Internet শব্দ টা এই দশক এ শোনে নি এমন লোক খুঁজে পাওয়া যাবে কিনা সন্দেহ। Internet আমাদের সাথে এমন ভাবে জড়িয়ে গেছে যে আমরা এখন বুঝতেই পারি নাহ আমাদের প্রাত্যহিক জীবনে ইন্টারনেট আমরা কি কি কাজ এ ব্যবহার করি। এই ইন্টারনেট এর স্পিড অনেক গুরুত্বপূর্ন একটা বিষয়। আমরা অনেকেই এটা কে গুরুত্ব দেই নাহ।
আমরা অনেকেই যখন wifi বা ব্রডব্যান্ড লাইন নিয়ে থাকি তখন Internet প্রোভাইডার দের চমকপ্রদ প্যাকেজ গুলো দেখে নিয়ে ফেলি। 5 Mbps, 10 Mbps এর ইন্টারনেট লাইন নিয়ে থাকি। কিন্তু কখনো ভেবেছেন কি আপনি কি আসলেই 5 Mbps এর লাইন এ ৫ এম বি এর স্পিড পাচ্ছেন। Online Income Tips
আরও জানুন
১। ডিজিটাল মার্কেটিং কি? মার্কেটিং কৌশল এর খুঁটিনাটি
২। কিভাবে পেপাল বাংলাদেশে ব্যবহার করবেন ও টাকা তুলবেন?
৩। ফ্রিল্যান্সিং শিখতে চাই, কিভাবে শুরু করব ও কি কি লাগে?
৪। Modern app ltd app এর সেরা অ্যাপস ২০২১
৫। ১৯২.১৬৮.০.১ কি? এটি কি কাজ এ ব্যবহৃত হয়
আজকে আমরা আসলে এই বিষয় টা নিয়েই কথা বলবো
Table of Contents
কিভাবে আপনার Internet স্পিড পরিমাপ করবেন?
ইন্টারনেট লাইন বা ওয়াইফাই/ ব্রডব্যান্ড লাইনের প্রকৃত ডাউনলোড স্পিড
আসুন আজ শিখি নরমাল ইন্টারনেট স্পিড কিভাবে পরিমাপ করতে হয়?
আসুন এখন আমরা ফাস্ট এন্ড Oakla এর স্পিড টা নিয়ে একটু ব্রেকডাউন করি।
আমরা এবার স্পিড এর মাত্রা দেখব লাইন ভেদেঃ
কিভাবে আপনার ইন্টারনেট স্পিড পরিমাপ করবেন?
আসলে আমরা যখন লাইন নিয়ে থাকি তখন তারা তো আমাদের বলে এটা অত এম বি এর লাইন। অনেক ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার (ISP) আমাদের ফাস্ট.কম বা অকলা স্পিড টেস্ট সফটওয়্যার এর সাহায্যে স্পিড ৫ এমবি বা ১০ এমবি দেখিয়ে চলে যায়।
আসলেই কি সেটা আমাদের ৫ এমবি লাইনের স্পিড? মোটেই নাহ ফাস্ট এ যে স্পিড দেখায় সেগুলো আসলে আমাদের মূল লাইনের স্পিডের একটা অংশ।
একটা লাইন আপনি যখন নিবেন তখন অনেক জায়গায় দেখবেন লেখা থাকবে প্যাকেজ এ BDIX স্পিড বা FTP স্পিড, ইউটিউব বা স্ট্রিমিং স্পিড, Internet বা ব্রাউজিং স্পিড, ডাউনলোড স্পিড এইগুলো উল্লেখ করা থাকে।
ফাস্ট বা ওকলা তে আপনারা যে স্পিড দেখেন সেটা আসলে মূলত স্ট্রিমিং বা ইউটিউব স্পিড টা দেখায়। তাই এই স্পিড এর সাথে আসলে আমাদের মেইন Internet স্পিড এর কোন মিল পাওয়া যায় নাহ। স্ট্রিমিং স্পিড সবসময় একটু বেশি ই থাকে। এটা আসলে আইএসপি গণ নিয়ন্ত্রণ করতে পারে। BDIX বা FTP স্পিড টা মূলত হলো আমাদের আইএসপি এর মুভি ডাউনলোড বা FTP সার্ভার গুলো থেকে মুভি ডাউনলোড, স্ট্রিম বা লাইভ টিভি দেখার স্পিড, এটার জন্য আইএসপি থেকে মুভি নামালে আমরা অনেক হাই স্পিড এ মুভি নামাতে পারি।
Internet লাইন বা ওয়াইফাই/ ব্রডব্যান্ড লাইনের প্রকৃত ডাউনলোড স্পিড
আপনি লাইন নেবার পরে ফাস্ট এ তো ৫ এমবি শো করে থাকে বাট আপনি অবাক হয়ে যান যখন আপনি কোন ফাইল ডাউনলোড দেন তখন সেটা ২৩০ কেবি/সেকেন্ড স্পিড এ ডাউনলোড হয়। আপনি ভাবেন কি ব্যাপার এত এমবি এর লাইন নিলাম আর এত কম স্পিড এ ডাউনলোড হয়।
আসলে এটার একটা কারণ বা ব্যাখ্যা আছে অনেক ISP এটা বলে অনেকেই বলে নাহ।
আসুন আজ শিখি নরমাল Internet স্পিড কিভাবে পরিমাপ করতে হয়?
