সোনু সুদের মোট সম্পদের পরিমাণ ১৩০ কোটি টাকা।বর্তমানে তার বার্ষিক আয় ১২ কোটি টাকা। বলিউডের প্রতিটি ছবিতে অভিনয় করার দরুন তিনি পারিশ্রমিক নেন ২ কোটি টাকা করে।
যদিও তার বিপুল পরিমাণ বার্ষিক আয়ের আলাদা বেশ কিছু উৎস আছে বলে জানা যায়। বলিউডের পাশাপাশি তামিল, তেলেগু, কন্নড় এবং পাঞ্জাবি ছবিতে অভিনয় করেন সোনু। অভিনয়ের পাশাপাশি বিজ্ঞাপন থেকেও তিনি প্রচুর অর্থ উপার্জন করেন।
অভিনয় করার পাশাপাশি একটি প্রোডাকশন হাউসেরও পরিচালনা করেন সোনু সুদ। ২০১৬ সালে তিনি ১ কোটি ৭০ লাখ টাকা খরচ করে ‘শক্তি সাগর’ নামের একটি প্রোডাকশন হাউস খুলেছিলেন।
মুম্বইয়ের আন্ধেরিতে ২৬০০ বর্গফুটের একটি ফ্ল্যাট রয়েছে সোনু সুদের নামে। ৪ টি বেডরুমসহ একটি বড় হল ঘর রয়েছে সেই ফ্ল্যাটে। সেখানেই নিজের স্ত্রী এবং দুই সন্তানকে নিয়ে থাকেন সোনু।
সোনুর সেই বিলাসবহুল ফ্ল্যাটের মূল্য ২০ কোটি টাকা। এছাড়াও অবশ্য পাঞ্জাবের মোগায় সোনুর পুরনো একটি বাংলো আছে। সেই বাংলোটিকে নতুনভাবে সাজিয়ে নিয়েছেন তিনি। বাড়ির পাশাপাশি সোনুর গাড়ির সম্ভারও আকর্ষণীয়। সোনুর গ্যারেজে রয়েছে একাধিক নামী দামী মডেলের গাড়ি। তবে এত প্রভূত সম্পত্তির মালিক হয়েও তিনি অত্যন্ত সাধারণ জীবন-যাপন করেন।
এত প্রভূত সম্পত্তির মালিক হলেও সোনু সুদ বরাবর মাটির মানুষ। তিনি অতি সহজেই তাই সকলের সাথে মিশে যেতে পারেন। পরিযায়ী শ্রমিক থেকে শুরু করে করোনাদুর্গতদের পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন সোনু সুদ। যখন যেখান থেকে ডাক পড়েছে, সোনু সুদ তার টিম নিয়ে খাবার, জল, অক্সিজেন, ওষুধ-পত্র, অ্যাম্বুলেন্স নিয়ে পৌঁছে গিয়েছেন।
আটিকেলটি :ichorepaka.in.com থেকে নেওয়া হয়েছে
Comments (No)