Jan 08, 2017
এস ই ও নিয়ে আমার কিছু কথা
এস ই ও বা সাসর্ ইঞ্জিন অপটিমাইজেসন নিয়ে আগেও অনেক আলোচনা হয়েছে।আমি আজকে অনপেজ এস ই ও নিয়ে আমার অভিগ্যতা থেকে কিছু কথা বলব। একটি ওয়েবসাইট বা ব্লগের জন্য এস ই ও এর কথা বললে প্রথমেই আসে অনপেজ এস ই ও। অনপেজ এস ই ও শুরু করা উচিত ওয়েব ডিজাইন থেকে। আমি আমার ওয়েব সাইট ওয়াডপ্রেস দিয়ে তৈরি করেছি এবং থিমটি আমি নিজে তৈরি করেছি। তাই বলব থিম নিবার্চন থেকে শুরু করা উচিৎ।
ব্রেডক্রাম ব্যবহার করুনঃ আমি আবারও বলছি আমি যেহেতু ওয়াডপ্রেস এস ই ও নিয়ে বেশি সময় ব্যায় করি তাই ওয়াডপ্রেস বেস করে লিখব। কিন্তুু সব ধরনের ওয়েবসাইটের এস ই ও মূলত একই। কাজের কথাই আশা যাক।
শুরুতেই লিংকের গঠন কেমন হবেঃ ব্লগ বা ওয়েবসাইট তৈরির শুরুতেই লিংকের গঠন ঠিক করুন। কারন সবসময় মনে রাখবেন আপনি পোষ্টের বা সাইটের এস ই ও করছেন না এস ই ও করছেন লিংকের। তাই লিংক পরবর্তিতে আর পরিবতর্ন না করা ভালো। কারন পরে লিংক পরিবতর্ন করলে পূর্বের সকল এস ই ও এবং ভিজিটর নষ্ট হয়ে যাবে।
কিওয়াড রিসার্চ করুনঃ পোষ্ট লেখার আগে গুগল কিওয়াড রিসার্চ টুলস বা মারকেট সামুরাই ব্যবহার করে একটি মাঝারি মানের কিওয়াড নিবার্চন করুন। মাঝারি মান বলতে কম্পিটিশন কিছুটা কম কিন্তুু সাসর্ পজিশন ভালো।
Leave a Reply
You must be logged in to post a comment.
Comments (No)