নরমাল ইন্টারনেট বলতে বুঝায় যেটা আসলে আমরা সব থেকে বেশি ব্যবহার করি গুগল ব্রাউজিং নরমাল যেকোন সাইট থেকে ডাউনলোড করার জন্য যে স্পিড টা আমরা পাই।
আমরা সবাই লাইন নেবার সময় যে ভুল টা করি সেটা হলো আমরা Mbps আর MBps এর মধ্যকার পার্থক্য টা জানি নাহ। সবাই দুইটাকে এক ই জিনিস ভেবে থাকি। এইটার জন্য ই আসলে আমাদের ভুল টা হয় আমরা ভেবে ফেলি ৫ এমবি এর লাইন নিলে প্রতি সেকেন্ড এ ৫ এমবি ডাউনলোড হবে।
আসলে এমন টা নাহ প্রতি ১ Mbps এ আপনি ডাউনলোড স্পিড ১২৮ কেবি/সেকেন্ড পাবেন। এখন আপনার লাইন যদি ৫ Mbps এর হয় তাহলে আপনি সব মিলিয়ে সর্বোচ্চ ডাউনলোড স্পিড পাবেন ১২৮*৫=৬৪০ কেবি/সেকেন্ড। সেখানে ১০ এমবি এর লাইন হলে ১.২ এমবি/সেকেন্ড স্পিড পাবেন।
আসুন এখন আমরা ফাস্ট এন্ড Oakla এর স্পিড টা নিয়ে একটু ব্রেকডাউন করি।
কিভাবে আপনার Internet স্পিড পরিমাপ করবেন?
এরা আসলে ৪ ভাগে আমাদের স্পিড টাকে ভাগ করে থাকেঃ
১. ডাউনলোড
২. আপলোড
৩. কানেকশন
৪. পিং
১. ডাউনলোড: এই স্পিড টাতে আসলে দেখানো হয় প্রতি সেকেন্ড এ আমরা কত বিট ডাউনলোড করতে পারি।
২. আপলোড: এখানে আসলে আমরা কোন ফাইল যখন কোথাও আপলোড করি সেই বিট আপলোড স্পিড টা দেখায়।
৩. কানেকশন: আমাদের লাইন প্রতি সেকেন্ড এ কয়টা কানেকশন করতে সক্ষম সেটা শো করে এখানে।
৪. পিং: এটা কে আসলে ইন্টারনেট সার্ভার এর লেটেন্সি বলা হয়। মানে আপনি একটা কমান্ড দেবার পরে সেটা কত সময় লেট করে সেটা বুঝিয়ে থাকে।
অনেক ক্ষেত্রে এই স্পিড নির্ভর করে কাস্টমার কিরকম লাইন ব্যবহার করে থাকে তার উপরে। অনেকে অপটিক্যাল ফাইবার ব্যবহার করে আবার অনেকে cat 5 ক্যাবল তার এর লাইন ব্যবহার করে। ক্যাবল এর তুলনায় অপটিক্যাল ফাইবার এর লাইন এর স্পিড বেশি ও পিং কম হয়ে থাকে। এবং পিক আওয়ার এ স্পিড আমার বর্ণিত লেভেল এর উপর নিচে হতে পারে সার্ভিস ভেদে।
আমরা এবার স্পিড এর মাত্রা দেখব লাইন ভেদেঃ
ISDN: 64 Kbit/s
DSL / broadband 1000 to 16000: 1024 to 16384 Kbit/s
VDSL: max. 50 Mbit/s or 100 Mbit/s
Cable: max. up to 500 Mbit/s
Fibre: max. up to 1 Gbit/s
In the mobile sector:
GPRS: max. 55 Kbit/s
EDGE: max. 220 Kbit/s
3G: max 384 Kbit/s
HSPA: max. 7.2 or 14 Mbit/s
HSPA+: 42 Mbit/s
4G: max. 50 or 100 or 500 Mbit/s
Source: Speed.io
মুটামুটি এই ছিল ইন্টারনেট স্পিড এর ইতিকথা। আমার খুব ই সল্প জ্ঞান এ লেখা এই পোস্ট তাই ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং ভুল টা ধরিয়ে দিবেন। ধন্যবাদ
Comments (No)