এড দেখে টাকা ইনকাম করার সেরা ৯ ওয়েবসাইট / এপস 2023 আমি বা আপনি, আমাদের প্রায় অনেক সময় ইন্টারনেট ব্যবহার করার মধ্যে নষ্ট হয়ে যায়। আমরা ইন্টারনেট ব্যবহার করে গেম খেলি, ভিডিও দেখি বা সোশ্যাল মিডিয়া সাইট গুলোতে ব্যস্ত থাকি।
তবে, যদি এই ইন্টারনেট এর মাধ্যমে কিছুটা টাকা পার্ট-টাইম ইনকাম করা যায়, তাহলে এই সুযোগ কে ছাড়বে।
হে, যা আমি ওপরে বললাম, ইন্টারনেটে এমন কিছু ওয়েবসাইট রয়েছে যেগুলোতে গিয়ে আপনি অনলাইনে বিজ্ঞাপন দেখার বিনিময়ে টাকা পাবেন।
তাছাড়া, অনলাইনে এড দেখার কাজটি তেমন কোনো কষ্টের কাজ নয়।
তাই, যদি ইন্টারনেটের ব্যবহার করে কিছুটা টাকা ইনকাম করা যাচ্ছেই তাহলে ক্ষতি কিসের।
নিচে ৯ টি এমন ওয়েবসাইট এর বিষয়ে আমি বলে দিচ্ছি যেগুলোর মাধ্যমে জেকেও অনলাইনে বিজ্ঞাপন দেখে টাকা আয় করতে পারবেন।
Best websites to earn money by watching ads online
নিচে দেওয়া ওয়েবসাইট গুলো আপনি খালি সময়ে নিজের মোবাইল থেকেও ব্যবহার করে মোবাইল থেকেই বিজ্ঞাপন দেখে part-time income করতে পারবেন।
নিচে দেওয়া ওয়েবসাইট গুলো আপনি ফ্রীতে জয়েন করতে পারবেন।
এবং, প্রায় অনেক ওয়েবসাইট রয়েছে যেগুলো আপনাকে কেবল signup / registration করার বিনিময়ে কিছু bonus income দিয়ে দিবে।
১. Swagbucks.com
ভিডিও অ্যাড দেখে টাকা ইনকাম করার অনেক জনপ্রিয় ওয়েবসাইট হলো Swagbucks.com.
ওয়েবসাইটে গিয়ে সরাসরি একটি একাউন্ট তৈরি করে নিতে হবে আপনার।
এবার, একাউন্ট তৈরি করার পর আপনি নিজের video playlist এর মধ্যে গিয়ে SB points সংগ্রহ করতে পারবেন।
বিজ্ঞাপন দেখা ছাড়াও আপনারা এই ওয়েবসাইটে অন্যান্য বিভিন্ন মাধ্যমে আয় করতে পারবেন।
যেমন, গেম খেলে, ইন্টারনেট সার্চ করে, অনলাইন শপিং করে ইত্যাদি।
এছাড়া, বিভিন্ন survey গুলোর উত্তর দিয়েও আপনারা এখানে ইনকাম করতে পারবেন।
যায় করা SB points গুলোকে PayPal, Amazon coupon, Freecharge ইত্যাদি মাধ্যমে redeem করতে পারবেন।
তাছাড়া কিছু কিছু ক্ষেত্রে নতুন user registration এর ক্ষেত্রে দেওয়া হচ্ছে $5 এর bonus.
