বাজারে ভাঁজযোগ্য (ফোল্ডেবল) পর্দার স্মার্টফোন বাজারে আনতে রীতিমতো ঝাঁপিয়ে পড়েছে বড় প্রতিষ্ঠানগুলো। স্যামসাং ও হুয়াওয়ের পর এবার Foldable phone এ আগ্রহ দেখিয়েছে অ্যাপল। আইফোনের ফোল্ডেবল ভার্সন আনার পরিকল্পনা নিয়ে যথেষ্ট মাথা খাটাচ্ছে অ্যাপল। অন্তত আমেরিকায় পেটেন্টের জন্য করা অ্যাপল’র আরেকটি আবেদন থেকে সে ধারণাই করা হচ্ছে। পেটেন্ট নকশায় ডিভাইসটিতে উদ্ভাবনী কব্জার ইঙ্গিত পাওয়া গেছে।
ফোল্ডেবল আইফোন আনার নানা গুজব শোনা গেছে, তবে এবারের খবরটি বেশ জোরালো। সুপরিচিত বিশ্লেষক মিং-ছি কুও এর বরাত দিয়ে জানা গেছে, ২০২৩ সালে ৮ ইঞ্চির ফোল্ডেবল আইফোন আনার পরিকল্পনা করেছে Apple। এ বিষয়ে পাওয়া নথি থেকে জানা গেছে, প্রথম বছরেই দেড় থেকে দুই কোটি ইউনিট ফোল্ডেবল আইফোন বিক্রি করার লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে প্রযুক্তি জায়ান্টটি।
গত মার্চেই ফোল্ডেবল আইফোনের সম্ভাব্যতা প্রকাশ পেয়েছে, তবে তার সর্বশেষ রিপোর্টে সরবরাহকারীদের বিস্তারিত তথ্য রয়েছে বলে জানিয়েছে কুও। ওয়াই-অক্টা প্রযুক্তির থেকে এগিয়ে থাকতে ফোল্ডেবল আইফোনে টিপিকের সরবরাহকৃত সিলভার ন্যানোওয়ার টাচ প্রযুক্তি ব্যবহার করবে অ্যাপল বলে নিউজ প্রকাশ করেছে নিউজ পোর্টাল যুগান্তর।
কুও ধারণা করছেন, চলতি বছরের শেষ নাগাদ কিংবা ২০২২ সালের প্রথমদিকে অপো, ভিভো, শাওমি এবং অনার নতুন ফোল্ডেবল ফোন বাজারে আনবে। যদি কম্পোনেন্ট ঘাটতি কমে যায় তাহলে ২০২২ সাল নাগাদ ১৭ মিলিয়ন ইউনিট ফোন বাজারে সরবরাহ হবে।
আপনি যদি আজ থেকেই অনলাইনে ইনকাম করতে চান তাহলে এখনি সহজ এফিলিয়েটে জয়েন করুন।
Comments (No)