গানিতিক নির্দেশক বা চিনহ(arithmetic operator)ঃ
গনিতে সমস্যা সমাধানের জন্য আমরা যেমন যোগ, বিয়োগ, গুন, ভাগ (+, _, *, /) এই চিনহ গুলো ব্যাবহার করে থাকি ঠিক তেমনি জাভাতে এমনকিছু চিনহ আছে এগুলোকে গানিতিক নির্দেশক বা চিনহ(arithmetic operator) বলে।
Operator | Description |
+ | যোগ [Additive operator (also used for String concatenation)] |
– | বিয়োগ [ Subtraction operator] |
* | গুন [Multiplication operator] |
/ | ভাগ [Division operator] |
% | ভাগশেষ [Remainder operator] |
যোগ, বিয়োগ , গুন, ভাগ তো আমরা জানি। ভাগশেষ [Remainder operator (%)] এটা কিন্তু শতকরা চিনহ নয়। এটা ভাগশেষ চিনহ। হয়তো অনেকেই জানে, আবার অনেকের কাছে নতুন হতে পারে। এর কাজও সাধারণ ভাগশেষের মতই। যেমন ধরা যাক, ১০ কে ৪ দ্বারা ভাগ করব। তাহলে, ১০%৪ = ২ অর্থাৎ ভাগশেষ ২। আরেকটা চিনহ , =(সমান) বা অ্যাসাইনমেন্ট অপেরাটর। এটা দিয়ে আমরা ভারিয়াবল এ মান নির্ধারণ করি।
সম্পর্ক নির্দেশক চিনহ(Relation operator)ঃ এরা দুটো ভেরিয়াবল এর মধ্যে তুলনা করতে ব্যাবহার করা হয়।
== equal to(সমান)
!= not equal to(সমান নয়)
> greater than (বড়)
>= greater than or equal (বড় অথবা সমান)
< less than (ছোট)
<= less than or equal (ছোট অথবা সমান)
শর্ত নির্দেশক চিনহ( conditional operator):
&& Conditional-AND|| Conditional-OR?: Ternary (shorthand for if-then-else statement)
বিট নিয়ন্ত্রক চিনহ(Bitwise and Bit Shift Operators)ঃ
~ Unary bitwise complement<< Signed left shift>> Signed right shift>>> Unsigned right shift& Bitwise AND^ Bitwise exclusive OR| Bitwise inclusive OR
Comments (No)