নিউবাক্স ২৫ মার্চ ২০০৮ সালে প্রাক রেজিষ্ট্রেশনের মাধ্যমে তাদের কাজ শুরু করে। তারপর অফিসিয়ালভাবে কাজের উদ্ভোধন হয় ৩০ এপ্রিল ২০০৮ সালে। নিউবাক্স এর শুরু থেকে এখন পর্যন্ত কোনো ঝামেলা ছাড়াই তাদের কাস্টমারদের পেমেন্ট দিয়ে আসছে। বর্তমানে (neobux) এর প্রায় ৩ কোটি মেম্বার আছে। তাছাড়া প্রতিদিনই তাদের সদস্য সংখ্যা বেড়েই চলেছে।
নিউবাক্স–এ আমার যাত্রা শুরু এবং বর্তমান অবস্থা:
নিউবাক্স-এ আমার যাত্রা শুরু: ০১-০৯-২০১৫
গোল্ডেন মেম্বারশীপ অর্জন: ২৭-১০-২০১৫
গোল্ডেন প্যাক ক্রয়: ১১-১১-২০১৫
বর্তমানে Direct Referrals : ৬৩ জন।
বর্তমানে Rental Referrals : ১৪৫০
শুধুমাত্র নিউবাক্স থেকে আমার প্রতিদিনের আয় প্রায় ২২/২৩ ডলার। কিছুদিন অতিবাহিত হলে আয়ের পরিমান আরো অনেক গুণ বেড়ে যাবে বলে আমার বিশ্বাস।
নোট : প্রথম থেকে এই লিখাটি পোস্ট করা পর্যন্ত একদিনও আমি কাজ মিছ করি নাই।
আমার রেফারেল লিংক :
যারা আমার রেফারেল লিংক ব্যবহার করে কাজ করতে ইচ্ছুক আমি তাদেরকে সব রকমের ট্রেনিং দিতে প্রস্তুত আছি। আসলে এই ছোট একটি সাইট নিউবাক্স-এ জানার আছে অনেক কিছুই।নিউবাক্স এর পলিসি ভালোভাবে বুঝতে না পারলে আয় বাড়ানো খুবই কঠিন। একটি দ্রুভ সত্য কথা হলো পিটিসি সাইটে কাজ করে শতকরা ১০ জন লোক প্রতিষ্টিত হতে পারেন। বাকী ৯০% লোক পিটিসি সাইটের নিয়ম না জানার কারণে এবং দৈর্য্য শক্তির অভাবে কিছুদিন কাজ করার পর কাজ করা ছেড়ে দেন। তাইতো ইংরেজিতে একটি প্রবাদ আছে : Slow and steady wins the rise. অর্থাৎ ধীর এবং অবিচল ব্যক্তিরাই তাদের গন্তব্যে পোছবেই। যাকে ইংরেজিতে আরো পরিষ্কার করে বলা যায় : Patience is the key to success specially for PTC sites.
কিভাবে neobux এ রেজিষ্ট্রেশন করবেন?
আপনি নিচের লিংকে ক্লিক করুণ।
তাহলে neobux এর একটি পাতা বের হবে। এই পাতায় যেখানে উপরে ডান দিকেRegister লেখা দেখবেন সেখানে ক্লিক করলে new Register নামে ফরমপূরণের জন্য একটি ফরম আসবে। এটি পূরণ করে I declare to have read, understood, and accepted the Terms Of Services. এইলেখার বামে ঠিক চিহ্ন দিয়ে continue তে ক্লিক করলেই হয়ে যাবে। ব্যাস, এবারআপনার ইমেইলে neobux থেকে একটি verification code পাঠাবে। আপনিআপনার মেইলে ঢুকে verification code কপি করে পেস্ট করলে ইমেইলverification হয়ে যাবে। আর আপনি Login করে কাজ শুরু করবেন।
কিভাবে কাজ শুরু করবেন?
