এসইও কেন গুরুত্বপূর্ণ?

অনলাইনের একটি অনেক বড় অংশ জুড়ে রয়েছে এসইও। বিশেষ করে ফ্রিল্যান্সিং সেক্টরে এসইও এর নাম অত্যন্ত কমন।কিন্ত কেন এর এত চাহিদা? ভেবেছেন কখনো?

তাহলে চলুন জানি,এসইও এর গুরুত্বঃ

বিভিন্ন জরিপে দেখা যায় অনলাইন ব্যবহারকারীদের মধ্যে ৬৭% কোনও তথ্য বা সেবা খোঁজার জন্য বিভিন্ন সার্চিঞ্জিনের সহায়তা নেয়,আর বাকি ২৩% বিভিন্ন স্যোসাল মিডিয়ার যেমনঃ ফেসবুক,টুইটার,পিন্টারেস্ট,টাম্বলার ইত্যাদির সাহায্য নিয়ে থাকে।

এসইও এর মাধ্যমে প্রাপ্ত কিছু সুবিধাবলি নিম্নরূপঃ

. এর মাধ্যমে একদম টারগেট করা ভিসিটর পাওয়া যায়।

. আজকের ভিসিটরই হবে আপনার ক্রেতা।

. দিন দিন পণ্যের অনলাইন প্রচার বাড়বে।

.বিক্রি বাড়বে।

. অনলাইন এবং ক্রেতাদের মনে একটি ভালো ইমেজ তৈরী হবে যা আপনাকে র্দীঘ সময় আপনাকে ব্যবসা করতে সাহায্য করবে।

এসইও কেনো গুরুত্বপুর্ণ তা নিয়ে আমি এটি ভিডিও টিউটোরিয়াল বানিয়েছি যাতে বিভিন্ন জিনিস প্রাক্টিক্যাল দেখিয়েছি ভিডিও লিঙ্ক

Leave a Reply

You missed

এই সাইটের কোন লেখা কপি করা সম্পুর্ন নিষেধ