Market Bangladesh Opportunity Plan 2

মার্কেট বাংলাদেশ এর ডিরেক্টরী লিস্টিং, বিজ্ঞাপন, প্রমোশন, পণ্য ও সেবার অফার, ইভেন্ট এর কাজগুলো সম্পাদনের মূল দায়িত্ব প্রমোটারদের। প্রমোটারগন বেশিরভাগ কাজ ঘরে বসেই করতে পারবেন। প্রমোটারগন কিভাবে কাজ শুরু করবেন, কিভাবে আয় করতে পারেন এ বিষয়ে নিন্মে কিছু ধারণা দেয়া হলোঃ

What is Market Bangladesh?

মার্কেট বাংলাদেশ হলো একটি অনলাইন ডিরেক্টরী এবং একটি প্রমোশনাল ওয়েবসাইট।

এখানে বিভিন্ন প্রতিষ্ঠানের ঠিকানা ও তথ্য দেয়া থাকে।

Why Market Bangladesh?

মার্কেট বাংলাদেশ কেন প্রয়োজন এটি জানা আবশ্যক, দেখে নিই কেন-

১) এর মাধ্যমে ক্রেতা প্রতিষ্ঠান ও পণ্য সম্পর্কে জানতে পারবে।

২) প্রতিষ্ঠানের ঠিকানা, কন্ট্রাক্ট নাম্বার, ডিরেকশন ম্যাপ ব্যবহার করে প্রতিষ্ঠান খুঁজে পাবে।

৩) বিভিন্ন সার্চ ইঞ্জিনের মাধ্যমে আপনার পণ্য ও প্রতিষ্ঠান ক্রেতারা সহজে খুঁজে পাবে।

৪) বিভিন্ন পণ্যের অফার ও প্রতিষ্ঠানের ইভেন্ট ক্রেতারা জানতে পারবে।

৫) ক্রেতারা পণ্যের ক্যাটাগরী কিংবা ব্যবসার ধরন অনুযায়ী প্রতিষ্ঠানকে খুঁজে পাবেন।

৬) প্রতিটি লিস্টিং বা আইডি একেকটি ওয়েবসাইটের ন্যায় কাজ করে। আপনার প্রতিষ্ঠানের সোশ্যাল মিডিয়াগুলো লিংক দিতে পারবেন।

৭) এখানে পাইকারী, রপ্তানীকারক, আমদানীকারক ও উৎপাদনকারীর পৃথক মডিউল রয়েছে।

ব্যবসা প্রতিষ্ঠানের জন্য Market Bangladesh কেন গুরুত্বপূর্ণ?

মার্কেট বাংলাদেশ ব্যবসা, শিল্প প্রতিষ্ঠানের কেন গুরুত্বপূর্ণ এটি জানা আবশ্যক-

ক) প্রতিষ্ঠানের তথ্যসমূহ ক্রেতার নিকট পৌঁছে দেয়াই মার্কেট বাংলাদেশ এর মূল কাজ এবং যে কাজটুকু আপনি সহজে করতে পারছেন না।

খ) ক্রেতা পছন্দের পণ্য ক্রয় করার পূর্বে এখানে বিভিন্ন প্রতিষ্ঠানের পণ্য (অফার) দেখে যাচাই করার সুযোগ পাবেন।

গ) এলাকাভিত্তিক এবং ক্যাটাগরী বিভিন্ন শিল্প, প্রতিষ্ঠান, শোরুম বা অফিস খুঁজে নেয়া যায়।

ঘ) প্রতিষ্ঠানের ছবি, অফার, ভিডিও ও ফাইল আপলোড করার সুযোগ রয়েছে।

ঙ) পণ্যের বিজ্ঞাপন দেয়ার সুযোগ রয়েছে।

Market Bangladesh থেকে আয়ের সুযোগ?

অনলাইনে আয়ের বিষয়টি এখন আর নতুন নয়। দক্ষতা, ধৈর্য্য ও আত্নবিশ্বাস অনলাইন আয়ের জন্য অনেক গুরুত্বপূর্ণ।

সোশ্যাল মিডিয়াগুলো কেমন আয় করে?

আপনি জানেন কি ফেসবুক প্রতি তিন মাসে আয় করে ১ বিলিয়ন ডলার যা বাংলাদেশী টাকায় প্রায় ৮হাজার কোটি টাকা।

গুগল এর মাসিক আয় গড়ে প্রায় ৬.২ বিলিয়ন যা বাংলাদেশী টাকায় প্রায় ৫০হাজার কোটি টাকা।

আমরা কেন সোশ্যাল মিডিয়াগুলোতে অর্থ ব্যয় করি?

