আপনার সিভিও তৈরি করে দেবে চ্যাটজিপিটি,

আপনার সিভিও তৈরি করে দেবে চ্যাটজিপিটি, 1

আপনার সিভিও তৈরি করে দেবে চ্যাটজিপিটি চাকরির বাজারে সিভির ওজন বাড়াতে ওপেনএআইয়ের তৈরি চ্যাটবট চ্যাটজিপিটির সহায়তা নিতে পারেন। নির্দিষ্ট ছাঁচে তথ্য ফেলে ঠিকঠাক একটি সিভি দাঁড় করানোর জন্য চ্যাটজিপিটিই সেরা
একেবারে শুরু থেকে সিভি লেখা বেশ সময়সাপেক্ষ ব্যাপার। সিভি লিখলেও সেটাতে কোনো ব্যাকরণগত ভুল থাকতে পারে।

প্রাসঙ্গিক বা অর্থপূর্ণ হয়েছে কি না সেটা নিয়েও অনেকে দ্বিধায় ভোগেন। এ ক্ষেত্রে ব্যক্তিগত পরামর্শক হিসেবে সঠিক রাস্তা দেখিয়ে দিতে পারে এআই। যেভাবে এআইয়ের সহায়তা নেবেন—

নিজের সম্পর্কে তথ্য দিন
চ্যাটজিপিটি হচ্ছে দরজির মতো। কাপড় দিয়ে মাপ বলে দিলে যা চাচ্ছেন তা-ই বানিয়ে দেবে।

তাই ভালো মানের সামারি বা সারসংক্ষেপ লেখার জন্য যা যা তথ্য প্রয়োজন সবই চ্যাটজিপিটিকে দিন।
চ্যাটজিপিটির কাছে আপনার পেশা ও দক্ষতার জায়গাগুলো স্পষ্টভাবে তুলে ধরুন। সংক্ষেপে হলেও সেখানে সব তথ্যই থাকবে। এরপর প্রম্পট লেখার সময় সারসংক্ষেপে এবং সিভির তথ্য মিলিয়ে আরো ভালো মানের সারসংক্ষেপ তৈরি করে দিতে বলতে হবে।

কাজের দক্ষতা বোঝানোর জন্য গুরুত্বপূর্ণ তথ্য যোগ করার নির্দেশও দিতে হবে।
https://cdn.kalerkantho.com/public/news_images/share/photo/shares/1.Print/2023/12.December/03-12-2023/2/kalerkantho-tw-2a.jpgনিয়োগদাতাদের চাহিদা জানান
যে কম্পানিতে কাজ করতে চাচ্ছেন সেখানকার চাকরিদাতাদের চাহিদার কথা জানাতে হবে চ্যাটজিপিটিকে। নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা দায়িত্বগুলো কপি-পেস্ট করে চ্যাটজিপিটিকে দিন। চ্যাটজিপিটি নিজের মতো করে ‘রেসপন্সিবিলিটিজ’ বিভাগ তৈরি করে দেবে।
বুলেট পয়েন্ট তৈরি করতে বলুন
সিভিতে বুলেট পয়েন্টও লিখে দেবে চ্যাটজিপিটি।

প্রম্পটে সাবেক কর্মস্থল ও পদবির তথ্য ব্যবহার করে তিনটি বা পাঁচটি বুলেট পয়েন্ট লেখার নির্দেশ দিতে হবে। পয়েন্টগুলো ছোট বা বড় করতে চাইলে তা চ্যাটজিপিটিকে জানাতে হবে।

ধারাবাহিকতা আনতে বলুন
একটি পয়েন্টের সঙ্গে আরেকটি পয়েন্টের সামঞ্জস্য থাকতে হবে। চ্যাটজিপিটি দিয়ে খুব সহজেই সিভিতে গোছানো ভাব আনা যায়।
সিভি আপডেটও করা যাবে

