আপনার কম্পিউটারের স্ক্রিনে যা দেখা যাচ্ছে ঠিক তাকেই কি ইমেজ ফাইল আকারে পেতে চান?অনেক কারনে সেটা প্রয়োজন হতে পারে।এর জন্য আলাদা কোন সফটঅয়্যারের প্রয়োজন নেই।
আপনার কিবোর্ডের Print Screen SysRq বাটনটিই যথেষ্ট।যে দৃশ্যটি আপনি ক্যাপচার করতে চান সেই দৃশটি একটিভ থাকা অবস্থায় কিবোর্ডে Print Screen SysRq বাটনে চাপ দিন।স্ক্রিনের তথ্যটি ক্লিপবোর্ডে কপি হয়ে থাকবে।যে কোন ইমেজ এডিটিং
সফটঅয়্যার
ওপেন করুন।বর্তমানে আপনার পিসিতে যদি কোন ইমেজ এডিটিং সফটঅয়্যার না থাকে তাহলে উইন্ডোজের Paint ব্যবহার করতে পারেন।এরপর সেই ইমেজ এডিটিং সফটঅয়্যারের File মেনুতে প্রবেশ করে New ক্লিক করুন।তারপর আপনার পছন্দমত Properties ঠিক করে Enter বাটনে চাপ দিন।নতুন পেজ তৈরি হলে ক্লিপবোর্ডে কপি হয়ে থাকা ফাইলটি সেখানে পেস্ট করুন এবং আপনার পছন্দমত ফাইল ফরম্যাটে সেভ করে নিন।যদি এই পদ্ধতিতে নির্দিষ্ট কোন উইন্ডোর ইমেজ পেতে চান তাহলে Print Screen SysRq বদলে Alt+Print Screen SysRq চাপ দিতে হবে।
ok