অনলাইনে আয় করার সেরা ৮ ওয়েবসাইট | Best 8 Earning site from BD

অনলাইনে ইনকাম করার সেরা ওয়েবসাইট | Best Online Earning Money Website Tips আজ আলোচনা করব অনলাইনে ইনকাম করার ৭টি ওয়েবসাইট সম্পর্কে (Best Online Earning Money Website Tips)। এসব ওয়েবসাইট থেকে ঘরে বসেই হাজার হাজার টাকা Income করা সম্ভব। বর্তমান সময়ে Online Income করা বহুল পরিচিত একটি পেশা, আবার অনেকের কাছে একটি স্বপ্ন। কিন্তু ইন্টারনেটে ইনকাম করা জন্য থাকতে হবে পরিপূর্ণ দক্ষতা।

সারা পৃথিবীর বিশাল সংখ্যক মানুষ বিভিন্ন ফ্রীল্যান্সিং ওয়েবসাইটের মাধ্যমে ঘরে বসে হাজার হাজার টাকা Earn করতেছে। আজ এই আর্টিকেলে আপনাদের সাথে আলোচনা করব অনলাইনে আয় করার জন্য সবচেয়ে জনপ্রিয় ৭টি ওয়েবসাইট নিয়ে, এবং এসব সাইটে কীভাবে কাজ করবেন সেই সম্পর্কে। আপনি যদি অনলাইনে কাজ করতে ইচ্ছুক হন, তাহলে এই পোস্টটি আপনার উপকারে আসবে বলে আশা করি।

অনলাইনে ইনকাম করার সেরা ওয়েবসাইট | Best Online Earning Money Website Tips
অনলাইনে ইনকাম করার সেরা ওয়েবসাইট | Best Online Earning Money Website Tips

অনলাইনে আয় করার সেরা ৭টি ওয়েবসাইট এর তালিকা এবং এসব সাইটগুলোতে যেভাবে কাজ করবেন তার পরিপূর্ণ গাইডলাইন নিচে দেওয়া হলোঃ

১। আপওয়ার্ক – Upwork
যদি কোনো প্রশ্ন হয় বিশ্বের সবচেয়ে জনপ্রিয় Freelancing সাইট কোনটি? তাহলে উত্তরটা হবে আপওয়ার্ক – Upwork। আপওয়ার্ক ওয়েবসাইটটি প্রথমে ওডেস্ক- Odesk নামে কার্যক্রম শুরু করে। ২০১৫ সালে সাইটটি ওডেস্ক নাম পরিবর্তন হয়ে আপওয়ার্ক নামে পরিচিতি লাভ করে। আপওয়ার্কে ফিক্সড এবং ঘন্টা ভিত্তিক (Hourly) রেটে কাজ পাওয়া যায়। এই জনপ্রিয় Upwork সাইট থেকে উপার্জিত টাকা পেপাল, পেওনিয়ার এবং ব্যাংক ট্র্যান্সফারের মাধ্যমে গ্রহন করার সুযোগ আছে।

২। ফাইভার – Fiverr
Freelancing এর জন্য অনলাইনে ২য় স্থানে অবস্থানে আছে ফাইভার – Fiverr। Fiverr মার্কেটপ্লেসে নিম্নে ৫ ডলার থেকে শুরু করে হাজার ডলার অ্যামাউন্টের প্রজেক্ট পোস্ট করা হয়। লোগো ডিজাইন, ভয়েস রেকর্ড, আর্টিকেল লেখা, প্রভৃতির জন্য ফাইভার অত্যন্ত জনপ্রিয়। ফাইভারে সব প্রজেক্টই ফিক্সড প্রাইসের হয়ে থাকে, এই সাইটে এখনও ঘন্টাভিত্তিক কোনো Job শুরু হয়নি। ফাইভার থেকে আয়কৃত অর্থ তোলার জন্য পেপাল, পেওনিয়ার এবং ব্যাংক ট্র্যান্সফার পদ্ধতি ব্যবহার করা যায়।

৩। ফ্রীল্যান্সার ডটকম – Freelancer.com
ফ্রীল্যান্সার ডটকম – Freelancer.com হলো একটি অনলাইন ভিত্তিক জব মার্কেটপ্লেস, যেখানে ফিক্সড প্রাইস এবং ঘন্টাভিত্তিক রেটের প্রজেক্ট পাওয়া যায়। এই Marketplace এ ফ্রীল্যান্সার ও বায়ারের সংখ্যা বেশি থাকার কারনে এই সাইটে প্রচুর Online Job পাওয়া যায়। ফ্রীল্যান্সার ডটকম থেকে প্রাপ্ত প্রজেক্টে কাজ করে অর্জিত অর্থ উত্তোলন করার জন্য আছে পেপাল, স্ক্রিল, পেওনিয়ার এবং ব্যাংক ট্র্যান্সফার সিস্টেম।