২. Inboxdollars.com
এখানেও আপনারা ভিডিও এড দেখার বিনিময়ে রিওয়ার্ড ইনকাম করতে পারবেন।
এছাড়াও, বিভিন্ন নতুন নতুন survey গুলোতে অংশ গ্রহণ করে এবং shopping & cash offers এর মাধ্যমে ইনকাম করতে পারবেন।
ওয়েবসাইটে ভিসিট করার সাথে সাথেই আপনারা signup box দেখতে পাবেন যেখানে $5BONUS এর বিষয়টির উল্লেখ রয়েছে।
এই ওয়েবসাইটে বিজ্ঞাপন দেখার বিনিময়ে আপনাকে কোনো ধরণের points দেওয়া হবেনা।
মানে, সোজা cash এর মাধ্যমে আপনাদের income গুলো দেখানো হবে।
এমনিতে, অনলাইনে ওয়েবসাইট থেকে টাকা আয় করার ক্ষেত্রে “Inboxdollars.com” অনেক জনপ্রিয় একটি ওয়েবসাইট।
কেননা, এখানে আপনারা নানা মাধ্যমে online earnings করতে পারবেন।
ইমেইল পড়ার বিনিময়ে, গেম খেলার বিনিময়ে এবং বিভিন্ন অফার গুলোকে সম্পূর্ণ করার বিনিময়েও আপনারা ইনকাম করতে পারবেন।
প্রত্যেকটি অনলাইন সার্ভে গুলো করে আপনারা $0.50 থেকে $5 পর্যন্ত ইনকাম করতে পারবেন।
তাছাড়া, 3 minutes থেকে 25 minutes এর মধ্যেই আপনার সার্ভে গুলো সম্পূর্ণ হয়ে যাবে।
যদি ভিডিও বিজ্ঞাপন দেখে ইনকাম করার কথা বলি তাহলে,
Videos এবং TV content গুলো দেখার জন্যে আপনি আপনার computer বা laptop দুটোই ব্যবহার করতে পারবেন।
প্রত্যেক দিন নতুন নতুন video ads গুলো এখানে যোগ বা আপডেট করা হয়।
আপনি প্রত্যেক দিন প্রায় ৩০ টি video দেখতে পারবেন।
Payment: আপনি প্রত্যেকটি ভিডিও দেখার বিনিময়ে 5-25 cents ইনকাম করতে পারবেন। এমনিতে কিছু কিছু ভিডিও দেখার বিনিময়ে $25 পর্যন্ত ইনকাম করার সম্ভাবনা থাকে।
নিজের আয় করা টাকা check, PayPal বা electronic gift cards এর মাধ্যমে redeem করতে পারবেন।
তাছাড়া, টাকা redeem করার জন্যে মিনিমাম $30 হওয়াটা জরুরি।
৩. Neobux.com
যখন কথা আসছে best websites to earn money by viewing advertisements নিয়ে,
তখন Neobux.com এর কথা অবশই বলতে হবে।
Advertisements দেখার বিনিময়ে এই ওয়েবসাইট থেকে সহজেই ইনকাম করতে পারবেন।
ওয়েবসাইটটি প্রায় ১০ বছর থেকেও পুরোনো এবং অনেকেই এই ওয়েবসাইট ব্যবহার করছেন।
বিজ্ঞাপন ছাড়াও বিভিন্ন অফার গুলো সম্পূর্ণ করে, গেম খেলে, রেফার করে এবং মার্কেটিং সার্ভে গুলোতে অংশ গ্রহণ করে অনলাইনে টাকা আয় করতে পারবেন।
আবার সময়ে সময়ে কিছু ad prize গুলো দিয়ে দেওয়া হয় ওয়েবসাইট এর দ্বারা।
প্রত্যেক দিন কেবল ১ ঘন্টা করে সময় দিলেই হলো, আপনি কিছুটা হলেও online extra income এই website থেকে করে নিতে পারবেন।
তাই, একবার account তৈরি করে দেখেই নিন।
আয় করা টাকা আপনারা paper cheque, bank transfer এবং PayPal এর মাধ্যমে redeem করতে পারবেন।
৪. ySense.com
ySense.com অনেক জনপ্রিয় একটি ওয়েবসাইট যেটা ব্যবহার করে অনেকেই ইন্টারনেট থেকে ইনকাম করছেন।
হে, অধিক না হলেও কিছুটা টাকা এই ওয়েবসাইট থেকে ইনকাম অবশই করতে পারবেন।
বিভিন্ন paid offers গুলো রয়েছে যেগুলোর মধ্যে কিছু হলো, নতুন services টেস্ট করা, watching videos এবং Signing up for websites.
