আসসালামু আলাইকুম,
সবাইকে স্বাগতম জানাই আজকের এ ভিডিও টিউটোরিয়ালে । আজকে আমরা এ টিউটোরিয়ালের মাধ্যমে শিখব “কিভাবে Facebook Account খুলতে হয়” । প্রথমে বলি, যারা ইন্টারনেটে একেবারে নতুন মূলত তাদের জন্য এই টিউটোরিয়ালটি ।
প্রয়োজনীয় উপকরণ: Facebook Account খোলার জন্য একটি Email Account অথবা Phone number থাকতে হবে । “কিভাবে Email Account খুলতে হয়” এই বিষয়ে আমাদের একটি পোষ্ট রয়েছে । প্রয়োজন হলে এখানে ক্লিক করে পোষ্টটি দেখে নিতে পারেন ।
খোলার নিয়ম: Facebook Account খোলার জন্য প্রথমে যেতে হবে facebook এর সাইটে | facebook এর সাইটে যাওয়ার পর sign up ফরম পূরণ করে Facebook Account খুলতে হবে ।
তাহলে চলুন “কিভাবে Facebook Account খুলতে হয়” তা ভিডিও এর মাধ্যমে দেখেনি ।
Comments (No)