এক্সপোর্ট-ইমপোর্ট ব্যবসা করার জন্য লাইসেন্স করার নিয়ম কি? কোথা থেকে লাইসেন্স করতে হয় ? আপনি যদি ঢাকাতে থাকেন তা হলে আপনাকে সিটি-কর্পোরেশন থেকে লাইসেন্স ফি জমা দিয়ে ট্রেড লাইসেন্স নিতে হবে…নিদিষ্ট ফি ছাড়াও আপনাকে আপনার ব্যবসার ধরণ অনুযায়ী ফি দিতে হবে যেমন আমদানি কারক এর ফি,রপ্তানি কর ফী এই ভাবে যোগ করে আপনাকে সোনালী ব্যাংকের নিদিষ্ট কয়েক টা শাখায় জমা দিতে হবে এই ব্যাপারে আপনি আপনার এলাকার সিটি-কর্পোরেশন অফিসের সাথে যোগাযোগ করতে হবে।
নতুন লাইসেন্স ফি: ২২৫০ টাকা +সাইনবোর্ড কর ৩৭৫ টাকা +নতুন বই ১০০ টাকা+সার চার্জ ৫৬৩+ব্যাংক ৫ টাকা+ আরও বাড়তে পারে ।
এই খানে আরো উল্লেখ্য যে আমদানী রপ্তানী ব্যবসা শুরু করার পূর্বে আপনাকে অবশ্যই যে কোন চেম্বারের সদস্য হতে হবে এবং লাইসেন্স পাওয়ার জন্যে চেম্বার সদস্য সার্টিফিকেট লাগবে। আপনার ভোটার আইডি কার্ডের ফটো কপি ও ২ কপি পাসপোর্ট সাইজ হাল সময়ে তোলা ফটো লাগবে।
আপনি এই বিষয় গুলো মতিঝিলে সিটি সেন্টারের বিপরীতে চা-বোর্ড অফিসে
উন্নয়ন ব্যুরো সাথে যোগাযোগ করতে হবে এবং নিদৃষ্ট ফরম পূরণ করে ব্যুরোর নিদৃষ্ট ডেক্সে ফরমের সাথে সকল কাগজের ফটো কপিসহ জমা দিতে হবে। তাহলে অল্প কিছুদিনের মাঝেই লাইসেন্স পাওয়া যাবে। এছাড়া ব্যাকের সাথেও কন্ট্রাক করে লাইসেন্স করা যায়।
আমদানী নিবন্ধন ফি ১৫,২০০ টাকা (সর্বোচ্চ ১ কোটি টাকা) প্রতি বছর দিতে হবে ১৭,৭০০
রপ্তানী নিবন্ধন ফি ৩,২০০ টাকা ……
আর আপনি যদি ইনডেন্টিং ব্যবসা করেন তা হলে
ইনডেন্টিং নিবন্ধন ফি ২৫,২০০ টাকা………
এবং এসব ফি দিতে হবে বাংলাদেশ ব্যাংক বা সোনালী ব্যাংকে এবং নিদিষ্ট চালান ফর্মে।
Comments (No)