বলিউড তারকা আমির খান সম্প্রতি ভারতের মুম্বাইয়ের বান্দ্রার পালি হিল এলাকায় যে অ্যাপার্টমেন্ট কিনেছেন সেটির দাম প্রায় ৫০ কোটি টাকা।
বহুতলা ভবনের ১৮ তলার নতুন এই অ্যাপার্টমেন্ট ছাড়াও এই অভিনেতার আরও একটি অ্যাপার্টমেন্ট আছে। সেটি মুম্বাইয়ের বান্দ্রা এলাকায়। ‘ফ্রিদা অ্যাপার্টমেন্টস’ নামের সেই বাড়িতেই স্ত্রী কিরণ রাও আর ছেলে আজাদকে নিয়ে থাকেন আমির।
৫ হাজার বর্গফুট জায়গার ওপর সেই অ্যাপার্টমেন্টটি। আধুনিক এশীয় ও ইউরোপীয় শিল্পের আদলে এটির ঘরসজ্জা করা হয়েছে প্রায় ছয় মাস ধরে। দেয়ালে আঁকা নানা ছবি আর কারুকার্য। এক ঘরে রয়েছে আলাদা হোম থিয়েটার। সেই বাড়ির বারান্দায় দাঁড়ালে দেখা যায় পুরো মুম্বাই শহরের চিত্র।
এদিকে, ২০২১ সালের হিসাব অনুযায়ী এই অভিনেতার মোট সম্পদের পরিমাণ ১ হাজার ৭৮০ কোটি রুপি। যা বাংলাদেশি মুদ্রায় বর্তমানে ২ হাজার ৬১ কোটি টাকার সমান। প্রতি সিনেমায় অভিনয়, প্রযোজনা ও অন্যান্য চুক্তি থেকে অন্তত ১০০ কোটি টাকা আয় করে থাকেন আমির খান। সিনেমা, বিজ্ঞাপন, ব্যবসা, প্রযোজনা সংস্থা, নানা চুক্তি আর অ্যান্ডোর্সমেন্ট থেকেও অর্থ আয় করেন তিনি। সব মিলিয়ে তার বাৎসরিক আয় প্রায় ৩৫০ কোটি টাকা।
সর্বশেষ ‘লাল সিংহ চড্ডা’র শুটিং করছিলেন আমির খান। কিন্তু লকডাউনের কারণে পিছিয়ে যায় সিনেমাটির কাজ। এর মাঝেই আবার দ্বিতীয় সন্তানের জন্ম দিয়েছেন সিনেমায় অভিনেত্রী কারিনা কাপুর। তিনি সুস্থ হলেই মে বা জুন মাসে কার্গিলে সিনেমাটির বাকি অংশের শুটিং হবে। এতে আমিরের সঙ্গে একটি বিশেষ চরিত্রে থাকবেন বলিউড বাদশা শাহরুখ খান। দীর্ঘ ক্যারিয়ারে এই প্রথম একসঙ্গে দেখা যাবে বলিউডের জনপ্রিয় এই দুই তারকাকে।
আটিকেলটি : যুগান্তর থেকে নেওয়া হয়েছে
Comments (No)