগ্য কিছু বৈশিষ্ট:
১। টপট্যালে ফ্রিল্যান্সাররা ভেরিফাইড আইডেন্টিটিসহ যাবতীয় তথ্যাদি সন্নিবেশ করে প্রোফাইল সাজিয়ে নিজস্ব রেট এবং অ্য়াভেইলাবিলিটি নির্দিষ্ট করে দেন।
২। ক্লায়েন্ট হ্যান্ডেল (seeking clients, matching projects, negotiation etc.) – জনিত সকল ব্যবস্থাপনা ফ্রিল্যান্সারের পক্ষে টপট্যাল নিজেই সম্পন্ন করে থাকে; ্তবে, ফ্রিল্যান্সাররাও নিজে ক্লায়েন্টসহ রিলেটেড প্রজেক্ট খুজে বের করতে এবং তাতে আবেদন করতে পারেন।
৩। নির্ভরযোগ্য ও অনির্ভরযোগ্য ক্লায়েন্ট নির্বিশেষে সবার কাজই সফলভাবে সম্পন্ন করলে ফ্রিল্যান্সাররা নিশ্চিত পেমেন্ট পান।
৪। টপট্যালে নিবন্ধিত ফ্রিল্যান্সারদের কোনো ফি কিংবা প্রজেক্টভিত্তিক কোনো চার্জ প্রদান করতে হয় না।
৫। অসাধারন দক্ষতা, কঠোর কর্মনিষ্ঠা, সময়ানুবর্তিতা, এবং দীর্ঘ (ন্যূনতম ২ বছর) অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিরাই চরম প্রতিযোগিতাপূর্ণ এ মার্কেটপ্লেসে স্ক্রিনিং টেস্টগুলো পাশ করে সফল ফ্রিল্যান্সার হিসেবে প্রতিষ্ঠা পান।
দক্ষ প্রতিভাবান ফ্রিল্যান্সার নির্বাচনে টপট্যালের ধারাবাহিক স্ক্রিনিং টেস্ট সমূহ:
টপট্যালে চূড়ান্তভাবে নির্বাচনের পূর্বে একজন ফ্রিল্যান্সারকে কয়েক ধাপের স্ক্রিনিং টেস্ট সফল্ভাবে সম্পন্ন করতে হয়। ক্লায়েন্টদের জন্য সঠিক সময়ে সকল শর্ত (রিকোয়ারমেন্টস) পূরণ সাপেক্ষে সর্বোচ্চ মানের প্রোডাক্ট এবং সার্ভিস প্রদান নিশ্চিত করতেই স্ক্রিনিং টেস্টের মাধমে এ “ট্যালেন্ট নেটওয়ার্ক” তৈরি করা হয়।
এ প্রক্রিয়ায় বিভিন্ন পর্যায়ে ৯৭ শতাংশ আবেদনকারী বাদ পড়েন এবং শেষ পর্যন্ত মাত্র ৩ শতাংশ সফল প্রতিভাবান ফ্রিল্যান্সার হিসেবে আত্মপ্রকাশ করে টপ্ট্যালে কাজ শুরু করার উপযোগি বিবেচিত হন। যাই হোক, সম্পূর্ণ স্ক্রিনিং প্রক্রিয়াটি সম্পন্ন হতে ৫ সপ্তাহের মত সময় লাগে। নিচে প্রক্রিয়াটি সংক্ষিপ্ত আকারে উপস্থাপন করা হল –
১. ভাষা এবং ব্যক্তিত্ব (Language and Personality): ফ্রিল্যান্সার স্ক্রিনিং-এর এ পর্যায়ে আবেদনকারীর ইংরেজি ভাষাগত যোগাযোগ দক্ষতা নিরুপন করা হয়। পাশাপাশি, ফ্রিল্যন্সিং কাজের উপযোগি ব্যক্তিত্বের বিভিন্ন বৈশিষ্টের উপস্থিতি সন্ধান করা হয়। বহুনির্বাচনি প্রশ্ন (MCQ)-এর মাধ্যমে টপট্যাল এ পর্যায়ে আবেদনকারীর প্রায় ৭৫ শতাংশ বাতিল করে।
