ক্লিক করে আয়- সত্যি কি সম্ভব নাকি সব বাটপার 1

নিওবাক্স এবং ক্লিক করে আয় করা যায় এরকম সাইটগুলো নিয়ে আমি দীর্ঘদিন গবেষণা করেছি। এসব সাইট বেশীরভাগই প্রথম যখন শুরু হয় তখন ঠিকঠাকমত টাকা দেয়। ২-৩ মাস (কোন কোন ক্ষেত্রে ৬ মাস বা, ১ বছরও হতে পারে) পরে হাওয়া হয়ে যায়। ওয়েবসাইটই থাকে না।

এখানে যেটির কথা উনি লিখেছেন Neobux, এই সাইটটি দীর্ঘদিন(১০ বছরের মত ) টিকে আছে, কারণ এরা সবচেয়ে কম টাকা দেয়। আপনি যদি রেফারেল রেন্ট করেন তাহলে আয়ের চেয়ে ব্যয় বেশী হবে, শুধু ক্লিক করলে হয়ত ১ বছরে ১ ডলার আয় করতে পারবেন। ফলাফল শূণ্য – আপনাকে টাকা বিনিয়োগ করতে হবে, Risky investment (কখনোই করবেন না)।

একটা সাইট আছে emoneyspace নামে, এখানে এইসব সাইটের র‍্যাংকিং দেখানো হয়। প্রথম দিকে যারা আছে, বুঝবেন তারা টাকা দিচ্ছে, পরের দিকের গুলো বিলুপ্তির পথে আছে। এখন প্রথমদিকে Neobux আছে। এগুলোতে টাকা দিলে ঠকবেন ৯৯% ক্ষেত্রে। তবে পরীক্ষামূলকভাবে যদি শুধু ক্লিক করে যদি দেখতে চান, দেখতে পারেন Norclix- Norclix দুইয়ে আছে, ২ মাসে এক ডলার আয় করতে পারবেন(0.005$ এর এডগুলো ক্লিক করবেন)।

সতর্কতাঃ এখানে টাকা ইনভেস্ট করবেন না, কখনোই না।

Leave a Reply

You missed

এই সাইটের কোন লেখা কপি করা সম্পুর্ন নিষেধ