আগে লেখা সিভি আপডেট করতে পুরোটা কপি করুন। এরপর চ্যাটজিপিটিকে দিয়ে আপডেট করার নির্দেশ দিন। এসব তথ্যের ওপর ভিত্তি করে যোগ করে দিতে বলুন কাজের অভিজ্ঞতা। সিভিতে বানান ও ব্যাকরণগত ভুল থাকলে চ্যাটজিপিটিই তা ঠিক করে দেবে।
সম্পাদনা করুন নিজের মতো করে

চ্যাটজিপিটি সিভি লিখে দিলেও তা এডিট বা সম্পাদনা করতে হবে নিজের মতো করেই। সিভি তৈরি করার পর গুগল ডক, মাইক্রোসফট ওয়ার্ড বা ক্যানভা থেকে একটি রিজিউম টেম্পলেট বাছাই করুন। এরপর ধাপে ধাপে তথ্য সাজিয়ে সিভি তৈরির প্রক্রিয়া সম্পন্ন করুন।

চ্যাটজিপিটিতে তৈরি করুন জীবনবৃত্তান্ত

আপনার সিভিও তৈরি করে দেবে চ্যাটজিপিটি, 2

সব কাজের কাজি-কথাটা চ্যাটজিপিটির বেলায় শতভাগ সফল। এটি বিভিন্ন কাজের সহকারী হিসেবে চমৎকারভাবে কাজ করছে। এর মাধ্যমে চিত্তাকর্ষক প্রফেশনাল সিভি (জীবনবৃত্তান্ত) লিখে নিতে পারবেন। জীবনবৃত্তান্তের সারসংক্ষেপ, দক্ষতা, কাজের অভিজ্ঞতা সহ আরও অনেক কিছুর সাহায্যে একটি উপযুক্ত সিভি তৈরি করতে পারবেন।

সারসংক্ষেপ লিখতে বলুন

চ্যাটজিপিটিকে প্রথমে আপনার কাজের অভিজ্ঞতার ওপর নির্ভর করে সিভির সারসংক্ষেপ লিখতে বলুন। কয়েক কথায় সারসংক্ষেপ সিভিকে আকর্ষণীয় ও প্রফেশনাল করে তুলবে। আপনার সম্পর্কে নিয়োগকারী প্রতিষ্ঠানের জানা সহজতর হওয়ার পাশাপাশি দেখতেও পরিপাটি মার্জিত লাগবে।

অবশ্যই কাজের অভিজ্ঞতা, যোগ্যতা, দক্ষতা জীবনবৃত্তান্তের সারসংক্ষেপে যোগ করুন। যদি এন্ট্রি লেভেলের চাকরি খোঁজেন, তাহলে ক্যারিয়ারের লক্ষ্য ফোকাসে রেখে সারসংক্ষেপ সাজান। মনে রাখবেন, সারসংক্ষেপ সংক্ষিপ্ত হতে হবে, তাই এটিকে দীর্ঘায়িত করা থেকে বিরত থাকুন। এটি যেহেতু বট সেহেতু কিছুটা ভুলভ্রান্তি থাকতে পারে, তাই লিখিয়ে আপনার মতো সাজিয়ে নিন।

কাজের অভিজ্ঞতা জানাতে বলুন

একটি আদর্শ ও প্রফেশনাল সিভির অন্যতম অংশ বিগত কাজের বিবরণ বা অভিজ্ঞতা। নিয়োগকারী প্রতিষ্ঠানের সবচেয়ে বেশি আগ্রহ থাকে এতে। তাই আপনার উপযুক্ত, জানাশোনা, বিভিন্ন প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করা কাজের বিষয়ে অভিজ্ঞতা লিখতে বলুন। আপনার নির্দেশনা অনুযায়ী প্রয়োজনমতো চ্যাটজিপিটি ততটুকু অভিজ্ঞতা লিখে দেবে। সেখান থেকে বিবরণ বাছাই করে আপনার মতো সাজানোর চেষ্টা করুন।