২. বিশদ দক্ষতা পর্যালোচনা (In-depth Skill Review): গুরুত্বপূর্ণ এ পর্যায়ে আবেদনকারীর ফ্রিল্যান্সিং ক্যাটাগরি অনুযায়ী সংশ্লিষ্ট বিষয়ে পারদর্শীতা ও দক্ষতা পর্যালোচনা করা হয়। এ ক্ষেত্রে নিয়োজিত বিশেষজ্ঞ টপট্যাল টিম মেম্বার বিভিন্ন পর্যবেক্ষণের মাধ্যমে সর্বোচ্চ দক্ষতাসম্পন্ প্রোফেশনাল খুজে বের করেন। যাই হোক, মাত্র ৭.৪ শতাংশ আবেদনকারী স্ক্রিনিং টেস্টের এ ধাপে কৃতকার্য হন।
৩. সরাসরি স্ক্রিনিং (Live Screening): দ্বিতীয় ধাপে উত্তীর্ণ আবেদনকারীরা এ পর্যায়ে নির্দিষ্ট টপট্যাল কর্মকর্তা দ্বারা পরিচালিত সরাসরি ভিডিও ইন্টারভিউ-এ অংশগ্রহণ করেন। এ পর্যায়ে আবেদনকারী সংশ্লিষ্ট বিষয়ে তার দক্ষতা ও অভিজ্ঞতার প্রমানস্বরুপ বিভিন্ন তথ্য-উপাত্ত (সার্টিফিকেটস, টেস্টিমনিয়াল, এওয়ার্ডস, পোর্টফোলিও ইত্যাদি) প্রদর্শন করেন। তাছাড়া প্রশ্নকর্তা পরীক্ষার্থীকে তার কর্মপরিধি থেকে যেকোন বিষয়ে প্রশ্ন করতে পারেন। স্কিনিং-এর এ পর্যায়েও অনেক আবেদনকারী বাদ পডেন এবং মোট আবেদনকারীর ৩.৬ শতাংশ এ ধাপে উত্তীর্ণ হন।
৪. পরীক্ষামূলক প্রকল্প (Test Projects): এ ধাপে আবেদনকারীদের ফ্রিল্যান্সিং কাজের জন্য প্রয়োজনীয় যোগ্যতা, নিষ্ঠা, সময়ানুবর্তিতা, এবং ঐকান্তিকতা প্রমানের জন্য একটি পরীক্ষামূলক প্রজেক্ট সফল্ভাবে সম্পন্ন করতে হয়। প্রজেক্টটি সাধারনত ক্লায়েন্ট প্রদত্ত বাস্তব কাজের ধরন থেকে নির্ধারিত করা হয়। প্রকল্পটি সম্পন্ন করতে আনুমানিক ১-৩ সপ্তাহ সময় লেগে থাকে। আবেদনকারীগন প্রকল্পসমূহ সম্পন্ন করার পর যাচাই-বাছাই তথা সার্বিক মূল্যায়ন শেষে ৩.২ শতাংশ অংশগ্রহনকারী পরীক্ষার্থীকে উত্তীর্ণ ঘোষনা করা হয়।
৫. ধারাবাহিক উৎকর্ষ (Continued Excellence): স্ক্রিনিং-এর এ ধাপটি মূলত চলমান প্রক্রিয়া। টপট্যাল সবসময়ই ফ্রিল্যান্সারএবং ক্লায়েন্ট-এর মধ্যকার পারস্পরিক সম্পর্ক এবং তথ্য আদান-প্রদান জনিত যোগাযোগ ট্র্যাক করে। কাজেই যেকোন ধরনের নিয়ম লঙ্ঘন, গুরুতর অসদাচরণ অর্থাৎ টপট্যালের টার্মস এবং পলিসি অসমর্থিত যেকোন পদক্ষেপ উপযুক্ত ফ্রিল্যান্সারের পরিমান সর্বশেষ ৩ শতাংশে নিয়ে আসে।
এ ৩% ফ্রিল্যান্সারই প্রকৃতপক্ষে টপট্যাল নেটওয়ার্কে কাজের উপযোগি পরীক্ষীত প্রতিভাবান, দক্ষ, এবং অভিজ্ঞ প্রফেশনাল যারা মার্কেটপ্লেসটির টার্মস এবং কন্ডিশন্স –এর প্রতি শ্রদ্ধাশীল থেকে ধারাবাহিক উৎকর্ষ সাধনে প্রতিশ্রুতিশীল।