৪। নাইনটিনাইন ডিজাইনস – 99designs
৯৯ডিজাইনস – 99designs মার্কেটপ্লেসে ডিজাইন ভিত্তিক কাজ পাওয়া যায়। আপনি যদি ফ্রীল্যান্স ডিজাইনার হয়ে থাকেন তাহলে ৯৯ডিজাইনস আপনার জন্য বেশ ভালো একটি অনলাইন ইনকামের জায়গা হতে পারে। এই সাইটটি ডিজাইনের জন্য সবচেয়ে বেশি জনপ্রিয়।

এই মার্কেটপ্লেসে বিশ্বের বিভিন্ন দেশের বায়াররা ডিজাইন ভিত্তিক বিভিন্ন প্রজেক্ট অফার করেন এবং পেশাদার ডিজাইনারদের দ্বারা অর্থাৎ ফ্রীল্যান্সারদের দ্বারা বিভিন্ন লোগো, ওয়েবসাইট ও অন্যান্য গ্রাফিক ডিজাইনের কাজ করিয়ে নেন। 99designs থেকে আপনার উপার্জন করা অর্থ তোলার জন্য পেওনিয়ার এবং পেপাল ব্যবহার করতে পারবেন।

৫। পিপল পার আওয়ার – Peopleperhour
পিপল পার আওয়ার – Peopleperhour হলো অনলাইনে আয় করার জন্য একটি অন্যতম জনপ্রিয় সাইট। Peopleperhour মার্কেটপ্লেসে ফিক্সড প্রাইস ও আওয়ারলি রেট উভয় পদ্বতিতেই অনেক Freelancing Job পাওয়া যায়। পিপল পার আওয়ার থেকে আয়কৃত অর্থ তোলার জন্য পেপাল, স্ক্রিল, পেওনিয়ার এবং ব্যাংক ট্র্যান্সফার পদ্ধতি ব্যবহার করতে পারেন।

৬। বিল্যান্সার ডটকম – Belancer.com

বিল্যান্সার – Belancer হলো একটি বাংলাদেশি ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস। Belancer মার্কেটপ্লেসে বিভিন্ন প্রকার দেশীয় কাজ পাওয়া যায়। বিল্যান্সার দেশের বাইরে থেকেও ক্ল্যায়েন্ট ও ফ্রিল্যান্সার আনার পরিকল্পনা করছে বলে জানিয়েছে। বিল্যান্সার ডটকমে মাইক্রো আকারের ১০০ টাকার প্রজেক্ট থেকে শুরু করে অনেক বড় অ্যামাউন্টের প্রজেক্টও আসে। বর্তমানে এখানে শুধু ফিক্সড প্রাইসের কাজ উপলব্ধ আছে। মাধ্যমে আয়কৃত টাকা আপনি ব্যাংক ট্র্যান্সফার, বিকাশ, অথবা সরাসরি বিল্যান্সার অফিসে গিয়ে সংগ্রহ করতে পারেন।

৭। গুরু ডটকম – Guru.com
গুরু ডটকম – Guru.com হলো অ্যামেরিকান কর্তৃক একটি ফ্রিল্যান্সিং সাইট। এই মার্কেটপ্লেসে ফিক্সড প্রাইস এবং আওয়ারলি রেট উভয় প্রকারের প্রজেক্টই পাওয়া যায়। এখনকার সময়ে গুরু ডটকম মার্কেটপ্লেসে তেমন বেশি মানুষ কাজ করেনা, তবে যারা করে তারা পারমানেন্টলি অনেক বায়ারের কাজ করছে তার সাথে অনেক টাকা Income করছে। Guru.com থেকে অর্থ উত্তোলনের জন্য পেপাল, পেওনিয়ার ও ব্যাংক ট্র্যান্সফার পদ্ধতি ব্যবহার করা হয়।

৮। সহজ এফিলিয়েটস ডট কম Sohojaffiliates.com

আর আপনি যদি একেবারে নতুন হন তাহলে আপনার জন্য ভাল হবে সহজ এফিলিয়েট। এখানে মাত্র ৫ টা ভিডিও টিউটোরিয়াল দেখেই কাজ করতে পারবেন। ৫০০ টাকা হলেই উইথড্র দিতে পারবেন। ১ থেকে ২ ঘন্টায় পেমেন্ট দিয়ে দেয়। সাইটের লিংক সহজ এফিলিয়েটস

Comments (No)

Leave a Reply

এই সাইটের কোন লেখা কপি করা সম্পুর্ন নিষেধ