লগিং করার পর উপরে View Advertisements লিখায় ক্লিক করে প্রতিটি এড দেখা শুরু করবেন। এভাবে সব কয়টি এডে ক্লিক করে এড দেখবেন। বিশেষ করে হলুদ রংয়ের ৪টি (Fixed Advertisements) এডগুলোতে ক্লিক করবেন। তা না করলে আপনার রেফারেল ইনকাম পাবেন না। এডগুলো দেখার সময় কোনো কোনো কম্পিউটারে Flash না থাকলে সমস্যা হবে। এ রকম সমস্যা ধেখা দিলে Flash player টি download করে installকরে নিবেন। নিচের লিংকে ক্লিক করলেই এই flash player downloadকরতে পারবেন।
লিংক:
যাক, নিউবাক্স-এ দু’ভাবে আয় করা যায়।
১. কোনো ইনভেস্ট ছাড়া ইনকাম, এবং
২. সামান্য ডলার ইনভেস্ট – এর মাধ্যমে আয় করা।
প্রথমেই আমি ইনভেস্ট ছাড়া আয়ের ব্যাপারে আলোচনা করব।
১. আপনি একটি ফ্রি একাউন্ট খুলবেন। একাউন্ট খোলার নিয়ম।
আমার রেফারেল লিংকের উপর ক্লিক করুণ অথবা আমার রেফারেল লিংকটি কপি করে পেস্ট করে Registration করুণ। তার পর আপনার ইমেইলে প্রবেশ করে ইমেইল ভেরিফিকেশন করুণ।
আমার রেফারেল লিংক :
থেকে কিভাবে সহজে আয় করা যায় এ সম্পর্কে ভালোভাবে জানতে হলে ভিজিট করুণ:
২. Regitration করা শেষ হলে লগিং করে প্রতিটি এডে ক্লিক করুণ। এড দেখতে হলে কোনো কোন কম্পিউটারে ফ্লাস প্লেয়ার চাইবে। এটা ইস্টল করলেই এডগুলো দেখতে পারবেন। কোনো কিচূ না বঝলে আমাকে কল করবেন। আমার মোবাইল নং এখানে দেয়া আছে।
নোট : ফ্রিতে একাউন্ট খুললে আপনি হবেন একজন স্ট্যান্ডার্ড মেম্ভার (Standard Member )।
কিভাবে কাজ করবেন:
যেই সময় আপনি একাউন্ট খুলবেন এই সময় হলো আপনার লকাল টাইম (Local Time) । আপনি প্রতিদিন নিউবাক্স এর সার্ভার টাইমে (Server Time) ক্লিক করতে হবে। আমাদের দেশীয় সময় সকাল ১১ ঘটিকার সময় নিউবাক্স এর নতুন দিন শুরু হয়। এবার আপনি প্রতিদিন একাউন্টে ঢুকে এডগুলোতে ক্লিক করতে থাকুন। একদিনও যেন মিছ না হয়।বিশেষ করে হলুদ রংয়ের ৪ টি নির্ধারিত এডে (Fixed Advertisement) ক্লিক করবেন। তা না হলে আপনার রেফারেল কমিশন পাবেন না। আজকে যে এডগুলোতে কিালক করবেন তার বিনিময়ে আগামী কালকে আপনার রেফারেল কমিশন দেয়া হবে।
আয় বাড়াবেন কিভাবে :
টানা ১৫ দিন কাজ করার পর আপনি রেফারেল ঢুকানোর যো্গ্যতা অর্জন করবেন। তখন আপনার রেফারেল লিংক কপি করে তা বন্ধুদের কাছে অথবা আত্মীযদের কাছে শেয়ার করুন। তাদেরকে আপনার লিংকে ঢুকাতে থাকুন। আস্তে আস্তে আপনার আয় বেড়ে যাবে। যখন আপনার একাউন্টে ৬০০ পয়েন্ট জমা হবে তখন ৩ জন রেন্ট রেফারেল ভাড়া করবেণ। এতে আপনার আয় আরো বেড়ে যাবে। এভাবে টাকা উত্তোলন না করে রেন্ট রেফারেল বাড়াতে থাকুন যতক্ষন না আপনার রেন্ট রেফারেল ( Rental Referrals ) ৩০০ হবে। ৩০০ জন রেন্ট রেপারেল হলে ৯০ ডলার দিয়ে চাইলে আপনি গোল্ডেন মেম্ভারশীফ আর্জন করতে পারেন। তাহলে আপনার আযয়র পরিমাণ অনেক গুণ বেড়ে যাবে। রেন্টাল রেফারেল ক্লিক করলে আপনার একাউন্টে ব্যালেন্স জমা হবে। আর হ্যা, যে সকল রেন্টাল রেফারেল ৫ দিন পর্যন্ত ক্লিক না করবে তাদেরকে রিসাইকেল (Recycle ) করবেন।
কিভাবে রিসাইকেল করবেন তা জানার জন্য আমার সাথে যোগাযোঘ করতে পারেন।01795186140
পিটিসি সাইটে কাজ করে প্রতিষ্ঠিত হওয়ার বিশেষ কয়েকটি শর্তাবলী:
১. ১ দিনও মিছ না করে টানা ৬ মাস কাজ করে যান।
২. কাজ না শেখা পর্যন্ত ইনভেস্ট করবেন না।
৩. পিটিসি সাইটের নিয়মাবলী ভালোভাবে জানুন।
৪. প্রথমে কয়েকবার টাকা উত্তোলন করুণ। তার পর ভাল লাগলে কাজ করুণ অথবা চাইলে ইনভেস্ট করুণ।
৫. কখনো একই পিসি থেকে একের অধিক একাউন্ট খুলবেন না। তা হলে একাউন্ট সাসপেন্ট হয়ে যাবে।
৬. আপনার পিসি ও মডেম আর কাউকে ব্যবহার করতে দিবেন না।
প্রয়োজনে যোগাযোগ করুণ:01795186140
My blog:www.bdbetterptc. blogspot.com
My fb group: BD ONLINE INCOME WITHOUT INVESTMENT
ami tk pai nai.. akhon porjonto kaj koira… ajaira. website er ad diben.. aber bolben jomi bechben… apni kotipoti hoile… ptc er kaj koren ken…?? faltu polapain
vai sob dandabaji
Amak sikhaiyenna , ami jani golden memberrao thik moto income korte parena' . Referral ra kaj korena