Intel প্রসেসর নিয়ে আসছে Samsung Galaxy Tab 3

ইনটেলের প্রসেসর নির্ভর নতুন সংস্করণের অ্যান্ড্রয়েড ট্যাবলেট বাজারে আনার ঘোষণা দিয়েছে স্যামসাং।গ্যালাক্সি ট্যাবলেটের প্রসেসর তৈরিতে স্যামসাংয়ের সঙ্গে যুক্ত হয়েছে যুক্তরাষ্ট্রের কম্পিউটার চিপ নির্মাতা প্রতিষ্ঠান হিসেবে সুপরিচিত ইনটেল। এর আগে যুক্তরাজ্যের চিপ নির্মাতা এআরএম হোল্ডিংসের চিপ গ্যালাক্সি ট্যাবে ব্যবহৃত হতো।

সম্প্রতি দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি নির্মাতা এ প্রতিষ্ঠানটি আট ইঞ্চি ও ১০ দশমিক এক ইঞ্চি মাপের নতুন ট্যাবলেট আনার ঘোষণা দিয়েছে। স্যামসাংয়ের জনপ্রিয় গ্যালাক্সি ট্যাব সিরিজের তৃতীয় সংস্করণ হিসেবে এই ট্যাব আসছে।প্রযুক্তি বিশ্লেষকেরা জানিয়েছেন, স্মার্ট-ফোন ও ট্যাবলেটের বাজার লক্ষ্য করেই চিপ নির্মাণ করছে ইনটেল। গ্যালাক্সি ট্যাবসহ স্যামসাংয়ের জন্য চিপ সরবরাহের অধিকাংশ অর্ডার পেয়েছে ইনটেল।
শিগগিরই স্যামসাংয়ের তৃতীয় প্রজন্মের গ্যালাক্সি ট্যাব বাজারে চলে আসবে। তবে এখনো এর দাম সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করেনি প্রতিষ্ঠানটি।

Comments (No)

Leave a Reply

এই সাইটের কোন লেখা কপি করা সম্পুর্ন নিষেধ