অংশ নিন ১৪ দিনের অ্যাফিলিয়েট মার্কেটিং প্রশিক্ষণে, সম্পূর্ণ ফ্রিতে…
ইন্টারনেট মার্কেটিং পেশা বিশ্বব্যাপী খুবই জনপ্রিয় হলেও বাংলাদেশে খুব ভালো মানের ইন্টারনেট মার্কেটার অনেক কমই রয়েছে। বাংলাদেশীদের এই পিছিয়ে থাকার একটি বড় কারণ আমাদের দেশে ইন্টারনেট মার্কেটিং বা অ্যাফিলিয়েট মার্কেটিং বিষয়ে খুব বেশি রিসোর্স না থাকা।
আরেকটি বড় কারণ, আমরা এদেশে একে অন্যকে হেল্প করতে চাই না। কোন ভাল রিসোর্স পেলে তা শেয়ার করিনা। ইন্টারনেটে প্রচুর পরিমাণে টিউটোরিয়াল রয়েছে অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের উপর। তবে বেশিরভাগই ডলার দিয়ে কিনতে হয়। ভাল মানের ফ্রি টিউটোরিয়াল নেই বললেই চলে।
ভাল মানের অ্যাফিলিয়েট মার্কেটিং প্রশিক্ষণের মধ্যে High Traffic Academy-র Project Breakthrough অন্যতম। এই ভিডিও প্রশিক্ষণটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যেটি দেখে যেকেউ ১৪ দিনের মধ্যেই ইন্টারনেটে টাকা আয় করতে পারবে। তা যত অনভিজ্ঞ মানুষই এই প্রশিক্ষণে অংশ নিক না কেনো।
Comments (No)