টপট্যালে আগ্রহী ফ্রিল্যান্সারদের জন্য কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ:
যেহেতু টপট্যাল অন্যান্য মার্কেটপ্লেসের থেকে তুলনামূলক বেশি প্রতিযোগিতাপূর্ণ, তাই উক্ত মার্কেটপ্লেসে যোগদানের পূর্বে ফ্রিল্যান্সারদের প্রয়োজনীয় সকল বিষয়ে প্রস্তুতি গ্রহন করা এবং যোগদানের পর নিজেদের সফল্ভাবে প্রতিষ্ঠা করতে টপট্যালের টার্মস, পলিসি, এবং কন্ডিশনসসহ যাবতীয় ‘ফ্রিল্যান্সার কোড অব কন্ডাক্ট” সম্পর্কে সম্যক ধারনা থাকা আবশ্যক।
যোগাযোগ দক্ষতার উন্নয়নঃ ফ্রিল্যান্সার স্ক্রিনিং টেস্টের ১ম (ল্যাঙ্গুয়েজ এন্ড পার্সোনালিটি) এবং ৩য় (লাইভ স্ক্রিনিং) ধাপের জন্য নিজেকে প্রস্তুত করতে এবং পরবর্তিতে ক্লায়েন্টের সাথে নিরবিচ্ছিন্ন এবং সাবলিল সম্পর্ক বজায় রাখতে ফ্রিল্যান্সারদেরকে তাদের যোগাযোগ দক্ষতার (কমিউনিকেশন স্কিল) প্রভূত উন্নয়ন সাধন করতে হবে।
পেশাগত দক্ষতা শানিতকরনঃ ফ্রিল্যান্সারদেরকে অবশ্যই তাদের পেশাগত দক্ষতা (প্রফেশনাল স্কিল/এক্সপারটিজ)-কে আন্তর্জাতিক মানে উন্নীত করতে হবে যা তাদের স্ক্রিনিং টেস্টের ২য় (স্কিল রিভিউ) এবং ৪র্থ (টেস্ট প্রজেক্ট) ধাপ অতিক্রম করতে সহায়ক হবে।
মার্কেটপ্লেস রিসার্চঃ টপট্যালে সার্বিকভাবে সফল হতে হলে মার্কেটপ্লেসটির ইনফ্রাস্ট্রাকচার, পলিসি, এবং টার্মস এন্ড কন্ডিশনস সম্পর্কে সম্মক ধারণা অর্জেনের নিমিত্তে ধারাবাহিক গবেষনা অপরিহার্য।
আত্মবিসশ্বাসঃ টপট্যালে স্ক্রিনিং টেস্টের বিভিন্ন ধাপ বিশেষ করে “লাইভ স্ক্রিনিং”-এ উত্তীর্ণ হতে প্রবল আত্মবিশ্বাস ধারন করা আবশ্যক যা প্রকৃতপক্ষে কমিউনিকেশন স্কিল এবং প্রফেশনাল স্কিল উভয়ের উন্নতির মাধ্যমে অর্জন সম্ভব।
টপট্যালে কর্মরত বাংলাদেশি ফ্রিল্যান্সারদের একজন ফুল-স্ট্যাক ডেভেলপার মুহাইমিনুল হক আদনান জানান, যারা উচ্চ পারিশ্রমিকে দীর্ঘমেয়াদী প্রযেক্টে কাজ করতে চান তাদের জন্য টপট্যাল একটি আদর্শ মার্কেটপ্লেস।
নতুন ফ্রিল্যান্সারদের উদ্দেশ্যে তিনি বলেন, কমিউনিকেশন স্কিল এবং ওয়ার্ক-রিলেটেড স্কিল ভাল করে ডেভেলপ করে তবেই টপট্যালে স্ক্রিনিং টেস্টে অংশগ্রহন করা উচিত। তার মতে, সবকিছু ঠিক থাকলে স্ক্রিনিং টেস্ট উত্তীর্ণ হওয়ার ১ মাসের মধ্যেই প্রথম কাজটি পাওয়া যায়|
Comments (No)