তৃতীয় প্রজন্মের জেনফোন সিরিজের স্মার্টফোন ৩০ মে উন্মুক্ত করতে যাচ্ছে তাইওয়ানের প্রতিষ্ঠান আসুস। সম্প্রতি প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে ‘জেনইভোলিউশন’ নামের একটি অনুষ্ঠানের তথ্য প্রকাশ করেছে। ওই অনুষ্ঠানের মাধ্যমে জেনফোন-৩ ফোনটি উন্মুক্ত করবে আসুস।
প্রযুক্তি বিশ্লেষকেরা ধারণা করছেন, ভিন্ন ভিন্ন হার্ডওয়্যার ব্যবহার করে জেনফোন-৩ সিরিজে একাধিক স্মার্টফোন আনবে আসুস। বিশ্বের অন্যতম বার্ষিক প্রযুক্তি ট্রেড শো ‘কম্পিউটেক্স তাইপে’ উপলক্ষে ‘জেনইভোলিউশন’ আয়োজন করছে তাইওয়ানের প্রতিষ্ঠানটি। ৩১ মে থেকে ৪ জুন পর্যন্ত ‘কম্পিউটেক্স তাইপে’ অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে স্মার্টফোন ছাড়াও জেনপ্যাড ট্যাবলেট, জেনবুক ল্যাপটপ ও জেনওয়াচ উন্মুক্ত করবে আসুস।
গুঞ্জন রয়েছে, আসুসের নতুন স্মার্টফোনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ইউএসবি টাইপ-সি থাকবে। অ্যান্ড্রয়েড মার্সম্যালোতে চলবে ফোনটি। এর দাম সম্পর্কে অবশ্য কোনো তথ্য জানা যায়নি। তথ্যসূত্র: আসুস।
Comments (No)