ইউটিউব থেকে ইনকাম করুন গেম রিভিউ করে [পর্ব-০২] :: ই-গেমিং নিয়ে চ্যানেল তৈরি করতে আমাদের যেসব কিছুর দরকার হবে 1

ইউটিউব থেকে ইনকাম করুন গেম রিভিউ করে [পর্ব-০১] :: ই-স্পোর্টস সম্পর্কে বর্ননা এবং ই-স্পোর্টসের ইউটিউবে চাহিদা

আজকের টিউনে আমি আলোচনা করবো ভিডিও কন্টেন্ট কিভাবে ম্যানেজ করবো সে মেথডটি সম্পর্কে, আমি ধাপে ধাপে আলোচনা এবং প্রত্যেকটি বিষয় সম্পর্কে আলাদাভাবে আলোচনা করবো যা আপনাকে সাহায্য করবে ইউটিউব থেকে এডসেন্সের মাধ্যমে একটি ভালো মানের উপার্জন করতে। চলুন তাহলে শুরু করি।

ইউটিউব চ্যানেলঃ-
প্রথমেই আমাদের একটি ইউটিউব চ্যানেল তৈরি করতে হবে যেখানে শুধুমাত্র আমরা অনলাইন গেইমিং ভিডিও আপলোড করবো।

গেইম রেকর্ডঃ-
বিভিন্ন অনলাইন গেইমের হাইলাইটস রেকর্ড করতে হবে।

ভিডিও আপলোডিংঃ-
রেকর্ড করা ভিডিওগুলি এডিট করে আমাদের ইউটিউবে আপলোড করতে হবে।
প্রত্যেকদিন একই কাজ করে যেতে হবেঃ- আমাদের একদম প্রত্যেকদিন ২ থেকে ৩টি করে ভিডিও নিয়মিত আপলোড করে যেতে হবে।

প্রমোট (না করলেও চলবে) ফেইসবুক/টুইটারঃ-
যদি চান ফেইসবুক বা টুইটারে এডভার্টাইস করার মাধ্যমে আপনার চ্যানেলের প্রমোট করতে পারেন না করলেও চলবে।

এ মেথডটি অনুসরন করে আপনারা কিভাবে লাভবান হবেন
নিয়মিত এই পদ্ধতিটি অনুসরন করে গেলে প্রথম কয়েকমাসে আপনাদের ১০০ ভিডিও আপলোড হয়ে যাবে এবং চ্যানেলে কমপক্ষে ৫,০০০ সাবস্ক্রাইবার চলে আসবে।এক বছরের মধ্যে আপনার চ্যানেলের ভিডিও সংখ্যা হবে কমপক্ষে ১,০০০ টি এবং কমপক্ষে ৫০ লাখ এবং ভালোভাবে কাজ করলে ১ বছরের মধ্যে ১ লক্ষ সাবস্ক্রাইবারও পেয়ে যেতে পারেন!আমাদের লক্ষ্য এই না যে আমাদের চ্যানেলটি ইউটিউবের সেরা ভিডিও চ্যানেল হবে! আমাদের মুল লক্ষ্য হবে যত বেশি পারা যায় ইউটিউবে ভিডিও আপলোড করা (৩টির বেশি নয় একদিনে!!) আমাদের উদ্দেশ্য হবেঃ- Quantity over quality

কেনো আমাদের লক্ষ্য এমন হবে?
কারণ এডসেন্স আমাদের সাথে যে রেভিনিউটি শেয়ার করে সেটার পরিমান আপনি ১ টি ভিডিওতে ১ কোটি ভিউয়ার্স নিয়ে আসলে যত হবে, আপনি ১০০০টি ভিডিওতে ১০,০০০ করে ভিউয়ার্স নিয়ে আসলেও সেই একই পরিমান রেভিনিউ পাবেন আপনি এডসেন্স থেকে!আমরা ফেমাস কোনো স্টার বা সঙ্গিত শিল্পী না যে আমাদের একটি ভিডিওতেই কোটি কোটি ভিউয়ার্স আসবে, তাই আমাদের মুল লক্ষ্য থাকবে যত বেশি পারা যায় ভিডিও আপলোড দেওয়া এবং প্রত্যেক ভিডিওতেই মোটামোটি মানের ভিউয়ার্স নিয়ে যাওয়া।

আমরা কোন গেইম ব্যবহার করবো এই মেথড কাজ করার জন্যেঃ-
DOTA2 গেইমটি আমি ব্যবহার করবো আপনাদের এই মেথডটি সম্পুর্ন শেখানোর জন্যে, এই মেথডটি শেখার পরে আপনারা এই গেইমটি ছাড়াও আরো অনেক অনলাইন গেইম আছে যার লিস্ট আপনারা ১ম পর্ব পড়লে পাবেন এছাড়াও নিয়মিত এ ধরনের অনলাইন গেইম রিলিজ হয় যার আপডেট সহজেই ইউটিউব থেকে পাবেন। আমার সাথে যোগাযোগ করতে চাইলেআমার ফেইসবুক আইডি

By Xrashu

Leave a Reply

You missed

এই সাইটের কোন লেখা কপি করা সম্পুর্ন নিষেধ