লিও মেসি। বা ভালো নাম লিওনেল আন্দ্রেস মেসি। ফুটবলের রাজা হিসেবে যাকে সারা পৃথিবী চেনে জানে।এই ফুটবল তারকা জন্মেছিলেন ১৯৮৭ সালের ২৪ শে জুন আর্জেন্টিনার রোজারিও শহরে। লিওনেল মেসি আন্তর্জাতিক ফুটবল খেলা সংঘটিত হলে তিনি আর্জেন্টিনার হয়ে খেলেন।
জীবনের শুরু থেকে বার্সেলোনা ক্লাবের সাথে ফুটবল খেললেও বর্তমানে তথা 2021 সালে তিনি বার্সেলোনা ছেড়ে দিয়ে পিএসজি ক্লাবের সাথে ফুটবল খেলায় চুক্তিবদ্ধ হন।
পৃথিবীতে বিখ্যাত মানুষ গুলোর মধ্যে মেসি একজন। এরকম আন্তর্জাতিক পর্যায়ে যে মানুষের পদচারণা সে কত সম্পদের মালিক বা কত টাকার মালিক হতে পারে সে সব প্রশ্ন সাধারণ মানুষের মাথায় আসাটা অস্বাভাবিক কিছু না।
আর আজকে মেসির সেই সম্পদের পরিমাণ নিয়েই পাঠকদের এই লেখাটিতে বিস্তারিত জানানো হবে। মেসি কত সম্পদের মালিক তা জানার পূর্বে কীভাবে মেসি ফুটবলের জগতে প্রবেশ করলেন তা নিয়ে ছোট একটা ধারণা দেওয়া যাক।
অনেকেই হয়তো জেনে থাকবেন আবার অনেকেই জানবেন না মেসির খুব ছোটবেলায় গ্রোথ হরমোনের সমস্যা ছিল এবং সেই হরমোনের সমস্যার চিকিৎসা করার সামর্থ্য তার পিতা কিংবা কারোরই ছিল না।
মূলত সেই সমস্যার কারণে তিনি ফুটবল খেলতে পারতেন না বা ফুটবল খেলার প্রতি অসীম আগ্রহ থাকলেও তাকে তার ক্লাব থেকে দূরে থাকতে হতো। তিনি যে ক্লাবে খেলতেন সেই ক্লাবের সামর্থ ছিল না তাকে চিকিৎসা করানোর।
পরবর্তীতে বার্সেলোনা ক্লাব লিওনেল মেসিকে ট্রায়ালের জন্য ডাকেন এবং মেসির অস্বাভাবিক খেলা দেখে মুগ্ধ হয়ে যান। পরবর্তীতে ক্লাবের প্রেসিডেন্ট তখনই ডিক্লেয়ার করে দেন মেসি তাদের ক্লাবের হয়ে খেলবে এবং মেসিকে সুস্থ করার সকল দায়ভার বার্সেলোনা ক্লাব নিবে।
তারপরে শুরু হয়ে যায় মেসির চিকিৎসা করানো। তেরো বছর বয়সে লিওনেল মেসি বার্সেলোনার সাথে চুক্তিবদ্ধ হন এবং স্পেনে পাড়ি জমান।
অতঃপর ২০০৪ সাল থেকে মাত্র ১৭ বছর বয়সে বার্সেলোনার ফুটবল প্লেয়ার হিসেবে অভিষেক ঘটে। এই লিওনেল মেসি আর্জেন্টিনার ফুটবল ইতিহাসে সবথেকে বেশি গোল দেওয়ার রেকর্ড গড়ে তুলেছেন।
মেসির ফুটবল জগতে আসার ঘটনা তো জেনে গেলেন, তাহলে এবার পাঠকদের মূল প্রশ্নের উত্তর মেসি কত টাকার মালিক তার উত্তর দেওয়া যাক।
লিওনেল আন্দ্রেস মেসি জনপ্রিয়তার শীর্ষে হলেও সম্পদের পরিমাণের দিক থেকে মোটেও ঠিক পিছিয়ে নেই। অন্যান্য ফুটবল তারকাদের থেকে তার বাড়ি এবং গাড়ির সংখ্যা বাদ দিলেও শুধুমাত্র ক্যাশই তার কাছে রয়েছে ৬০০ মিলিয়ন ইউএস ডলার।
যার বাংলা টাকায় ভাঙ্গালে হয় পাঁচ হাজার কোটি টাকা। এই টাকার পরিমান এতই বেশি যে যদি লিওনেল মেসি ধরা যাক প্রতি মাসে ২ কোটি টাকা খরচ করলেও তার সম্পূর্ণ শেষ হতে দেড় শত বছর সময় লাগবে। তাহলে ভাবতে পারছেন তিনি কতটা সম্পদের মালিক।
তিনি হয়তো জীবনের শুরুতে অঢেল সম্পত্তির মালিক হতে পারতেন। কারণটা বলি। এককালে মেসির পারফরম্যান্স দেখে রাশিয়ার একটি ফুটবল ক্লাব তাকে প্রতি বছর ২৫ মিলিয়ন ইউএস ডলার দেওয়ার প্রস্তাব প্রদান করে যাতে মেসি তাদের দলের সাথে খেলে।
কিন্তু বার্সেলোনার প্রতি অধিক ভালোবাসা থাকায় মেসি সেই প্রস্তাব নাকচ করে দেয় এবং তিনি সততার সাথে বার্সেলোনা ক্লাবের সাথে খেলে যান।
দিনে দিনে উজ্জ্বল করতে থাকে এই ক্লাবের নাম। একটা সময় গিয়ে মেসি এমন সব দুর্দান্ত পারফরম্যান্স দেখাতে থাকেন যে তার ক্লাব বার্সা তাকে বছরে ৩৩ মিলিয়ন ইউএস ডলার দিতে রাজি হয়ে যায়।
এটা শুধুমাত্র গেল তার একটাও বাৎসরিক আয়ের হিসাব। তাও শুধু মাত্র ফুটবল খেলে তিনি অর্জন করেন। এছাড়াও মেসি বিভিন্ন পণ্যের স্পনসর্শিপ করে থাকেন যার থেকেও তিনি অধিক পরিমাণ অর্থ উপার্জন করে থাকেন। সেগুলো সম্পর্কেও জেনে নেওয়া যাক।
অ্যাডিডাস (Adidas) কোম্পানির সাথে মেসির লাইফ টাইম এর চুক্তি রয়েছে। অর্থাৎ অ্যাডিডাস যত রকমের পণ্য উৎপন্ন করবে তার প্রত্যেকটির স্পনসর্শিপ মেসি করে দেবেন।
আটিকেলটি :gnews.com থেকে নেওয়া হয়েছে
Comments (No)