আসছে আসুসের নতুন ফোন

তৃতীয় প্রজন্মের জেনফোন সিরিজের স্মার্টফোন ৩০ মে উন্মুক্ত করতে যাচ্ছে তাইওয়ানের প্রতিষ্ঠান আসুস। সম্প্রতি প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে ‘জেনইভোলিউশন’ নামের একটি অনুষ্ঠানের তথ্য প্রকাশ করেছে। ওই অনুষ্ঠানের মাধ্যমে জেনফোন-৩ ফোনটি উন্মুক্ত করবে আসুস।
প্রযুক্তি বিশ্লেষকেরা ধারণা করছেন, ভিন্ন ভিন্ন হার্ডওয়্যার ব্যবহার করে জেনফোন-৩ সিরিজে একাধিক স্মার্টফোন আনবে আসুস। বিশ্বের অন্যতম বার্ষিক প্রযুক্তি ট্রেড শো ‘কম্পিউটেক্স তাইপে’ উপলক্ষে ‘জেনইভোলিউশন’ আয়োজন করছে তাইওয়ানের প্রতিষ্ঠানটি। ৩১ মে থেকে ৪ জুন পর্যন্ত ‘কম্পিউটেক্স তাইপে’ অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে স্মার্টফোন ছাড়াও জেনপ্যাড ট্যাবলেট, জেনবুক ল্যাপটপ ও জেনওয়াচ উন্মুক্ত করবে আসুস।

গুঞ্জন রয়েছে, আসুসের নতুন স্মার্টফোনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ইউএসবি টাইপ-সি থাকবে। অ্যান্ড্রয়েড মার্সম্যালোতে চলবে ফোনটি। এর দাম সম্পর্কে অবশ্য কোনো তথ্য জানা যায়নি। তথ্যসূত্র: আসুস।

 

Comments (No)

Leave a Reply

এই সাইটের কোন লেখা কপি করা সম্পুর্ন নিষেধ