এই ওয়েবসাইট টিতে referrals এর মাধ্যমে ইনকাম করার একটি ভালো সুযোগ রয়েছে।
আপনি নিজের referral code বা link এর মাধ্যমে অন্যান্য লোকেদের এই ওয়েবসাইটে রেজিস্টার করিয়ে তাদের ইনকামের ৩০% কমিশন পেতে পারবেন।
এছাড়া, নিয়মিত বিভিন্ন Paid Surveys গুলোতে অংশ গ্রহণ করে এখানে থেকে ইনকাম হবে।
৫. Paidverts.com
এটা হলো মূলত একটি PTC (paid to click) ওয়েবসাইট। মানে, বিভিন্ন বিজ্ঞাপন গুলোতে ক্লিক করে টাকা ইনকাম করা যাবে।
ওয়েবসাইটে গিয়ে একটি একাউন্ট তৈরি করুন, বিজ্ঞাপনে ক্লিক করুন এবং ইনকাম করুন।
এতটাই সোজা এই ওয়েবসাইটের মাধ্যমে ইনকাম করাটা।
প্রত্যেক দিন আপনার account এর মধ্যে নতুন নতুন paid ads গুলো পাঠানো হবে।
আপনাকে কেবল সেই ads গুলোতে গিয়ে কমেও ৩০ সেকেন্ড সেই বিজ্ঞাপন পেজে থাকতে হবে।
বাস, এতেই আপনার instant cash payment গুলো unlock হয়ে যাবে।
আপনি যত বেশি ads গুলোতে ক্লিক করবেন বা ads page visit করবেন ততটাই বেশি ইনকাম করতে পারবেন।
Bonus Ad Points এর মাধ্যমে ভালো ভালো high paying ads গুলো পাওয়ার সুযোগ থাকছে।
৬. Vindale.com
এটাও একটি ভালো ওয়েবসাইট যখন কথা আসছে অনলাইনে বিজ্ঞাপনের মাধ্যমে টাকা ইনকাম করার।
এই ওয়েবসাইটটি মূলত একটি online paid survey website যেখানে watch ads, take surveys, read emails এবং invite friends এই উপায় গুলো ব্যবহার করে ইনকাম করা যাবে।
Vindale account তৈরি করার পর টাকা ইনকাম করার জন্যে, সোজা নিজের survey page এর মধ্যে থাকা “videos” ট্যাব এর মধ্যে ক্লিক করুন।
এখানে প্রত্যেকটি paid survey গুলোর বিনিময়ে আপনারা প্রায় $50 পর্যন্ত ইনকাম করার সম্ভাবনা রয়েছে।
Vindale.com থেকে আয় করা টাকা আপনারা PayPal এর মাধ্যমে redeem করতে পারবেন।
তবে মনে রাখবেন, টাকা তোলার জন্যে আপনার একাউন্টে কমেও $50 ইনকাম থাকতেই হবে।
৭. Paisaad.com
আপনি কি অনলাইনে ভিডিও দেখে টাকা আয় করতে চাচ্ছেন ? যদি হে, তাহলে Paisaad.com ওয়েবসাইটটি একবার হলেও ব্যবহার করে দেখুন।
এখানে আপনারা advertisement video content গুলো দেখে টাকা আয় করতে পারবেন।
কেবল ভিডিও দেখলেই আবার কাজ চলবেনা, আপনাকে ভিডিও দেখে সেই ভিডিওতে থাকা product / service এর ওপরে rating অবশই দিয়ে দিতে হবে।
এর পর, আপনি যেই ভিডিওটি দেখেছেন সেটার বিনিময়ে টাকা আপনার wallet account এর মধ্যে credit করে দেওয়া হবে।
আপনার আয় করা টাকা প্রত্যেক মাসের ১০ তারিখে পাঠিয়ে দেওয়া হবে আপনার digital wallet বা bank account এর মধ্যে।
প্রত্যেক 10-20 সেকেন্ডের small videos গুলো দেখার বিনিময়ে আপনাকে দেওয়া হবে 10 points করে।
এভাবেই 20-40sec এর ভিডিওতে পাবেন 20 points করে এবং 40-60sec এর ভিডিও গুলোতে পাবেন 30 points করে।