এ ছাড়া বিভিন্ন প্রতিষ্ঠান, সংস্থা, কোম্পানি যেসব কিওয়ার্ডের মাধ্যমে সিভি যাচাই করে তাও জানিয়ে দেবে চ্যাটজিপিটি। কাজের অভিজ্ঞতার বিবরণে কার্যকর শব্দ ব্যবহারও সিভিকে চমকপ্রদ করে তুলে, যা চ্যাটজিপিটির ভূমিকা অনস্বীকার্য। এতে আপনার অতীত কাজের অভিজ্ঞতার পাশাপাশি দায়িত্বকালীন প্রতিষ্ঠানেরও পরিচয় বৃদ্ধি পাবে।

দক্ষতার বিবরণ জিজ্ঞাসা করুন

আপনি যেসব কাজে সিদ্ধহস্ত, যেসব কাজ বিগত সময় বিভিন্ন প্রতিষ্ঠানে করে এসেছেন সেসব কাজের যোগ্যতা বিষয়ে কার্যকরী ভূমিকা লিখে দিতে চ্যাটজিপিটিকে বলুন। প্রাসঙ্গিক দক্ষতা সম্পর্কে সামান্য তথ্য থাকলে সিভিটি চিত্তাকর্ষক দেখাবে। এতে কাজ সম্পর্কে ধারণা থাকার বিষয়েও নিয়োগকারী প্রতিষ্ঠানের নজর কাড়তে পারবেন।

আপনার সিভিও তৈরি করে দেবে চ্যাটজিপিটি, 3

জীবনবৃত্তান্ত ফরম্যাটে তৈরি

জীবনবৃত্তান্তে যোগ্যতা, অভিজ্ঞতা, দক্ষতা, একাডেমিক, ব্যক্তিগত সহ সব ধরনের তথ্যাদি প্রদানের পর বলুন সিভির ফরম্যাটে সাজাতে। যাকে বলা হয় ডিজাইন। আপনার কাজ অনুযায়ী সিভির ডিজাইন বেছে নিতে পারেন, তবে সিভির ডিজাইন সব সময় সাধারণ রাখাই উত্তম। জীবনবৃত্তান্ত সারসংক্ষেপ, কাজের শিরোনাম, কাজের প্রয়োজনীয় যোগ্যতা, দক্ষতা, অভিজ্ঞতার বিবরণ সুন্দরভাবে চোখে পড়ার মতো উল্লেখ করে সাজান।

প্রুফ রিড করতে বলুন

জীবনবৃত্তান্ত তৈরি শেষ হলে ব্যাকরণগত ভুল, অসংগত বাক্য, বানান সহ সব বিষয়াদি ত্রুটিমুক্ত করতে নির্দেশ দিন। চ্যাটজিপিটি ব্যাকরণগত সমস্যা পরীক্ষাকরণ, বাক্য পুনর্গঠন, বানান ত্রুটি শনাক্তকরণ বিষয়ে চমৎকার ভূমিকা রাখে। প্রয়োজনে আপনিও পুরো সিভিটা পুনরায় খুঁটিয়ে খুঁটিয়ে দেখুন। এতে সিভিটা প্রাঞ্জল, চমকপ্রদ, আকর্ষণীয়, প্রফেশনাল দেখাবে। পেশাদার জীবনবৃত্তান্ত তৈরি হবে।

সহজ উপায়ে খুব দ্রুত চ্যাটজিপিটির মাধ্যমে চিত্তাকর্ষক জীবনবৃত্তান্ত তৈরি করা যায় এভাবে। কারণ এটি প্রাসঙ্গিক কিওয়ার্ড, ভাষাগত সৌন্দর্য, কাজের অভিজ্ঞতা, দক্ষতা সহ সারসংক্ষেপের বিবরণ সাবলীলভাবে তৈরি করে থাকে।

Comments (No)

Leave a Reply

এই সাইটের কোন লেখা কপি করা সম্পুর্ন নিষেধ