প্রতিষ্ঠানের পরিচিতি, পণ্য বিক্রয়, বিজ্ঞাপন, প্রমোশন ও নতুন পণ্য সূচনার জন্য।

কেন প্রতিষ্ঠানগুলো মার্কেট বাংলাদেশে অর্থ ব্যয় করবে?

মার্কেট বাংলাদেশ বিভিন্ন প্রতিষ্ঠান, পণ্য ও ডিরেক্টরী লিস্টিং প্রমোট করে থাকে। প্রতিষ্ঠানের বিভিন্ন অফার ও ইভেন্টের পাশাপাশি ক্রেতাদের সাথে যোগাযোগ মাধ্যম হিসেবে মার্কেট বাংলাদেশ কাজ করে। ব্যবসায়িক প্রচার ও প্রসারের জন্য প্রতিষ্ঠানগুলো মার্কেট বাংলাদেশ গ্রহণ করবে।

মার্কেট বাংলাদেশের প্রমোটার বা পাবলিশার্সগণ বিভিন্ন ধরনের আয়ের সুযোগ পাবেন।

Market Bangladesh প্রমোটার বা পাবলিশার্স

মার্কেট বাংলাদেশ এর প্রশিক্ষিত ও স্বীকৃতিপ্রাপ্ত প্রমোটারগণ পাবলিকেশন বা লিস্টিং এর কাজ করার সুযোগ পাবেন। প্রমোটাররা লিস্টিং তৈরী, অফার ও ইভেন্ট তৈরী করতে পারবে।

কিভাবে প্রমোটার একাউন্টগুলো করতে হবে?

  • প্রথমে মার্কেট বাংলাদেশ ওয়েবসাইটে একটি ইউজার আইডি ওপেন করতে হবে।
  • ইউজার প্রোফাইলের সব তথ্য পূরন করতে হবে।
  • প্রয়োজনীয় কাগজপত্রাদি অফিসে জমা দিতে হবে।
  • প্রশিক্ষণের জন্য প্রস্তুতি নিয়ে প্রশিক্ষণ গ্রহণ করতে হবে।

প্রমোটারদের সুবিধাসমূহ

১. একটি ফ্রি আইডি দেয়া হবে

২. প্রমোটাররা ডিরেক্টরী লিস্টিং তৈরী করতে পারবে

৩. নিজ নিজ পণ্য বিক্রয় করার জন্য অফার তৈরী করতে পারবে

৪. সেলস টীম গঠন করতে পারবে।

৫. ধরুন আপনি কোন প্রতিষ্ঠানের পরিবেশক বা স্টকিষ্ট, আপনার পণ্য বিক্রয় করার জন্য আমাদের মার্কেট বাংলাদেশ ওয়েবসাইটটি ব্যবহার করে সফল হতে পারেন।

ডিরেক্টরী লিস্টিং থেকে আয়

প্রমোটারগণ বিভিন্ন প্র্রতিষ্ঠানের লিস্টিং থেকে আয় করার সুযোগ পাবেন। যেমন ফ্রি লিস্টিংগুলো থেকে ৫টাকা হারে এবং পেইড লিস্টিংগুলো থেকে ৩০% কমিশন লাভ করবেন। যেসব লিস্টিংগুলো প্রমোটারগণ সংগ্রহ করবেন সেসবের িএডিটিং ও প্রমোশন তারাই করবেনঃ

Market Bangladesh Opportunity Plan 3

পরিশেষ

প্রমোটারগণ যেসব উপায়ে আয়ের সুযোগ পাবেন তাহলোঃ

ক) লিস্টিং বা এডিটিং

খ) বিজ্ঞাপন

গ) পণ্য বিক্রয়

ঘ) ডাটা এন্টি

ঙ) নিজ নিজ পণ্য বা সেবা বিপণন

চ) সেলস টীম থেকে আয়

[আমরা নির্দিষ্ট সংখ্যক প্রমোটার সারাদেশে নিয়োগ করবো আগে আসলে আগে পাবেন ভিত্তিতে]

http://marketbangladesh.com/promoter/index.php/opportunity

Leave a Reply

You missed

এই সাইটের কোন লেখা কপি করা সম্পুর্ন নিষেধ