শেষে, 2 মিনিট বা তার থেকে অধিক বড় ভিডিও গুলোর জন্যে আপনাকে দেওয়া হবে 50 points করে।
৮. Slidejoy – Lockscreen Cash Rewards (app)
Slidejoy কোনো ওয়েবসাইট না। এটা হলো এমন এক android application যেটা ব্যবহার করে আপনি income করতে পারবেন।
এই app ব্যবহার করলে আপনি আপনার মোবাইলের lockscreen এর মাধ্যমে রিওয়ার্ড টাকা আয় করতে পারবেন।
Application টি মোবাইলে ইনষ্টল করার পর, আপনার মোবাইলের lockscreen এর মধ্যে কিছু news এবং personalized ads দেখানো হবে।
এক্ষেত্রে, আপনার হাতে করার কিছুই থাকছেনা। আপনি সাধারণ ভাবে নিজের মোবাইল ব্যবহার করতে পারবেন।
দেখানো বিজ্ঞাপন এবং নিউজ গুলোর বিপরীতে আপনাকে কিছু cash rewards বা gift cards দিয়ে দেওয়া হবে।
৯. irazoo.com
এই ওয়েবসাইটের মাধমেও আপনারা reward points earn করতে পারবেন যেগুলোকে পরে অবশই redeem করা যাবে।
এখানেও, বিভিন্ন মাধ্যমে টাকা ইনকাম করা সম্ভব।
যেমন,
- Watching Videos Online
- Paid Survey
- Play Online Games
- Complete Offers
আপনাকে আপনার আয় করা টাকা প্রত্যেক সপ্তাহে সপ্তাহে পাঠানো হবে।
Product trials, email submits, magazine registrations ইত্যাদি বিভিন্ন offers গুলোকে সম্পূর্ণ করেও রিওয়ার্ড পেতে পারবেন।
PayPal এর মাধ্যমে আপনি আপনার আয় করা রিওয়ার্ড পয়েন্ট গুলোকে redeem করতে পারবেন।
কম্পিউটার / মোবাইলে এড দেখে ইনকাম করাটা কতটা লাভজনক ?
দেখুন, সত্যি কথা বললে এই ওয়েবসাইট গুলোর মাধ্যমে কিছুটা ইনকাম করতে পারবেন।
তবে, আপনি যদি অধিক টাকা আয় করার কথা ভাবছেন তাহলে সেটা ভেবে লাভ নেই।
এই ধরণের ওয়েবসাইট গুলো আপনার থেকে অধিক বেশি সময় নিয়ে নিবে এবং তার বিনিময়ে কেবল সামান্য পরিমানের টাকা আপনাকে দিবে।
আমি নিজেও এই ওয়েবসাইট গুলো ব্যবহার করে দেখিনি।
তবে, ইন্টারনেটে থাকা বিভিন্ন review এবং comment গুলো পড়ে এই সেরা ওয়েবসাইট গুলোর বিষয়ে আমি বলেছি।
আপনার কাছে যদি অনেক খালি সময় রয়েছে এবং আপনি যদি সামান্য কিছু টাকা অনলাইনে আয় করে দেখতে চাচ্ছেন,
তাহলে, ওয়েবসাইট গুলোতে একাউন্ট তৈরি করে দেখতে পারেন।
এছাড়া, serious online income এর ক্ষেত্রে এই ধরণের ওয়েবসাইট গুলো কোনো কাজের না।
এক্ষেত্রে আপনারা blogging বা YouTube channel তৈরি করে ইনকাম করার পরামর্শ আমি দিবো।
আমাদের শেষ কথা,,
তাহলে বন্ধুরা, আজকের এই আর্টিকেলে আমরা এমন কিছু ওয়েবসাইটের বিষয়ে জানলাম যেগুলোর থেকে জেকেও অ্যাড দেখে অনলাইনে টাকা আয় করতে পারবেন।
যদি আমাদের আমাদের আজকের এই আর্টিকেল best websites to earn by watching advertisements ভালো লেগে থাকে,
তাহলে অবশই আর্টিকেলটি শেয়ার করবেন।
তাছাড়া, আর্টিকেলের সাথে জড়িত কোনো ধরণের প্রশ্ন বা পরামর্শ থাকলে আমাদের কমেন্ট করে জানিয়ে দিবেন।
Comments (No)